মন্দিরের সামনে বাড়ি। তাতে হিন্দু পরিবারের বাস। সম্প্রতি সেই বাড়ি বিক্রি হয়েছে, এক মুসলিম পরিবারের কাছে। এতেই বেজায় আপত্তি এলাকাবাসীর। প্রতিবাদে রাস্তায় নামল গোটা পাড়া। কোথায় ঘটেছে এই কাণ্ড? আসুন শুনে নেওয়া যাক।
মুসলিম পরিবারকে কেন বিক্রি করা হয়েছে বাড়ি? প্রতিবাদে রাস্তায় নালম গোটা পাড়া। অবিলম্বে বাড়ির মালিকানা ফিরিয়ে নেওয়া হোক, সেই দাবিতে স্লোগান তুলছেন সকলে। অভিযোগের তীর সেই হিন্দু ব্যক্তির দিকে, যিনি তাঁর সাধের বাড়ি বিক্রি করেছেন মুসলিম পরিবারকে।
আসলে, প্রতিটা পাড়ার কিছু নির্দিষ্ট নিয়ম থাকে। লিখিত চুক্তি না হলেও, সেই নিয়ম মেনে চলেন এলাকার মানুষজন। কোথাও জলের ব্যবস্থা নিয়ে পারস্পরিক বোঝাপড়া, কোথাও আবার অন্য কিছু। মোটের উপর পাড়ায় থাকতে গেলে সেই পাড়ার নিয়ম মেনেই থাকেন সকলে। একইভাবে এই পাড়ায় হিন্দু ছাড়া অন্য কারও বসবাসের অনুমতি ছিল না। এলাকাবাসী সেই নিয়ম মেনেই চলতেন, তাই কোনও সমস্যা হয়নি। সম্প্রতি সেই নিয়মের বিরুদ্ধে গিয়ে মুসলিম পরিবারকে নিজের সাধের বাড়ি বিক্রি করেছেন এক হিন্দু ব্যক্তি। আর তাতেই বেজায় চটেছেন এলাকাবাসী। দাবি, অন্য সম্প্রদায়ের কেউ তাঁদের পাড়ায় থাকতে এলে পরিবেশ নষ্ট হবে। এতদিন যা হয়নি তা এবার হোক, এমনটা কোনওভাবেই মানতে চাইছেন না তাঁরা। জোর প্রতিবার চলছে, একেবারে রাস্তায় নেমে সকলে দাবি তুলছেন, ওই বাড়ির মালিকানা আবার ফিরিয়ে নেওয়া হোক!
ঘটনা সেই যোগীরাজ্যের। সেখানকার মোরাদাবাদের এক সোসাইটিতে এমন কাণ্ড ঘটেছে। কেন্দ্রে রয়েছেন দুই চিকিৎসক। একজন হিন্দু অন্যজন মুসলিম। সোসাইটিতে দীর্ঘদিনের বাস হিন্দু চিকিৎসকে। তাঁর বাড়িটি ছিল ওই এলাকার প্রসিদ্ধ এক মন্দিরের সামনে। সম্প্রতি নিজের বাড়ি এক মুসলিম চিকিৎসককে বিক্রি করেছেন তিনি। তাই নিয়েই প্রতিবাদের সুর তুলেছে তাঁর এলাকার মানুষজন। সকলেই মনে করছেন, কোনও মুসলিম পরিবার ওই পাড়ায়ভ এলে অনেক ধরনের সমস্যা হতে পারে। ধর্ম-সাংস্কৃতিক পার্থক্য তো বটেই, আরও অনেক সমস্যার আশঙ্কা করছেন তাঁরা। শুধু তাই নয়, এই এলাকায় প্রায় ৪০০ হিন্দু পরিবারের বাস। সেটা বহুদিন ধরেই। হঠাৎ করে তাতে অন্য সম্প্রদায়ের কেউ ঢুকে পড়ুন, চাইছেন না এলাকার কেউ। ইতিমধ্যেই জেলাশাসকের কাছে এই নিয়ে অভিযোগ জানিয়েছেন তাঁরা। অবিলম্বে যেন ওই বাড়ির মালিকানা ফিরিয়ে নেওয়া হয় সেই দাবিতেই সরব হয়েছেন সকলে। তবে এমনটা তো আর নতুন কিছু নয়! একইভাবে মুসলিম পরিবারকে বাড়ি বিক্রি করে সমস্যার মুখে পড়েছেন আরও অনেকে। বেশিরভাগ ক্ষেত্রে সেইসব ঘটনার সঙ্গে যোগীরাজ্যের নামই জড়িয়েছে। এবার মোরাদাবাদের ঘটনাও জুড়ল সেই তালিকায়।