আউট হয়েছেন। কিন্তু হাল ছাড়ছেন না ক্যাপ্টেন ইমরান খান। বরং দ্বিগুণ তেজে ফিরে আসারই ইঙ্গিত। হ্যাঁ, হার না-মানারই ইঙ্গিত দিলেন ইমরান খান। জানালেন, ক্ষমতা গেলেও এবার তিনি আরও ভয়ংকর হয়ে উঠবেন।
ইমরান খান যেন খোঁচা খাওয়া বাঘ। সদ্য ক্ষমতা হারিয়েছেন। কিন্তু তাতে কী! তিনি যে এরপরও স্বমহিমায় থাকবেন, সে বার্তা সাফ দিয়ে দিলেন ক্যাপ্টেন। নিজের সমর্থকদের উদ্দেশে বার্তা দিয়ে বললেন, আগে তিনি তেমন ভয়ংকর ছিলেন না। তবে এবার আরও ভয়ংকর হয়ে উঠবেন।
আরও শুনুন: শক্তিশালী রুশ সেনাকে কীভাবে রুখে দিল ইউক্রেন? নয়া কৌশল শিখবে ভারতীয় সেনা
সদ্য পাকিস্তানের কুরশি হারিয়েছেন ইমরান। ক্ষমতা থেকে তাঁর অপসারণের মুহূর্তে নাটকীয় পটপরিবর্তনের সাক্ষী থেকেছে পাকিস্তান। তাঁর বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবে ভোটাভুটি আটকাতে অনেক চেষ্টা করেছিলেন ইমরান। এমনকী দ্রুত নির্বাচনের প্রস্তাবও দিয়েছিলেন। তবে শেষ মুহূর্তে একে একে সব চেষ্টাই জলে গিয়েছে। শেষমেশ মধ্যরাতে খুলেছে আদালত। তারপরই পাকা হয়েছে ইমরানের গদিচ্যূত হওয়া। আর এবার সেই ঘটনাকেই নিশানা করলেন খোদ ইমরান? তাঁর প্রশ্ন, তিনি কী এমন করেছেন যে, মধ্যরাতে আদালত খুলতে হল? তিনি কি দেশের কোনও আইন ভেঙেছেন! ইমরানের সাফ কথা, গত কয়েকদিনে পাকিস্তানের বিচারব্যবস্থা যে পথে চালিত হয়েছে তা স্বাভাবিক নয়। এর আগেও তিনি পুরো ঘটনার নেপথ্যে বিদেশি শক্তির ষড়যন্ত্রের ছায়া দেখেছিলেন। সে প্রসঙ্গ ফের টেনে এনেছেন ইমরান। আর প্রত্যাশিত ভাবেই তাঁর নিশানায় থেকেছে আমেরিকা।
আরও শুনুন: গরমেও খাবার ডেলিভারিতে সম্বল সাইকেল, চাঁদা তুলে ব্যক্তিকে বাইক কিনে দিলেন অপরিচিতরাই
ক্ষমতা হারানোর পরই আবার তাঁর বিরুদ্ধে উঠেছে দুর্নীতির অভিযোগ। একটি বহুমূল্য হার তিনি উপহার পেয়েছিলেন, প্রধানমন্ত্রী হিসাবে। পাকিস্তানের আইন অনুযায়ী, প্রধানমন্ত্রীর উপহার পাওয়া সমস্ত জিনিসই দেশকে ফিরিয়ে দিতে হয়। কিন্তু ইমরান সে-হার ফেরত দেননি। উলটে, অন্য এক আইনের সহায়তা নিয়ে হার বিক্রির জন্য সামান্য অর্থ কোষাগারে জমা দিয়েছেন বলে অভিযোগ। ঘটনার তদন্তে নেমেছে সে-দেশের গোয়েন্দা সংস্থা। কিন্তু এইসব ঘটনা দমাতে পারেনি ইমরানকে। ক্ষমতা হারানোর পর পেশোয়ারে এক জনসভায় প্রথমবার সমর্থকদের মুখোমুখি হন ইমরান। আর সেখানে সদস্যদের চাঙ্গা করতে তিনি বলেন, ক্ষমতায় থেকে তিনি যত না ভয়ংকর ছিলেন, এবার তার থেকেও বেশি ভয়ংকর হয়ে উঠবেন। যদিও, সমর্থকদের ভোকাল টনিক দিলেও, আসলে ইমরানের লক্ষ্য ছিল বিরোধীদের বার্তা দেওয়া। তাঁদের উদ্দেশেই ইমরান সাফ জানিয়ে দিয়েছেন, রাজনীতিবিদ হিসাবে জমি ছাড়ার পাত্র নন তিনি। যা দেখে অনেকেই বলছেন, ক্ষমতা থাকুক আর যাক, ইমরান আছেন ইমরানেই।