যোগী আদিত্যনাথকে গুরু মনে করেন। অথচ রাজনীতির ময়দানে বিজেপির বিপক্ষ হিসেবে লড়তে চান। যোগ দিতে চান কংগ্রেসে। সম্প্রতি এমনটাই ঘোষণা করেছেন বিখ্যাত ভজন গায়ক। ঠিক কী বলছেন তিনি? আসুন শুনে নেওয়া যাক।
রামমন্দির প্রতিষ্ঠার আবহে ভজন গেয়ছিলেন। তা রীতিমতো জনপ্রিয়তা পেয়েছিল। অনেকেই ধরে নিয়েছিলেন এবার বিজেপি নাম লেখাবেন গায়ক। কিন্তু না, বিজেপির বদলে কংগ্রেসে যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন তিনি। তবে এমনটাও জানিয়েছেন, বিজেপির প্রতি তাঁর কোনও শত্রুতা নেই।
কথা বলছি, হরিয়ানার গায়ক কানহাইয়া মিত্তাল সম্পর্কে। ভজন গেয়েই তিনি জনপ্রিয় হয়েছেন। হরিয়ানার আসন্ন নির্বাচনে তিনি অংশ নিতে চান। তবে বিজেপি নয়, কংগ্রেসে নাম লেখানোর ইচ্ছা প্রকাশ করেছেন মিত্তাল। আর এতেই শোরগোল পড়েছে। কারণ এই ভজন গায়ক মূলত সনাতন ধর্মের প্রচার করে থাকেন। রাম মন্দির প্রতিষ্ঠার আবহে তাঁর বেশ কিছু ভজন জনপ্রিয় হয়েছিল। রামের আগমনে তিনি যে যারপরনায় খুশি জনসমক্ষে একথাও বলেন। এই নিয়ে গানও বেঁধেছিলেন। অথচ সেই তিনিই বিজেপিতে যোগ দিতে চান না! এমনটা শুনে অবাকই হয়েছিলেন অনেকে। প্রশ্ন ওঠে, যে কংগ্রেস রামমন্দির প্রতিষ্ঠা নিয়ে এত বিতর্ক তৈরি করেছিল, সেই দলে কেন যোগ দিতে চান মিত্তাল?
তাতে গায়কের উত্তর, কংগ্রেসে যোগ দিতে চাইলেও বিজেপির সঙ্গে কোনও বিরোধিতা নেই। বরং যোগী আদিত্যনাথকে নিজের গুরু বলেই দাবি করেছেন তিনি। রামমন্দিরের জন্য গানও তিনি গেয়েছিলেন আদিত্যনাথের জন্যই। তবে রাজনীতির ময়দানে নামার একমাত্র উদ্দেশ্য, মানুষের জন্য কাজ করা। সেই হিসাবে তিনি কংগ্রেসে যোগ দিতে চান। আসলে, হরিয়ানার যে কেন্দ্র থেকে তিনি লড়ার সিদ্ধান্ত নিয়েছেন সেই কেন্দ্রে বিজেপি ইতিমধ্যেই প্রার্থী দিয়েছে। সুতরাং রাজনীতিতে যোগ দিতে হলে কংগ্রেস বা অন্য কোনও দলেই থাকতে হবে তাঁকে। সেই কারণে কংগ্রেসে যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেন। তবে তাঁর সেই সিদ্ধান্ত নিয়ে যে বিতর্ক দেখা দেয়, তাতেই বেজায় বিরক্ত হন মিত্তাল। তিনি যে কোনওভাবেই সনাতন বিরোধী নন সে কথা জানিয়ে দেন স্পষ্টভাবে।