নিজেই নিজেকে মৃত বলে ঘোষণা করেছিল এক যুবক। কিন্তু কেন? আসলে জীবনবিমার মোটা টাকা হাতিয়ে নিতেই এহেন ছক কষেছিল সে। কিন্তু হল না শেষরক্ষা। ধরা পড়ে শ্রীঘরে ঠাঁই হয়েছে ওই ব্যক্তি ও তার দুই বন্ধুর। কোথায় ঘটল এমন অদ্ভুত ঘটনা? আসুন শুনে নিই।
জালিয়াতির অভিনব পন্থা! সরাসরি চুরি ডাকাতি নয়, বুদ্ধি খাটিয়েই মোটা টাকা আত্মসাৎ করতে চেয়েছিল এক যুবক। আর সেই কাজে একাধিক সঙ্গীও জুটে গিয়েছিল তার। সকলে মিলে এক নামী বিমা সংস্থার সঙ্গেই প্রতারণা করার উদ্যোগ নেয় তারা। সেই মতোই ওই সংস্থায় মোটা টাকার জীবন বিমা করেছিল সে। আর তার কিছুদিন পরেই নিজেকে মৃত বলে ঘোষণা করেছিল সে। মনে করেছিল, এই উপায়ে বিমা সংস্থাকে ঠকিয়ে সম্পূর্ণ টাকাটাই হাতিয়ে নেবে তারা। কিন্তু শেষ রক্ষা হয়নি। সামান্য তদন্তেই বেরিয়ে আসে আসল সত্যি। যার জেরে আপাতত গারদের ওপারেই ঠিকানা তিন যুবকের।
আরও শুনুন: ২৫ বছরের গৃহশ্রমের দাম! প্রাক্তন স্ত্রীকে প্রায় ২ কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ আদালতের
ঠিক কী ঘটেছে?
জানা গিয়েছে, ঘটনাটি মুম্বইয়ের। অভিযোগ, বিমা সংস্থাকে ঠকিয়ে প্রায় ২ কোটি টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করেছিল তিন যুবক। আর তার জন্যই এতশত পরিকল্পনা। জানা গিয়েছে, ২০১৫ সালে নিজের নামে ২ কোটি টাকার বিমা করিয়েছিল দীনেশ নামের ওই যুবক। প্রথমে এক বছর নিয়মিত সেই বিমার কিস্তি শোধ করে দীনেশ। কিন্তু তার আসল উদ্দেশ্য ছিল, অসৎভাবে সম্পূর্ণ টাকাটা হাতিয়ে নেওয়া। সেইমতো দুই বন্ধুর সঙ্গে মিলে অদ্ভুত এক ফন্দি আঁটে দীনেশ। ঠিক হয় দীনেশকে মৃত বলে ঘোষণা করা হবে। আর ভুয়ো ডেথ সার্টিফিকেট দেখিয়ে বিমার টাকা তুলে নেবে তার বন্ধুরা। সেইমতো ২০১৭ সাল নাগাদ সালে দীনেশের মৃত্যু ঘোষণা করা হয়। এই কাজে তাদের সঙ্গে ছিলেন এক মহিলাও। নিজেকে দীনেশের মা হিসেবে পরিচয় দিয়ে তিনিই প্রথম বিমা কোম্পানির কাছে ওই টাকা পাওয়ার জন্য আবেদন জানান। দীনেশের ভুয়ো ডেথ সার্টিফিকেটও জমা দেওয়া হয় সেখানে। কিন্তু মহিলার কথাবার্তায় কিছু অসংগতি দেখে সন্দেহ হয় বিমা সংস্থার আধিকারিকদের। যেহেতু এত বিপুল টাকার লেনদেন হবে, ফলে সব ব্যাপারটা ভাল করে খতিয়ে না দেখে বিমার টাকা দেওয়া হয়নি ওই মহিলাকে। উলটে ঘটনার তদন্ত শুরু করে সংস্থা। আর তাতেই সব জারিজুরি ফাঁস। দীর্ঘ ৬ বছর ধরে তদন্ত চালিয়ে আধিকারিকেরা প্রমাণ করে দেন, দীনেশ আসলে মারাই যায়নি। এরপরই দীনেশ সহ বাকিদের নামে জালিয়াতির অভিযোগ দায়ের করে বিমা সংস্থা। সংস্থার অভিযোগের ভিত্তিতেই দীনেশ ও তার দুই বন্ধুকে গ্রেপ্তার করে পুলিশ। লাভের জন্য ষড়যন্ত্র করতে গিয়ে এখন উলটে বিপাকে পড়েছে ওই যুবকেরা।