মিছিলে তেরঙ্গা নিয়ে হাঁটছেন যুবক। তবে সেই পতাকাকে জাতীয় পতাকা বলা যাবে যাবে না। কারণ সেই পতাকায় অশোক চক্রই নেই। তার বদলে রয়েছে আরবি হরফে লেখা কোনও শব্দ। সম্প্রতি এমনই এক ভিডিও ঘিরে উত্তাল নেটদুনিয়া। কী ঘটেছে ঠিক? আসুন শুনে নিই।
উপরে গেরুয়া, নীচে সবুজ আর মাঝে সাদা। ভারতের জাতীয় পতাকা বোঝাতে স্রেফ এই তিনটি রং-ই যথেষ্ট। তবে সাদার মাঝে নীল অশোক চক্র না থাকলে, জাতীয় পতাকা অসম্পূর্ণ। তবে, সম্প্রতি এমনই এক পতাকা হাতে মিছিলে হাঁটতে দেখা গিয়েছে এক যুবককে। তাঁর হাতে তেরঙ্গা রয়েছে ঠিকই, কিন্তু তার মধ্যে অশোক চক্রের বদলে রয়েছে আরবি হরফে লেখা কোনও শব্দ।
আরও শুনুন: ওয়াহিদার সম্মানেও জুড়ল মহিলা সংরক্ষণ বিল প্রসঙ্গ, এখানেও কি ভোটের বার্তা শাসক দলের?
সংবিধান অনুযায়ী, জাতীয় পতাকার অবমাননা শাস্তিযোগ্য অপরাধ। নিয়ম মেনে পতাকা না তুললেও হতে পারে মারাত্মক শাস্তি। সম্প্রতি সেই জাতীয় পতাকার অবমাননার অভিযোগেই উত্তাল নেটদুনিয়া। এক ভাইরাল ভিডিও ঘিরে এই দাবি তুলেছেন নেটিজেনরা। ভিডিওটি একটা মিছিলের। সেখানে দেখা গিয়েছে, একদল যুবক বেশ কিছু পতাকা নিয়ে মিছিলে হাঁটছেন। পোশাক দেখেই স্পষ্ট বোঝা যায়, এঁদের বেশিরাভাগই মুসলিম। বেশিরভাগের হাতেই সবুজ পতাকা। যার মধ্যে ইসলাম ধর্মের বিশেষ কিছু প্রতীক আঁকা রয়েছে। তবে ভিড়ের মধ্যে একজনের হাতে রয়েছে তেরঙ্গা। যদিও সেই তেরঙ্গাকে জাতীয় পতাকা বললে ভুল বলা হবে। কারণ সেই পতাকায় অশোক চক্রটাই নেই। বদলে রয়েছে আরবি হরফে লেখা কোনও শব্দ। অনেকে দাবি করছেন, ওই পতাকায় আরবি হরফে ‘শাদাহ’ লেখা রয়েছে। যা আসলে ইসলাম ধর্মের এক পবিত্র শ্লোক বলা চলে। তবে সে ব্যাপারে নিশ্চিত প্রমাণ মেলেনি। এদিকে, মিছিলের শুরুতে সশস্ত্র পুলিশেরও দেখা মেলে। তাঁরাই পাহারা দিয়ে মিছিলটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তবে এই ভিডিও প্রকাশ্যে আসতেই হইচই শুরু হয় নেটদুনিয়ায়। নেটিজেনদের দাবি, এই ব্যক্তি এইভাবে জাতীয় পতাকার অপমান করেছেন। তাই তাঁর যোগ্য শাস্তির ব্যবস্থা হোক।
এমন প্রশ্ন হচ্ছে এই ঘটনা ঘটল কোথায়?
আরও শুনুন: ‘ভিখারি’, ‘পকেটমার’-দের পাঠাবেন না, হজ যাত্রীদের নিয়ে পাকিস্তানকে কড়া বার্তা সৌদির
সে তথ্যও জানাচ্ছেন নেটিজেনরাই। ভাইরাল ভিডিওর ক্যাপশনেই লেখা রয়েছে যোগীরাজ্যের কথা। জানা গিয়েছে, এই ঘটনা সুলতানপুরের বলদিরাই অঞ্চলের। সম্প্রতি, এক ধর্মীয় অনুষ্ঠানের জেরে ওই মিছিলের ব্যবস্থা করেছিলেন সেই অঞ্চলের মুসলিমরা। আর সেখানে ওই পতাকা হাতে যুবককে দেখা যায়। ইতিমধ্যেই ওই যুবকের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। তবে ঠিক কোন উদ্দেশ্য নিয়ে ওই যুবক ওমন পতাকা নিয়ে মিছিলে অংশ নেন, সে ব্যাপারে কিছুই জানা যায়নি। সেইসঙ্গে প্রকাশ্যে আসেনি যুবকের পরিচয়ও। এইসব প্রশ্নের উত্তর পেতেই, জোরকদমে ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
Disrespect of our national flag in front UP police (Baldirai Sultanpur) Plz take strict action on them #YogiAdityanath #UPCM #UPPolice pic.twitter.com/AIY0ZuYoKw
— Vishwesh Pratap Singh (@VishweshPratap2) September 28, 2023