ভ্যাকসিন নিতেই রাতারাতি কোটিপতি মহিলা। অবাক লাগছে তো শুনতে। সম্প্রতি এমনটাই ঘটেছে এক মহিলার সঙ্গে। করোনা-টিকা নিয়েই হাতে হাতে মিলেছে প্রায় সাড়ে সাত কোটি টাকা। কীভাবে, আসুন শুনি।
কেউ পাচ্ছেন বিনামূল্যে। কাউকে আবার দিতে হচ্ছে টাকা। হ্যাঁ, টাকা দিয়েই টিকা নিচ্ছেন অনেকে। কিন্তু টিকা নিয়ে টাকা পেলেন, তাও আবার কয়েক কোটি- এমন কখনও কেউ শুনেছেন। বলা যায় একেবারে গল্প হলেও সত্যি। সম্প্রতি এক মহিলা স্রেফ টিকা নিয়েই হাতে পেলেন প্রায় সাড়ে সাত কোটি টাকা। কীভাবে খুলল তাঁর ভাগ্যের দরজা?
আরও শুনুন: স্মল পক্সের জীবাণুই হয়ে উঠতে পারে জঙ্গিদের হাতিয়ার! কেন জাগল এমন সন্দেহ?
বিশ্বকে করোনামুক্ত করতে প্রায় সব দেশেই করোনার ভ্যাকসিন নিয়ে দীর্ঘদিন ধরে সচেতনতা-প্রচার চালিয়ে যাচ্ছে সব দেশের সরকার। সেরকমই একদিন ফোন এসেছিল অস্ট্রেলিয়ার বাসিন্দা, বছর পঁচিশের জোয়ান ঝু-র কাছে। তিনিও সরকারের পরামর্শ মেনে কোভিড-টিকা নিতে দেরি করেননি। ব্যস, হাতে হাতে মিলল ফল। সম্প্রতি কোভিড ভ্যাকসিন নিতে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে আসরে নেমেছিল সে-দেশের বেশ কয়েকটি সমাজসেবী সংস্থা। তাদেরই উদ্যোগে ভ্যাকসিন নিলে কোথাও মিলছিল গেম টিকিট, কোথাও বিয়ার বা খাবার দাবার, কোথাও আবার লটারির টিকিট।
আরও শুনুন: এই অপুষ্টির উপত্যকাই আমার দেশ! ৩৩ লক্ষ শিশুর অপুষ্টিতেও কতটা সরব দেশবাসী?
এর জোরেই ভাগ্যের চাকা ঘুরল জোয়ান-এর। ভ্যাকসিন নিয়ে তিনি জিতে গেলেন ভ্যাক্স অ্যালায়েন্স নামে একটি লটারি কোম্পানির ৭ কোটি ৪০ লক্ষ টাকার লটারি। ভ্যাক্স অ্যালায়েন্সের এই উদ্যোগের পরে কোভিড-টিকা নেওয়ার হারও বেড়েছে তরতরিয়ে। অন্তত ৩০ লক্ষ অস্ট্রেলিয়াবাসী ওই লাকি ড্র প্রতিযোগিতায় নাম নথিভুক্ত করেছেন ইতিমধ্যেই।
এদিকে সাড়ে সাত কোটি টাকা জিতে তো বেজায় খুশি জোয়ান। কী করবেন এত টাকা নিয়ে? প্রশ্নের উত্তরে জোয়ান জানালেন, পরিবারের জন্য উপহার কেনার পর আপাতত একটি পাঁচতারা হোটেলে তাঁদের নিয়ে খেতে যেতে চান। তার পর ভবিষ্যতের জন্য সঞ্চয়ের কথা ভাবা যাবে নাহয়।
টিকা তো সারা বিশ্বে বহু মানুষই নিয়েছেন এবং নিচ্ছেনও। কিন্তু এমন ভাগ্য আর খোলে ক-জনের!