গরুপাচারকারীদের খুনের অভিযোগ উঠেছিল আগেই। সম্প্রতি হরিয়ানায় হিংসার ঘটনাতেও জড়াল মনু মানেসরের নাম। ঘটনায় রীতিমতো উত্তপ্ত হরিয়ানা। কিন্তু কে এই মনু মানেসর? হিংসার ঘটনায় ঠিক কীভাবে যোগ রয়েছে তার? আসুন শুনে নিই।
সাম্প্রদায়িক হিংসায় উত্তাল হরিয়ানা। হিংসার ঘটনায় ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন পাঁচ জন। তাঁদের মধ্যে রয়েছেন দুই পুলিশ কর্মীও। এই হিংসার ঘটনাতেই এবার নাম জড়াল মনু মানেসরের। বজরং দলের সদস্য এই যুবকের নামে আগেও একাধিক অভিযোগ রয়েছে। কিছুদিন আগে, গরুপাচারকারী সন্দেহে দুই মুসলিম যুবককে খুন করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। হরিয়ানার হিংসাতেও তার প্রত্যক্ষ যোগ রয়েছে বলে দাবি তুলছেন অনেকেই।
আরও শুনুন: বাঁচাতে হবে নেতাজিকে, স্বামীকেই খুন করেন আজাদ হিন্দ বাহিনীর প্রথম গুপ্তচর নীরা
দাবির নেপথ্যে অবশ্য রয়েছে মনু মানেসরের পোস্ট করা একটি ভিডিও। হরিয়ানায় হিংসার ঘটনা যে ধর্মীয় মিছিলকে কেন্দ্র করে, সেখানে যোগ দেওয়ার কথা আগেভাগেই ভিডিও বার্তায় জানিয়েছিল মনু। তাই অনেকেই মনে করছেন, মিছিল ঘিরে তৈরি হওয়া অশান্তির নেপথ্যেও তার হাত রয়েছে। ঘটনার দিন হরিয়ানার নুহ-তে ধর্মীয় মিছিলের আয়োজন করেছিল বিশ্ব হিন্দু পরিষদ। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মিছিলে বাধা দেয় একদল যুবক। জানা যায়, হঠাৎই মিছিল লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে ওই যুবকের দল। তার জেরেই শুরু হয় তুমুল অশান্তি। কিছুক্ষণের মধ্যেই রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে, মিছিলে অংশ নেওয়া মহিলা ও শিশু-সহ প্রায় আড়াই হাজার মানুষ স্থানীয় একটি মন্দিরে আশ্রয় নিতে বাধ্য হন। ঘটনার পরই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় ওই এলাকায়। কিন্তু তাতেও পুরোপুরি থামানো যায়নি অশান্তি। সংঘর্ষের জেরে এলাকায় জারি করতে হয় ১৪৪ ধারা। একইসঙ্গে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট।
কিন্তু স্রেফ মিছিলে যোগ দেওয়ার জন্যই কি হিংসার ঘটনায় মনু মানেসরের নাম জড়াল?
আরও শুনুন: শিবভক্তদের উপর লাঠিচার্জের নির্দেশ দিয়ে পেলেন শাস্তি, কে এই ‘সাহসী’ আইপিএস?
একেবারেই নয়। বরং ভিডিও-তে মনু যেভাবে সাম্প্রদায়িক ইস্যুতে সুর চড়িয়েছিল তার জেরেই উঠেছে অভিযোগের আঙুল। আসলে এই মনু মানেসর বজরং দলের একজন সক্রিয় সদস্য। বরাবরই নিজেকে উগ্র হিন্দুত্ববাদী হিসেবে প্রমাণের চেষ্টা করত মনু। এ প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় তার একাধিক ভিডিও রয়েছে। সেখানে মূলত মুসলিম বিরোধী কথাবার্তাই বলতে শোনা যায় তাকে। এদিনের ভিডিওতেও খানিকটা তেমনই বার্তা রেখেছিল মনু। তাই মিছিলের ঘটনায় যে হিংসা তৈরি হয়েছিল তার সঙ্গে মনুর প্রত্যক্ষ যোগ রয়েছে বলেই দাবি উঠছে। তবে এই প্রথম নয়। বজরং দলের সদস্য হওয়ার পাশাপাশি মনু গোরক্ষা দলের সঙ্গেও যুক্ত। আর সেই দায়িত্ব পালন করতে গিয়ে নিজের হাতে আইন তুলে নিতেও দুবার ভাবে না এই ব্যক্তি। কিছুদিন আগে, স্রেফ গোপাচারকারী সন্দেহের বশে দুই মুসলিম যুবককে হত্যা করেছিল মনু। এই অভিযোগ রীতিমতো উত্তাল হয়েছিল নেটদুনিয়া। ঘটনায় পদক্ষেপ করেছিল প্রশাসনও। রাজস্থান পুলিশের তরফে মনু মানেসরের নামে চার্জশিট দায়ের করা হয়। সবকিছু মাথায় রেখেই হরিয়ানার ঘটনায় মনুর যোগ নিয়ে সরব হয়েছেন অনেকেই। একই দাবিতে রীতিমতো উত্তাল নেটদুনিয়াও।