স্রেফ হিন্দুরাই কুম্ভ মেলায় স্বাগত, এমনটাই চাইছেন হিন্দুত্ববাদীরা। দাবি, ধর্মীয় মেলায় কোনও অহিন্দু যেন ব্যবসা না করতে পারেন। কিন্তু বিশেষ শর্তে কুম্ভমেলায় আসতে পারেন মুসমিলরাও, বলছেন যোগী আদিত্যনাথ। ঠিক কী বলছেন? আসুন শুনে নেওয়া যাক।
মহামিলনের মেলা কুম্ভ। একে ‘তীর্থের রাজা’ আখ্যা দিয়েছিলেন আকবর। প্রধানমন্ত্রী মোদিও কুম্ভমেলায় সম্প্রিতীর কথা বলেছেন। তবে হিন্দুত্ববাদীরা এমনটা চাইছেন না মোটেও। ইতিমধ্যেই তাঁরা ফতোয়া জারি করেছেন, কুম্ভমেলায় কোনও অহিন্দু ব্যবসা করতে পারবে না। তাই বলে মুসলিম ধর্মাবম্বী কেউ মেলায় আসতেও পারবেন না?
যোগী আদিত্যনাথ বলছেন, অবশ্যই পারবেন, তবে বিশষ শর্তে। তাঁর দাবি, কুম্ভে কেবল সেই মুসলিমরাই স্বাগত যারা সনাতন ধর্মকে শ্রদ্ধা করেন। যোগীর কথায়, যে মুসলিমরা মনে করেন সনাতন ধর্মের সঙ্গে তাঁদের বিশেষ যোগ রয়েছে তাঁরা অবশ্যই কুম্ভমেলায় অংশ নিতে পারেন। শুধু তাই নয়, তাঁর আরও দাবি, এমন অনেক মুসলিম রয়েছে যাঁদের পূর্বপুরুষ বাধ্য হয়ে ধর্ম পরিবর্তন করেছিলেন, এই ধরনের কেউ যদি সনাতনে আস্থা রেখে মেলায় আসতে চান, তাহলেও স্বাগত। কিন্তু কেউ যদি উলটোটা করেন, অর্থাৎ সনাতন ধর্মের প্রতি আস্থা না রেখে অসৎ উদ্দেশ্য নিয়ে মেলায় আসতে চান, তাহলেও বিশেষ ব্যবস্থা নেবে প্রশাসন।
আসলে, কুম্ভমেলা গোটা দেশের আবেগ। শহর, গ্রাম, রাজ্য সব জায়গা থেকেই মেলায় আসছেন ভক্তরা। ভিড় জমছে প্রয়াগে। অন্তত কয়েক কোটি ভক্ত সমাগমের অনুমান করছে প্রশাসন। তাই নিরাপত্তায় বিশেষ নজর দিতেই হবে। এতটুকু খামতি রাখতে নারাজ যোগী সরকার। সবদিক খতিয়ে দেখা হচ্ছে, চলছে কড়া নজরদারী। অনেকেই আশঙ্কা করছেন, মেলায় ইচ্ছা করে নাশকতার ছক কষতে পারে দুস্কৃতীরা। তাই সবসময় সতর্কতা জারি থাকছে। এই প্রসঙ্গেই যোগী মনে করিয়ে দিয়েছেন, অসৎ উদ্দেশ্য নিয়ে কেউ মেলায় এলে অবশ্যই কড়া শাস্তির মুখে পড়তে হবে। তবে কুম্ভমেলাকে সামনে রেখে যে হিন্দু-মুসলিম বিতর্ক দানা বেঁধেছিল, তা নিজের মতো করে ঠিক করার চেষ্টা করেছেন যোগী। এই মেলার সঙ্গে সনাতন ধর্মের আবেগ জড়িয়ে, সেখানে এতটুকু আঁচ লাগাতে চান না যোগী। তাই তাঁর কথায়, সনাতনে আস্থা থাকলে যে কেউ মেলায় আসতে পারেন। পাশাপাশি, মেলার জন্য কী কী ব্যবস্থা করা হচ্ছে সেইসবও ঘোষণা করেছেন যোগী। বক্তব্য রেখেছেন কুম্ভমেলায় গঙ্গাস্নান নিয়েও। বিরোধীদের পালটা জবাব দিতেও ছাড়েননি। সবমিলিয়ে কুম্ভমেলাকে সুষ্ঠভাবে সম্পন্ন করতে সবরকম চেষ্টা জারি রেখে যোগী আদিত্যনাথ ও তাঁর প্রশাসন।