একসময় বিভিন্ন কারণে খবরের শিরোনামে থাকতেন। অপরাধ দমনে কড়া পদক্ষেপ নিয়ে রাজনৈতিক মহলে বিশেষ পরিচিতি পেয়েছেন যোগী আদিত্যনাথ। তবে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী লোকমুখে যতই জনপ্রিয় হন, সমীক্ষা বলছে দেশের জনপ্রিয়তম মুখ্যমন্ত্রী তিনি নন। তাহলে, কে পেলেন সেই তকমা? আসুন শুনে নেওয়া যাক।
সামনেই লোকসভা নির্বাচন। দেশজুড়ে ভোটের বাদ্যি বাজল বলে। ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল প্রচারের পসরা সাজিয়ে প্রস্তুত। এই আবহে সামনে এল জনপ্রিয়তার নিরিখে সেরার সেরা মুখ্যমন্ত্রীদের তালিকা। আর সেখানেই দেখা গিয়েছে, বিজেপি শাসিত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নাম রয়েছে দ্বিতীয় স্থানে।
আরও শুনুন: কৃষক আন্দোলন 2.0! ভোটবাক্স কি আদৌ শোনে ফসলের কান্না?
বলাই বাহুল্য, রামমন্দির উদ্বোধনের পর প্রধানমন্ত্রীর পর যদি কারও নাম চর্চায় থাকে তা যোগী আদিত্যনাথের। দায়িত্ব নিয়ে আযোধ্যা নগরীর আমূল পরিবর্তন ঘটিয়েছেন আদিত্যনাথ। সেখানকার রাস্তাঘাটের উন্নতি থেকে শুরু করে গোটা শহর জুড়ে বিশেষ স্থাপত্য প্রতিষ্ঠা। সব মিলিয়ে পর্যটক আকর্ষণে কোনও খামতি রাখেননি তিনি। সেইসঙ্গে রামমন্দিরের কাজও নিজে তদারকি করেছেন। তাই এই মুহূর্তে তাঁকে দেশের জনপ্রিয় মুখ্যমন্ত্রী বলা যেতেই পারে। কিন্তু জনপ্রিয়তার বিচারে দেশের সেরা মুখ্যমন্ত্রী তিনি নন। অন্তত সাম্প্রতিক এক সমীক্ষা এই তথ্যই দিচ্ছে। সেখানে আদিত্যনাথ রয়েছে দ্বিতীয় স্থানে। তালিকায় বাকী যারা রয়েছেন তাঁদেরও বেশিরভাগই বিজেপি নেতা। ব্যতিক্রম বলতে তালিকার শীর্ষে থাকা দেশের জনপ্রিয়তম মুখ্যমন্ত্রী।
আরও শুনুন: ‘উঁচা নীচা’ সমান করতে নয়, বিভেদ ছড়াতেই নয়া অস্ত্র গান… পালটে যাচ্ছে গুপী-বাঘার দেশ?
সর্বভারতীয় সংবাদমাধ্যমের ওই সমীক্ষায় ৫১.৩ শতাংশ রেটিং নিয়ে দ্বিতীয় স্থান পেয়েছেন আদিত্যনাথ। তারপরই রয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তাঁর প্রাপ্ত রেটিং ৪৮.৬ শতাংশ। সেরার তালিকায় রয়েছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পাটিল, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ বিজেপির আরও অনেকেই। তবে সবথেকে বেশি রেটিং নিয়ে তালিকার শীর্ষে রয়েছে নবীন পট্টনায়েক। বিজেপির সদস্য না হলেও, গোটা দেশে তাঁকে নিয়েও চর্চা কম হয় না। সেই ওড়িশার মুখ্যমন্ত্রীই জনপ্রিয়তার দৌড়ে সকলেই পিছনে ফেলেছেন। তাঁর প্রাপ্ত রেটিং ৫২.৭ শতাংশ। তালিকার প্রথম দিকে অবশ্য তিনি ছাড়া কোনও অবিজেপি নেতা-নেত্রীর নাম নেই। যদিও কিছুদিন আগেই এক সমীক্ষায় সেরা মুখ্যমন্ত্রীর তকমা পেয়েছিলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। সেই তালিকায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও ছিল উপরের দিকেই। তবে সাম্প্রতিক সমীক্ষায় জনপ্রিয় মুখ্যমন্ত্রীদের যে তালিকা পেশ করা হয়েছে সেখানে মূলত বিজেপি নেতাদেরপি ছড়াছড়ি। স্রেফ জনপ্রিয়তার নিরিখে সেরার সেরা ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।