মাত্রাতিরিক্ত দাম বেড়েছে রান্নার গ্যাসের। মূল্যবৃদ্ধির জেরে নাজেহাল সাধারণ মানুষ। তাই কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে সামনে পেয়ে গ্যাসের দাম কমানোর কাতর আরজি জানিয়েছিলেন গৃহবধূরা। জবাবে কী বললেন নির্মলা সীতারমণ? শুনে নিই।
জনসংযোগের জন্য বাড়ি-বাড়ি ঘুরছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। আর সেখানেই মুখোমুখি হলেন মোক্ষম অনুরোধের। তাঁকে সামনে পেয়েই গৃহবধূরা জানান, রান্নার গ্যাসের দাম এত বেড়েছে যে নাভিশ্বাস উঠছে সকলের। অতএব অর্থমন্ত্রী যেন রান্নার গ্যাসের দাম একটু কমান, এটাই তাঁদের অনুরোধ। তামিলনাড়ুর কাঞ্চিপুরম জেলায় গিয়ে জনতার এই দাবির মুখেই পড়তে হল অর্থমন্ত্রীকে।
মূল্যবৃদ্ধির ফাঁস এমন কঠোর হয়ে উঠেছে দিন দিন যে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ। অর্থমন্ত্রী ছাড়া তাই দাম কমানর আরজি আর কার কাছেই বা জানানো যায়! কিন্তু মূল্যবৃদ্ধি নিয়ে প্রশ্নের মুখে পড়ে এর আগে বেশ অস্বস্তিকর জবাবই দিয়েছিলেন নির্মলা। ২০১৯-এ লোকসভার শীতকালীন অধিবেশনে পেঁয়াজের মূল্যবৃদ্ধির প্রসঙ্গ উঠেছিল। যার জবাবে নির্মলা বলেছিলেন, তিনি খুব বেশি পেঁয়াজ খান না। ফলে পেঁয়াজের মূল্যবৃদ্ধি তাঁকে সেভাবে প্রভাবিত করে না। তাঁর এই মন্তব্য নিয়ে সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল দেশে। কেননা যিনি অর্থমন্ত্রকের দায়িত্বে, তিনি ব্যক্তিগত ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা সেটা বড় কথা নয়। দেশের মানুষের অসুবিধাই তাঁর একমাত্র বিবেচ্য হওয়া উচিত।
আরও শুনুন: উদ্ধার নগ্ন যুবতীর দেহ, খুন না আত্মহত্যা! ভূতের ক্লু পেয়েই ফাঁস হল রহস্য
তবে এবার সাধারণ গৃহবধূদের অনুরোধের সামনে অবশ্য সেই ধরনের কোনও জবাব দেননি নির্মলা। বরং তিনি তাঁদের বুঝিয়ে বলেন যে, আমাদের দেশে তো রান্নার গ্যাস নেই। বাইরে থেকে আমদানি করতে হয়। তাই আন্তর্জাতিক বাজারে রান্নার গ্যাসের দাম বাড়লে দেশেও গ্যাসের দাম বেড়ে যায়। আবার একই নিরিখে দাম কমতেও পারে। তবে গত দু-বছর ধরে আন্তর্জাতিক ক্ষেত্রেই গ্যাসের দাম কোনও ভাবেই কমছে না। তাই এই অবস্থা।’ নির্মলা তাঁর ব্যাখ্যা দিয়েছেন বটে, তবে এতে সাধারণ মানুষ কতটা খুশি হবেন, তা নিয়ে সন্দেহ থেকেই যায়। এই মুহূর্তে সিলিন্ডার পিছু গ্যাসের দাম ১১০০ টাকারও বেশি। এই মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার কোনও পদক্ষেপ করবে কি-না, তা অবশ্য খোলসা করেননি অর্থমন্ত্রী। গৃহবধূদের এই অনুরোধ স্পষ্টই জানিয়ে দেয় যে, সরকারের কাছে সেটাই প্রত্যাশা মানুষের। তবে তা আদৌ পূরণ হবে কিনা, সে উত্তর কারোরই জানা নেই।