প্রাক্তন পাক প্রেসিডেন্টকে দেওয়া হবে বিশেষ সম্মান। তাও আবার কার্গিল বীজয় দিবসের ঠিক পরের দিন। ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই ঘোষণা শুনেই চটে লাল গেরুয়া শিবির। ঘটনার প্রতিবাদে মিছিলও আয়োজন করে ফেলেন বিজেপি সমর্থকরা। কী হল তারপর? আসুন শুনে নেওয়া যাক।
বিশিষ্ট ব্যক্তিত্বদের সম্মান জানানোর নিয়ম এদেশের বিভিন্ন প্রতিষ্ঠানেই দেখা যায়। তালিকায়, শিক্ষা, রাজনীতি, খেলাধুলো সহ বিভিন্ন ক্ষেত্রের কৃতিরা থাকেন। সম্প্রতি সেই তালিকায় প্রাক্তন পাক প্রেসিডেন্ট পারভেজ মুশারফের নাম যোগ করে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আর তাতেই চটে লাল গেরুয়া শিবির।
:আরও শুনুন:
রাতের বনে বাঘের মুখে, তবু বাঘ বাঁচাতেই জীবনপণ ‘শেরনি’র
দেশের প্রায় সব রাজ্যেই ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একাধিক শাখা রয়েছে। তবে এই ঘটনাটি কেরলের। প্রতি বছর বাঙ্কের তরফে কৃতিদের সম্মান জানানো হয়। এ বছরও সেই আয়োজন করেছিল কেরলের আলাপুঝার ব্যাঙ্ক অফ ইন্ডিয়া শাখা। ঠিক ছিল স্টাফ ইউনিয়ন কনফারেন্সে এই সম্মান দেওয়া হবে। অনুষ্ঠানের আগে সম্মানীয় অতিথিদের তালিকা প্রকাশ করে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। সেখানেই দেখা যায়, সবার উপরে রয়েছে পাক প্রেসিডেন্ট পারভেজ মুশারফের নাম। শুধু তাই নয়, ওই অনুষ্ঠান হওয়ার কথা ছিল কার্গিল বীজয় দিবসের ঠিক পরেরদিন। অর্থাৎ যে দিনের সঙ্গে ভারত-পাক যুদ্ধের মর্মান্তিক স্মৃতি জড়িয়ে, ঠিক তার পরেরদিন এ দেশে সম্মানিত হওয়ার কথা পাক প্রেসিডেন্টের। বিষয়টা একেবারেই ভালো চোখে দেখেনি গেরুয়া শিবির। ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই কান্ডের তীব্র প্রতিবাদ জানান স্থানীয় বিজেপি নেতৃত্ব। কর্তৃপক্ষের কাছে জানতে চাওয়া হয়, ঠিক কোন ঘটনার জন্য পাক প্রেসিডেন্টকে সম্মান জানানো হচ্ছে? একইসঙ্গে উঠে আসে কার্গিল যুদ্ধের প্রসঙ্গও। সেইসময় পাক সেনাবাহিনীর উচ্চপদে ছিলেন পারভেজ। তাই ভারতীয় সেনা নিধনে তাঁর ভূমিকাও যে কম ছিল না, তা বলাই বাহুল্য। এহেন একজন মানুষকে কেন সম্মান জানাচ্ছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সেই প্রশ্নেই সরব হন সকলে।
আরও শুনুন: শুধু খেলা নয়, জীবনেও পিছু হটতে নারাজ! সাক্ষী-বিনেশদের পাশে দাঁড়াতে ভয় পাননি মনু ভাকের
তবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ বিষয়টিকে প্রিন্টিং মিসটেক বলেই দাবি করেছে। তাঁদের কথায়, সম্মানিত ব্যক্তিদের তালিকায় পারভেজ মুশারফের নাম যোগ হওয়াটা অনিচ্ছাকৃত ভুল। কোনওভাবে ছাপার সময় এমনটা হয়েছে। তবে সেই তালিকাই কেন প্রকাশ করা হল, সেই প্রশ্নও করা হয় কর্তৃপক্ষের কাছে। তাতেও ক্ষমা চেয়ে বিষয়টি এড়িয়ে গিয়েছেন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কর্তা ব্যক্তিরা। কর্তৃপক্ষের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়ছে, তাঁরা কোনওভাবেই প্রাক্তন পাক প্রেসিডেন্টকে সম্মান জানাচ্ছেন না। নির্দিষ্ট অনুষ্ঠানে এ দেশের কৃতিরাই সম্মানিত হবেন। তবে গেরুয়া শিবির একে অনিচ্ছাকৃত ভুল হিসেবে মানতে নারাজ। কেন পাক প্রেসিডেন্টের নাম তালিকায় ছিল, প্রকাশের আগে কেন ভালো করে দেখা হয়নি, এইসব অভিযোগে প্রতিবাদ মিছিলও আয়োজন করেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। সবমিলিয়ে এই ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে কেরলের ওই জেলায়।