আমেরিকার সদ্যনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পর্ক বরাবরই ভালো। ভোটের ফলের পরও তার প্রকাশ দেখা গিয়েছে। সুতরাং দেশের মধ্যে যেভাবে মোদির বিরুদ্ধে আদানির ঢাল হওয়ার অভিযোগ করেছেন মহুয়ারা, সেইভাবে মার্কিন অভিযোগ থেকে আদানিকে বাঁচাতে ট্রাম্পের দ্বারস্থ হবেন কি না মোদি, আগেভাগেই প্রশ্ন তুলে দিলেন তৃণমূল নেত্রী।
আদানিকে নিয়ে প্রশ্ন তুলেই আসলে বিপাকে পড়েছিলেন মহুয়া মৈত্র, এমনটাই আন্দাজ রাজনৈতিক মহলের। এবার আদানির বিরুদ্ধে মার্কিন মহলে নতুন করে অভিযোগ উঠতেই পালটা খোঁচা দিতে ছাড়লেন না তৃণমূল সাংসদ। এবার কি আদানিকে বাঁচাতে ট্রাম্পকে ফোন করতে ছুটবেন মোদি? ভাবনার ছলেই প্রশ্ন করেছেন মহুয়া।
আদানির সঙ্গে মোদির যোগাযোগের প্রসঙ্গ তুলে সংসদে বারেবারেই সরব হয়েছেন রাহুল-মহুয়ারা, যা বিজেপি শিবিরের একেবারেই না-পসন্দ। সেই অপছন্দের জের বোঝা গিয়েছে রাহুল এবং মহুয়া দুজনেরই সাংসদ পদ নিয়ে টানাটানিতে। ভারত জোড়ো যাত্রায় রাহুল যে তীব্রতায় গৌতম আদানি এবং মুকেশ আম্বানির মতো দুই বিরাট কর্পোরেটকে আক্রমণ করেছিলেন, দেশের কর্পোরেট উত্থানের সাম্প্রতিক ইতিহাসে তা সমীহ জাগানোর মতোই। এদিকে মহুয়ার বিরুদ্ধে মূল অভিযোগ ছিল, হীরানন্দানি গোষ্ঠীর কাছ থেকে টাকা নিয়ে আদানিদের বিরুদ্ধে সংসদে প্রশ্ন করেছেন তিনি। মহুয়াকে নিয়ে মুখ খুলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বলেছিলন, “সরকারের বিরুদ্ধে কেউ লড়লে, সরকারকে প্রশ্ন করলে, আদানি ইস্যু নিয়ে প্রশ্ন করলে এভাবেই তাঁর সাংসদ পদ বাতিল করা হচ্ছে।” অর্থাৎ আদানিকে বাঁচাতে মোদি সরকার যে সর্বশক্তি প্রয়োগ করতে পারে, ইঙ্গিত ছিল এদিকেই। রাহুল গান্ধীও বারেবারে সে অভিযোগ তুলেছেন। আর এবার খোলাখুলি সে কথাই বলে বসলেন মহুয়া মৈত্র।
ভারতের সৌর প্রকল্পের জন্য দেশের সরকারি আধিকারিকদের ২২৩৭ কোটি টাকা ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে আদানির বিরুদ্ধে। গৌতম আদানি এবং তাঁর ভাইপো সাগর আদানি, দুজনের বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আমেরিকার প্রশাসন। আমেরিকার সদ্যনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পর্ক বরাবরই ভালো। ভোটের ফলের পরও তার প্রকাশ দেখা গিয়েছে। সুতরাং দেশের মধ্যে যেভাবে মোদির বিরুদ্ধে আদানির ঢাল হওয়ার অভিযোগ করেছেন মহুয়ারা, সেইভাবে মার্কিন অভিযোগ থেকে আদানিকে বাঁচাতে ট্রাম্পের দ্বারস্থ হবেন কি না মোদি, আগেভাগেই প্রশ্ন তুলে দিলেন তৃণমূল নেত্রী।