আফগানিস্তান ফের দখল করেছে তালিবান। তাদের ভয়ে দেশ ছাড়ছেন দলে দলে মানুষ। এই পরিস্থিতিতে বারবার মুখ খুলেছেন নোবেলজয়ী মালালা ইউসুফজাই। তালিবান হামলার শিকার তিনিও। তালিবানের গুলিতে তাঁর মাথার খুলির বিচ্ছিন্ন হওয়া অংশটি এখনও নিজের কাছে রেখে দিয়েছেন তিনি। সেই আঘাতের চিকিৎসা চলছে ন-বছর পরেও। নিজের ষষ্ঠ সার্জারির আগে এ কথা জানালেন মালালা।
ন-বছর আগে তালিবানরা গুলি করেছিল তাকে। সেই বুলেট তাঁর শরীর থেকে বের করা গিয়েছিল বটে, কিন্তু মনে রেখে গিয়েছিল চিরস্থায়ী ক্ষত। এমনকি শারীরিক ভাবেও এখনও সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারেননি তিনি। এখনও তাঁর শরীরে তালিবানের তৈরি করা সেই ক্ষত সারাচ্ছেন ডাক্তাররা। তালিবানের এই ভয়াবহ হিংস্রতার স্মৃতি যাতে ভুলে না যান কখনোই, সেইজন্যই তালিবানের গুলিতে বিচ্ছিন্ন নিজের মাথার খুলির অংশটি এখনও সংরক্ষণ করে রেখেছেন তিনি। সম্প্রতি এক পোস্টে এ কথা জানালেন বিশ্বের সর্বকনিষ্ঠ নোবেলজয়ী মালালা ইউসুফজাই।
আরও শুনুন: পেঁয়াজ কাটলে কেন চোখে আসে জল? আর তা আটকাবেন কী করে?
মালালা নিজেও বেড়ে উঠেছেন তালিবানি ফতোয়ার মধ্যেই। ১৯৯৭ সালে পাকিস্তানে জন্ম তাঁর। সোয়াট উপত্যকার মিঙ্গোরাতে থাকতেন মালালা। পড়তেন স্থানীয় একটি স্কুলে। তালিবানের নারীশিক্ষা-বিরোধী ফতোয়ার দরুন ক্রমশ সেখানে বাড়তে থাকে স্কুলছুটের সংখ্যা। কিন্তু এই অন্যায় নির্দেশ মানতে চাননি মালালা। নিজে তো স্কুলে যাওয়া বন্ধ করেনই নি, পাশাপাশি অন্যান্য মেয়েদেরও উৎসাহ দিতেন পড়াশোনা চালিয়ে যেতে। মেয়েদের শিক্ষার ওপর নেমে আসা তালিবানি ফতোয়ার কথা বাইরের দুনিয়াকেও জানাতে চাইতেন তিনি। আর এইসবের জন্যই তিনি হয়ে ওঠেন তালিবান জেহাদিদের নিশানা। ২০১২ সালের ৯ অক্টোবর তাঁদের স্কুল-বাসটিকে নিশানা করে তালিবান জঙ্গিরা। বন্দুক উঁচিয়ে জানতে চায়, মালালা কোনজন।
আরও শুনুন: Selfie তোলার রকম দেখেই বোঝা যাবে আপনার ধরনধারণ! কীভাবে?
মালালাকে চিনতে পারার পরেই তাঁকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় জঙ্গিরা। গুলিবিদ্ধ হন মালালা এবং তাঁর দুই সহপাঠিনী। তখন মালালার বয়স মাত্র পনেরো বছর। গুলি লাগে তাঁর মাথার খুলির বাঁদিকে। পেশোয়ারে তড়িঘড়ি অপারেশন করে তাঁর খুলির সেই অংশটি বাদ দেওয়া হয়। পরে মালালাকে ইংল্যান্ডে উড়িয়ে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। খুলির সেই অংশটি পরবর্তীকালে আবার মাথায় জোড়া দেওয়ার কথা ভেবেছিলেন পেশোয়ারের ডাক্তারেরা। তাই মালালার পেটের মধ্যে সেই অংশটি রেখে দেওয়া হয়েছিল। কিন্তু ইংল্যান্ডে ডাক্তারেরা সংক্রমণের সম্ভাবনা এড়াতে ওই অংশে টাইটানিয়াম প্লেট লাগিয়ে দেন। ফলে খুলির ওই অংশটি বাতিল হয়ে যায়। নিজের বুকশেলফে সেটিকে যত্ন করে সাজিয়ে রেখেছেন মালালা।
বাকিটা শুনে নিন প্লে-বাটন ক্লিক করে।