দেশ তো বটেই, বিশ্বের অন্যতম সেরা ব্যাটার তিনি। তাঁর চোখ জুড়নো ব্যাটিং দেখতে ভালোবাসেন না, এমন ক্রিকেটপ্রেমী বিরল। সেই বিরাট কোহলি যেন হারিয়ে গিয়েছেন। ধামাকাদার সেঞ্চুরি তো দূরের কথা, ব্যাটে চলছে দীর্ঘ রানের খরা। ক্রিজে আসছেন আর খালি হাতে ফিরছেন বারবার। সঙ্গত কারণেই ক্রিকেটমহলে জোর প্রশ্ন, বিরাট কোহলির আশ্চর্য প্রতিভা কি তবে উবে গেল! তাঁর বন্ধু এ বি ডিভিলিয়ার্স এর উত্তর দিয়েছেন। কী বলেছেন এবি? আসুন শুনে নেওয়া যাক।
দেখতে দেখতে প্রায় একশো ম্যাচ পেরিয়ে গিয়েছে। সব ফর্ম্যাটের ক্রিকেটেই সেঞ্চুরি নেই বিরাটের ব্যাটে। চলতি আইপিএল-এও বলার মতো তেমন পারফরম্যান্স নেই। বরং এমনভাবে আউট হচ্ছেন যা দেখে বিস্মিত হচ্ছেন ক্রিকেট অনুরাগীরা। ক্রিকেট বিশ্বে বিরাট কোহলি যেন এক আশ্চর্য ধাঁধা হয়ে উঠেছেন। ব্যাড প্যাচ যায় না, এমন খেলোয়াড় বিশ্বে নেই। কিন্তু কোহলির মতো তুখড় ব্যাটার কেন নিজের খারাপ সময় কাটিয়ে উঠতে পারছেন না, তা অবাক করেছে তাবড় ক্রিকেট বিশেষজ্ঞদের।
আরও শুনুন: ১০০ টেস্ট খেলতে পারেন এই তরুণ ভারতীয় ক্রিকেটার, বাজি ধরলেন খোদ পন্টিং
প্রাক্তন ক্রিকেটারদের অনেকেই বলছেন, কিছুদিন বিশ্রাম নিলে হয়তো কোহলি নিজের ছন্দ খুঁজে পাবেন। রবি শাস্ত্রী তো প্রিয় ছাত্রকে বলেই দিয়েছেন, যদি কেরিয়ার দীর্ঘায়িত করতে হয়, তাহলে আইপিএল থেকে সরে দাঁড়ানো উচিত বিরাটের। এত সব পরামর্শের মধ্যে অনুরাগীদের মধ্যে কেবল একটা কথা ঘুরছে ফিরছে, সেই নিখুঁত ব্যাটার বিরাট কোহলি কি হারিয়ে গেলেন? এর উত্তর দিলেন কোহলির বন্ধু এ বি ডিভিলিয়ার্স।
আরও শুনুন: ভিডিও-সমীক্ষায় ঘোর আপত্তি মসজিদ কমিটির, জ্ঞানবাপী মসজিদ নিয়ে এবার আসরে বিশ্বহিন্দু পরিষদ
বিশ্বক্রিকেটে এবি নিজেই ছিলেন এক বিস্ময়। এখন অবসর নিয়েছেন, তবে দীর্ঘদিন একসঙ্গে খেলার সুবাদে বিরাটকে তিনি ভালোমতোই চেনেন। দুজনের বন্ধুত্বও সুবিদিত। সেই বিরাটের হয়েই এবার ব্যাট ধরলেন ‘মিঃ ৩৬০ ডিগ্রি’। বললেন, “রাতারাতি কেউ খারাপ ক্রিকেটার হয়ে যেতে পারেন না। বিরাট নিজেও সেটা খুব ভালোমতো জানেন।” ডিভিলিয়ার্সের মতে এইরকম ভাবেই ভাবা উচিত, এবং যে পরিস্থিতি চলছে তা থেকে বেরিয়ে আসার পথ খোঁজা উচিত বিরাটের। তাঁর মতে মনের শক্তিটাই আসল। প্রতিটা খেলা মানেই একটা কিছু নতুন করে শুরু করা। সবকিছু ভুলে একেবারে নতুন করেই প্রতিটা খেলায় মনোনিবেশ করা উচিত। তাতেই যে-কোনও ক্রিকেটার এই গোলোকধাঁধা থেকে বেরিয়ে আসতে পারেন বলে মত ডিভিলিয়ার্সের।
আরও শুনুন: কবর দেওয়ার আগেই শব্দ ভেসে এল বন্ধ কফিনের ভিতর থেকে! ভয়ে কাঁটা মৃতের আত্মীয়েরা
বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটার বলছেন, বিরাটের বাজে ফর্ম কাটাতে হয়তো একটা কি দুটো ইনিংসই জরুরি। তবে সেটা যতক্ষণ না আসে, ততক্ষণ ঘুরে দাঁড়াতে সমস্যা হয়। তবে তার মানে যেই, বিরাটের হাত থেকে ক্রিকেট হারিয়ে গিয়েছে এমনটা মানতে নারাজ তিনি। তাই তাঁর সাফ কথা, রাতারাতি কোনও ব্যাটার খারাপ হয়ে যেতে পারেন না। আর ব্যাটার বিরাট যে কেমন, তা আর ক্রিকেটবিশ্বকে নতুন করে বলে দেওয়ার কিছু নেই।.শুধু এই বাজে ফর্ম কাটিয়ে কবে স্বমহিমায় ফিরবেন বিরাট রাজা, সেদিকে তাকিয়েই দিন গুনছে ক্রিকেট অনুরাগীরা।