বাজেট পেশের সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বক্তৃতায় বারবার শোনা গিয়েছে ‘অমৃত কাল’-এর কথা। ‘অমৃত কাল’-এর প্রথম বাজেট বলেই এবারের বাজেটকে চিহ্নিত করেছেন তিনি। কিন্তু কী এই ‘অমৃত কাল’? আসুন, শুনে নেওয়া যাক।
দেশজুড়ে ভোটের বাদ্যি। ২০২৪ সালের লোকসভা ভোটের আগে নয় রাজ্যের বিধানসভা ভোট নিয়েও যুযুধান রাজনৈতিক দলগুলি। এই আবহেই চলতি আর্থিক বছরের বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। আর এবারের বাজেটকে ‘অমৃত কাল’-এর প্রথম বাজেট বলে ঘোষণা করে দিলেন তিনি। বাজেট বক্তৃতা দেওয়ার সময়ও বারে বারেই তাঁর মুখে উঠে এল ‘অমৃত কাল’-এর প্রসঙ্গ। স্বাভাবিকভাবেই প্রশ্ন জেগেছে, কী এই ‘অমৃত কাল’?
আরও শুনুন: সিনেমা দেখতে গিয়ে মিলল না স্যানিটারি প্যাড, ক্ষুব্ধ হয়ে প্রশ্ন তুললেন মহিলা
২০২১ সালে প্রথমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে শোনা গিয়েছিল ‘অমৃত কাল’-এর উল্লেখ। ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপনের সূচনায় দেশের উন্নয়নের লক্ষ্যে পরবর্তী ২৫ বছরের রোডম্যাপ ঠিক করে দিয়েছিলেন তিনি। আর সেই প্রসঙ্গেই তিনি বলেন ‘অমৃত কাল’-এর কথা। স্বাধীনতার ৭৫ বছর থেকে ১০০ বছরে পৌঁছনোর মাঝের এই ২৫ বছর সময়কালকেই ‘অমৃত কাল’ বলে চিহ্নিত করেছিলেন মোদি। আর এই সময়কালেই যাবতীয় সমস্যা কাটিয়ে উন্নতির শিখরে পৌঁছবে দেশ, এমনটাই পরিকল্পনা মোদি সরকারের। যেখানে গ্রাম ও শহরের মধ্যে উন্নয়নের ক্ষেত্রে কোনও বৈষম্য থাকবে না। তাই এই সময়কে কঠোর পরিশ্রম, ত্যাগ এবং সংযমের সময় বলেও ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। আর এবার বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রীও ঘোষণা করেছেন, স্বাধীনতার একশো বছরে যে ভারত গড়ার ব্লুপ্রিন্ট তৈরি করেছে কেন্দ্র, এই বাজেট তার ভিত নির্মাণের সহায়ক হবে। বিশেষ করে মহিলা, যুব সম্প্রদায় এবং প্রান্তিক মানুষদের জন্য এই বাজেট ‘অমৃত কাল’-এর সূচনা করবে, এমনটাই মনে করেছেন নির্মলা সীতারমণ।
আরও শুনুন: এবার মোগলাই পরোটার নাম বদল! খোঁচা জহর সরকারের, কেন্দ্রের সিদ্ধান্তের সমালোচনায় ডেরেক
আসলে এই কথাটির উৎস লুকিয়ে রয়েছে বৈদিক সংস্কৃতিতে। সিদ্ধিলাভের আগের যে সংকট ও কঠোর সাধনার সময়, সেই সময়কেই ‘অমৃত কাল’ বলা হয়েছে সেখানে। তাই কোনও নতুন প্রকল্প শুরুর আগে এই সময়কেই সবচেয়ে শুভ বলে মনে করা হয়। ‘সব কা সাথ, সব কা বিকাশ’ মন্ত্রে যে নতুন ভারত গড়ার কথা বলে মোদি সরকার, তার আগের এই সময়কালকে তাই ‘অমৃত কাল’ বলেই চিহ্নিত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর বাজেট বক্তৃতা দিতে গিয়ে ফের সেই কথাই মনে করিয়ে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।