রাজনীতির হাওয়া অনেক বদলেছে। ট্রাম্প পেরিয়ে বাইডেন হয়ে আবার মসনদে ট্রাম্প। তবু ডিমের দামের সমস্যা সেই থেকেই যাচ্ছে। আর তা নিয়ে পূর্বতনের ঘাড়েই বন্দুক রেখেছে নতুন সরকার।
রাজনীতির অরণ্যের প্রাচীন প্রবাদ হল, যত দোষ পুরনো আমলের। দল-মত নির্বিশেষে প্রায় সব শাসকদলই তা করে থাকে। যে কোনও ইস্যু নিয়ে যদি প্রশ্ন ওঠে, ছুতোনাতায় দোষ চলে যায় পূর্বতনের ঘাড়ে। সেই পুরনো আমলের ভূত ঘুরছে মার্কিন মুলুকেও। আর সেই ভূত ফিরিয়ে এনেছে ছপোষা ডিম।
ট্রাম্পের নয়া জমানায় ইতিমধ্যেই নানা সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে বিতর্ক। তবে সে তো বড় বড় বিষয়। আন্তর্জাতিক রাজনীতি সে সব নিয়ে তোলপাড়। এর মধ্যেই বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ছাপোষা ডিম। আরও স্পষ্ট করে বললে ডিমের দাম। সে মুলুকের নাগরিকদের প্রশ্ন, ডিমের দাম কমছে না কেন? ট্রাম্প তো ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে। তার মধ্যে ছিল ডিম-ও। তাহলে হলটা কী? জনতার এই প্রশ্নের উত্তর দিতে বাধ্য মহামহিম ট্রাম্প। অতএব ফিরেছে সেই পুরনো আমলের ভূত। ট্রাম্প সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই যে ডিমের দাম কমছে না, তার দায় আগের প্রেসিডেন্ট বাইডেনেরই।
তা বাইডেন করলেনটা কী? ট্রাম্প সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বাইডেনের আমলেই শয়ে শয়ে মুরগি হত্যা করা হয়েছে। আর তাতে মাংস আর ডিম দুয়ের ক্ষেত্রেই ঘাটতি দেখা দিয়েছে। ফলত দামও বেড়েছে। কথাটা মিথ্যে নয়। অন্তত তথ্যগত ভাবে ঠিক। কিন্তু কথাটা যেন অনেকটা ‘অশ্বথামা হত, ইতি গজ’ ধরনের! জানা যাচ্ছে, বার্ড ফ্লু-র সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য সতর্ক ছিল প্রশাসন। সেই সূত্রেই বহু মুরগীর প্রাণ গিয়েছে। সংক্রমনের দরুণ কিছু প্রাণ গিয়েছে। কিছু প্রাণ আবার গিয়েছে প্রশাসনের সতর্কতার দরুন। তবে, কোনটির জন্য কত মুরগির প্রাণ গিয়েছে, তা তথ্যে স্পষ্ট নয়। এটুকু জানা যাচ্ছে, গত কয়েক বছরে ডিম-দেওয়া মুরগির প্রাণহানি হয়েছে। আর সেই কারণেই সংকট বেড়েছে। সে মুলুকে ডিমের দামও বেড়েছে লাফিয়ে। এই দাম কমানোরই প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। কিন্তু প্রশ্নের মুখে পড়ে পুরনো আমলের ঘাড়েই আপাতত চলছে দোষ ঠেলাঠেলি।
তবে যত দোষ কি শুধু বাইডেনেরই? দেখা যাচ্ছে, প্রথম দফায় ট্রাম্প যখন ক্ষমতায় আসেন, তখনও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ওবামা-জমানা থেকে শিক্ষা নিয়েই সে পথে হেঁটেছিল প্রশাসন। সংক্রমণ রোখার ক্ষেত্রে আর দ্বিতীয় কোনও রাস্তা ছিল না। তারপর রাজনীতির হাওয়া অনেক বদলেছে। ট্রাম্প পেরিয়ে বাইডেন হয়ে আবার মসনদে ট্রাম্প। তবু ডিমের দামের সমস্যা সেই থেকেই যাচ্ছে। আর তা নিয়ে পূর্বতনের ঘাড়েই বন্দুক রেখেছে নতুন সরকার। তবে কি বাইডেনের আড়লে নতুন ট্রাম্প সরকার দোষ দিল পুরনো ট্রাম্প সরকারকেই! এই ধাঁধাই আপাতত ভাবাচ্ছে সে মুলুকের সাধারণ মানুষকে।