৪০০ পারের স্লোগান দিচ্ছেন বটে, কিন্তু বিজেপি যদি ম্যাজিক ফিগারই ছুঁতে না পারে? সেক্ষেত্রে ‘প্ল্যান বি’ কী? প্রশ্নের জবাবে কী বললেন অমিত শাহ?
ভোটে জিতে তৃতীয়বার সরকার গড়া নিয়ে আত্মবিশ্বাসের অভাব নেই। প্রশ্ন কেবল, আসনের সংখ্যা কত দাঁড়াবে। হ্যাঁ, গেরুয়া শিবিরের নির্বাচনী প্রচারে বারেবারে আসন নিয়েই টার্গেট বেঁধে দিয়েছেন মোদি-শাহরা। চলতি নির্বাচনে প্রথম থেকেই ৪০০ পারের স্লোগান তুলেছে বিজেপি। কিন্তু প্রথম দু’দফা ভোটের পরই তা নিয়ে সংশয় দেখা গিয়েছে নানা মহলে। যার ফলে খোদ মোদির প্রচারও খানিক পথ বদলেছে। এদিকে ৪০০ তো দূর, বিজেপি ২০০ আসনের গণ্ডিই পেরোতে পারবে না বলে লাগাতার সুর চড়াচ্ছেন ইন্ডিয়া জোটের নেতানেত্রীরা। আবার বাংলায় এসে শাহ যেমন আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন, তেমনই বারেবারে সেই টার্গেট কমিয়েছেন নিজেই। সব মিলিয়ে, আসনের সংখ্যাই এই মুহূর্তে সমস্ত রাজনৈতিক বিশ্লেষণে তাৎপর্যপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পাবে কি না, তা নিয়ে নানা মুনির নানা মত। উপরন্তু এই প্রশ্নও উঠছে যে, একক সংখ্যাগরিষ্ঠতা দূরে থাক, আদৌ জাদুসংখ্যা পেরোতে পারবে তো বিজেপি শিবির? এবার এই প্রশ্নেরই খোলা জবাব দিলেন অমিত শাহ।
আরও শুনুন:
যৌন হেনস্তার অভিযোগ, অ্যাথলিটদের এত আন্দোলন, তবু ভোটপ্রচারে স্বমহিমায় সেই ব্রিজভূষণ
বর্তমানে লোকসভার যা মোট আসন সংখ্যা, সেই হিসাবে কোনও দল বা জোটকে সরকার গঠন করতে হলে ন্যূনতম ২৭২টি আসন পেতেই হবে। গত লোকসভা নির্বাচনে বিজেপি একাই পেয়েছিল ৩০৩টি আসন। এবার লক্ষ্য আরও বাড়িয়ে ৪০০-র বেশি আসন পেতে ঝাঁপিয়েছে পদ্মশিবির। সেখানে প্রত্যয়ের সুরেই অমিত শাহ জানাচ্ছেন, বিজেপি ম্যাজিক ফিগার ছুঁতে পারবে না এমনটা হতেই পারে না। সুতরাং তা না হলে কী হবে, সে বিষয়ে কোনও ‘প্ল্যান বি’ বা বিকল্প ভাবনা রাখছেনই না তাঁরা।
আরও শুনুন:
জামিন দিয়েছিলেন কেজরিওয়ালকে, দেশের পরবর্তী বিচারপতি হতে পারেন তিনিই
সরকার গঠনের জন্য কেন বিজেপি কোনও বিকল্প ভাবনা রাখছে না, তারও ব্যাখ্যা দিয়েছেন মোদি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর ব্যাখ্যা, যখন প্ল্যান ‘এ’ সফল হওয়ার সম্ভাবনা ৬০ শতাংশের কম থাকে, তখন প্ল্যান ‘বি’ তৈরি করার প্রয়োজন হয়। কিন্তু বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নরেন্দ্র মোদিই যে ক্ষমতায় ফিরতে চলেছেন, সে বিষয়ে সংশয়ের লেশমাত্র নেই শাহের। আর এই বিপুল ভোট পাওয়ার জন্য জনতার উপরেই আস্থা রাখছেন তিনি। শাহের হিসেব, বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পান, দেশে এমন মানুষের সংখ্যা প্রায় ৬০ কোটি। বিশেষ করে পিছিয়ে থাকা, অনগ্রসর শ্রেণির মানুষেরা সে কারণেই মোদিকে সমর্থন করবেন বলে প্রত্যয়ী অমিত শাহ। ভোটের পাকা হিসেব কষেই বিজেপির জেতা নিয়ে আত্মবিশ্বাসী অমিত শাহ।