গণবিবাহ প্রকল্পের টাকাপয়সা হস্তগত করতে হবে যেনতেনপ্রকারে। সেই লোভেই যোগীরাজ্যে বিয়ে সেরে ফেললেন দুই ভাইবোন। একে অন্যের সঙ্গেই। কী হল তারপর? শুনে নেওয়া যাক।
বউ কিংবা বর নয়, চাই টাকা। আর সেই লক্ষ্যেই একে অন্যের গলায় মালা দিলেন দুই ভাইবোন। এক গণবিবাহের আসরেই বিয়ে সেরেছেন তাঁরা। গণবিবাহ বাবদ যা কিছু আর্থিক সুযোগ সুবিধা পাওয়া যায়, তা হস্তগত করাই ছিল তাঁদের উদ্দেশ্য। অন্য কোনও পুরুষ কিংবা নারীর সঙ্গে সে টাকা ভাগ করে নেওয়ার প্রশ্নই নেই। বরং সমস্ত প্রাপ্তিই যাতে নিজেদের ঘরে থাকে, সেজন্য দুই ভাইবোন নিজেরাই সাতপাকে বাঁধা পড়েছেন। আর যোগীরাজ্যের এই ঘটনা সামনে আসতেই তাজ্জব সকলে।
আসলে বর্তমানে কেন্দ্র সরকার এবং বিভিন্ন রাজ্য সরকারের হাত ধরে নানারকম অনুদানের প্রকল্প চলছে দেশে। কিন্তু সেসব প্রকল্পের ছুতোয় বাড়তি সুবিধা নিতে চান অনেকেই। মুখ্যমন্ত্রী সামূহিক বিবাহ যোজনা নামের এই গণবিবাহ প্রকল্পেও যেমন, দম্পতিকে উপহার দেওয়া হয় ১০ হাজার টাকা, পাশাপাশি কনের অ্যাকাউন্টে আরও ৩৫ হাজার টাকা পাঠানো হয়। একইসঙ্গে বিয়ের খরচ বাবদ ধার্য করা হয় আরও ৬০০০ টাকা। এই টাকা হস্তগত করার উদ্দেশ্যেই বিয়ে করতে যান ওই দুই তরুণ তরুণী।
যদিও এমন ঘটনা নতুন নয় একেবারেই। চলতি বছরেই লক্ষ্মীপুর এলাকাতেও এক বিবাহিতা মহিলাকে ফের বিয়ের আসরে পাঠানো হয়েছিল, তাঁর ভাইয়ের সঙ্গে। হাথরাসের এই দুই ভাইবোনও একইরকম কাণ্ড ঘটিয়েছেন। জানা যাচ্ছে, গণবিবাহ প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য অনেকেই পরিবারের কাউকে বিয়ে করেন, অথবা বিবাহিত হওয়া সত্ত্বেও ফের বিয়ের পিঁড়িতে বসেন। সবটাই অবশ্য নকল। টাকা হস্তগত হলেই বিয়ের আচারেও ইতি। এমনকি একই উদ্দেশ্যে নানা জায়গায় ভুয়ো বিয়ের আসরও বসানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এক্ষেত্রে অবশ্য স্থানীয়রা অভিযোগ তোলায় পদক্ষেপ করেছেন সরকারি আধিকারিকেরা।