যখন ‘হর ঘর তিরঙ্গা’-র ডাকে সারা দেশ মাতোয়ারা, সেই সময়েই জাতীয় পতাকার অবমাননার অভিযোগ উঠল এক বিদেশিনির বিরুদ্ধে। নিজেদের গানের ব্যান্ডের অনুষ্ঠান চলার সময় ভারতের জাতীয় পতাকার অসম্মান করেছেন ইউক্রেনের ওই গায়িকা, অভিযোগ এমনটাই। কী ঘটেছে ঠিক? আসুন, শুনে নেওয়া যাক।
ভারতের জাতীয় পতাকাকে অসম্মান করেছেন এক বিদেশিনি গায়িকা। তাও আবার ভারতে এসেই। সম্প্রতি এমনই অভিযোগ উঠেছে পুনে শহরে। গান গাইতে গাইতে নাকি তেরঙ্গা ছুড়ে ফেলে দিয়েছিলেন ওই গায়িকা। আর সেই ঘটনাকে জাতীয় পতাকার অবমাননা বলেই মনে করছেন দেশের নাগরিকদের একাংশ। যা নিয়ে উসকে উঠেছে বিতর্ক। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে ইতিমধ্যেই ইউক্রেনের ওই গায়িকার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুনের পুলিশ।
কী ঘটেছে ঠিক?
আরও শুনুন: ২০২৪-এ দেশ পাবে মহিলা প্রধানমন্ত্রী, কর্ণাটকের জ্যোতিষীর দাবিতে শোরগোল বিরোধী শিবিরে
জানা গিয়েছে, উমা শান্তি নামের ওই গায়িকা ইউক্রেনের বাসিন্দা। ইউক্রেনের রাজধানী কিভের ‘শান্তি পিপ্ল’ নামে একটি ব্যান্ডের প্রধান গায়িকা তিনি। বেদমন্ত্রের সঙ্গে ইলেকট্রনিক ডান্স মিউজিক জুড়েই পারফর্ম করেন তাঁরা। আর সেই বিশেষ ধরনের অনুষ্ঠানের ভক্ত বিশ্বের অনেক মানুষই। সপ্তাহখানেক আগে ব্যান্ড নিয়ে ভারতে পা রেখেছেন উমা। ইতিমধ্যে বেঙ্গালুরু এবং ভোপালে অনুষ্ঠানও করেছেন তিনি। এরপর স্বাধীনতা দিবসের প্রাক্কালে পুনের একটি রেস্তরাঁয় কনসার্ট ছিল উমার ব্যান্ডের। অভিযোগ, সেই অনুষ্ঠানে গান গাওয়ার সময়ই উমার হাতে ছিল ভারতের দুটি জাতীয় পতাকা। গানের তালে তালে পতাকা দুটি দোলাচ্ছিলেন গায়িকা। এরপর একসময় সে দুটিকে তিনি ছুড়ে দেন দর্শকের দিকে। এই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। আর তারপরেই গায়িকার এই কাজের বিরুদ্ধে সরব হয়েছেন নেটিজেনদের একাংশ। যদিও এই বিরোধিতা কেবল নেটদুনিয়াতেই আটকে থাকেনি। উমার বিরুদ্ধে কোরেগাঁও পার্ক থানায় এফআইআর করে বসেছেন হাবিলদার তানাজি দেশমুখ। উমা ছাড়াও এফআইআরে নাম রয়েছে ওই অনুষ্ঠানের উদ্যোক্তা কার্তিক মোরের। ওই দু’জনের বিরুদ্ধে মহারাষ্ট্র পুলিশ অ্যাক্টের ১১০ ধারা এবং প্রিভেনশন অফ ইনসাল্ট টু ন্যাশনাল অনার অ্যাক্টের ২ ধারার আওতায় অভিযোগ করা হয়েছে।
আরও শুনুন: ‘তব চরণে নত মাথা’, স্বাধীনতা দিবসে কবিগুরুকে বিশেষ সম্মান নোবেল কমিটির
সম্প্রতি সংবিধানের একাধিক ধারা বদল করে রাষ্ট্রদ্রোহের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিয়েছে দেশ। সেই পরিস্থিতিতে এই ঘটনা কোনদিকে মোড় নেবে, সেটাই এখন দেখার।