মুসলিম লিগ আর সমাজবাদী পার্টি এক। হুঙ্কারের সুরে এমনটাই বললেন যোগী আদিত্যনাথ। নিজের বক্তব্যের স্বপক্ষে ব্যাখ্যাও দিয়েছেন তিনি। ঠিক কেন এমন তুলনা টানলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী? আসুন শুনে নেওয়া যাক।
দেশভাগের জন্য দায়ী মুসলিম লিগ। এমন দাবি আগেও করেছে বিজেপি। ফের জনসমক্ষে সেই যুক্তি আওড়াতে শোনা গেল মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে। একইসঙ্গে সমাজবাদী পার্টির নামও জুড়েছেন তিনি। দাবি, এই দলও সমাজে বিভেদ ঘটানোর চেষ্টা চালাচ্ছে।
লোকসভা নির্বাচনের আগে অযোধ্যায় ঘটা করে রামমন্দির প্রতিষ্ঠা হয়েছিল। এই কর্মকাণ্ডকে সামনে রেখে ভোটবাক্স ভরাবে বিজেপি, এমন আশঙ্কা ছিল বিরোধীদের। নির্বাচনের ফলাফল অবশ্য সেদিকে নির্দেশ করেনি। বরং অযোধ্যার মানুষ ভরসা রেখেছে সমাজবাদী পার্টির উপর। বিপুল ভোটে সেখানে জয়ী হয়েছে সপা নেতা অওধেশ প্রসাদ। তাঁর হাত ধরেই যেন বিভাজনের রাজনীতির মাঝে সমদৃষ্টি ফিরেছে রামরাজ্যে। স্বাভাবিক ভাবেই বিজেপি সমর্থকরা বিষয়টা ভালোভাবে নেননি। অযোধ্যায় বিজেপির হারের জন্য সেখানকার বাসিন্দাদের দুষেছেন দেশের বিভিন্ন প্রান্তের গেরুয়া সমর্থকরা। কেউ কেউ রামমন্দির বয়কটের ডাকও তুলেছিলেন। সবমিলিয়ে বিষয়টি নিয়ে জাতীয় রাজনীতি সরগরম হয়েছিল। এরপর অবশ্য নদীতে অনেক জল গড়িয়েছে। বদলেছে অনেক কিছু। এতদিন পর নতুন করে সমাজবাদী পার্টির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিল বিজেপি। তবে কোনও সাধারণ সমর্থক নয়, বিশেষ মন্তব্য করে অখিলেশের দলকে নিশানা করেছেন খোদ যোগী আদিত্যনাথ।
সম্প্রতি আলিগড়ের এক অনুষ্ঠানে দেশভাগ প্রসঙ্গে বলতে শুরু করেন যোগী। শুরুতেই মুসলিম লিগের প্রসঙ্গ তোলেন। মনে করিয়ে দেন, ১৯০৬ সালে আলিগড়েই স্থাপিত হয়েছিল মুসলিম লিগ। তাঁর দাবি, এই মুসলিম লিগই দেশভাগের জন্য দায়ী। তবে এই অভিযোগ নতুন নয়। এর আগেও এমনটা বলেছেন বহু বিজেপি নেতা। তবে এর সঙ্গে যোগী জুড়েছেন সমাজবাদী পার্টিকে। তাঁর দাবি, এই দলও একইভাবে সমাজে বিভেদ তৈরি করতে চাইছে। মুসলিম লিগের মতোই উদ্দেশ্য সমাজবাদী দলের। এমনটা সাফ জানিয়েছেন যোগীরাজ। স্বাভাবিকভাবেই তাঁর এই মন্তব্য ঘিরে শোরগোল পড়েছে। এখনও সরাসরি পালটা জবাব কেউ না দিলেও, বিষয়টা ভালোভাবে নেবেন না অখিলেশের সমর্থকরা তা বলাই বাহুল্য।