নয়া সংসদ ভবন উদ্বোধনে যজ্ঞের পাশাপাশি হয়েছে ‘সর্বধর্ম প্রার্থনা’। আর এর জন্য যাবতীয় কৃতিত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরই বলে মনে করেছেন ধর্মগুরুরা। তাঁর ভূমিকায় তাঁরা যারপরনাই খুশি। এ নিয়ে ঠিক কী বলেছেন তাঁরা? আসুন শুনে নেওয়া যাক।
ঐতিহাসিক মুহূর্তই বলা যায়। নতুন সংসদ ভবন পেল ভারতবর্ষ। নানা টানাপোড়েন পেরিয়ে, আদালতের রায়ে শেষমেশ তা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং। স্পিকারের আসনের পাশেই প্রতিষ্ঠা করা হল ঐতিহাসিক সেঙ্গলের। উদ্বোধন মুহূর্তে সাষ্টাঙ্গে প্রণাম করতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। রীতিমতো যজ্ঞ করেই হল এই উদ্বোধন। হয়েছে সর্বধর্ম প্রার্থনাও। আর এই ক্রিয়াকর্মে রীতিমতো খুশি ভিন্ন ভিন্ন মতের ধর্মগুরুরা।
আরও শুনুন: খ্রিস্টান হয়েও কেন পা ছুঁয়ে মোদিকে প্রণাম? ব্যাখ্যা দিলেন পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী
বিভিন্ন ধর্মবিশ্বাসের প্রতিনিধি হিসাবে ১২ জন ধর্মগুরু অংশ নিয়েছিলেন সর্বধর্ম প্রার্থনায়। উদ্বোধন অনুষ্ঠানেও তাঁদের অংশ ছিল চোখে পড়ার মতোই। প্রধানমন্ত্রী নিজে যেভাবে সকল ক্রিয়াকর্মে অংশ নিয়েছেন তা-ও খুশি করেছে তাঁদের। আর তাই অবিনাশী মঠের কামাচি দাসার স্বামী জানিয়েছেন, প্রধানমন্ত্রী মধ্যে সাধুপুরুষের মতোই ‘সদ্গুণ’ বিদ্যমান। হিমালয় বৌদ্ধ কালচারাল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট লামা জানিয়েছেন, বৌদ্ধ মতেই তিনি প্রার্থনা করেছেন। তাঁর মতে, রাজনীতি সরিয়ে রেখে, দেশের উন্নয়নের জন্য সকলের একজোট হয়ে এগিয়ে আসাই উচিত। একই মত তামিলনাড়ুর বিশেষ সম্প্রদায়ের ধর্মগুরুরও। নতুন সংসদ ভবন উদ্বোধনের দিনটিকে তিনি দেশের জন্য গুরুত্বপূর্ণ একটি দিন হিসাবেই চিহ্নিত করতে চান। সোঙ্গলের প্রতিষ্ঠা যে বিশেষ তাৎপর্যবাহী এমনটা নির্দ্বিধায় জানিয়েছেন তিনি। তামিলনাড়ুরই অন্য এক ধর্মগুরু জানিয়েছেন, প্রধানমন্ত্রী যেভাবে সকলকে শামিল করেছেন এই অনুষ্ঠানে তা সাধুবাদের যোগ্য। বিশেষত তামিল ঐতিহ্য ও সংস্কৃতিকে যথাযথ সম্মান জানানোর জন্যও তিনি যারপরনাই খুশি।
Today is a very important day for India as the new Parliament building will be inaugurated today. The ‘Sengol’ will be installed near the Speaker’s chair. The PM honoured all the Adheenams yesterday: 18th pontiff of Vellakuruchi Adheenam from Tamil Nadu, in Delhi pic.twitter.com/fI8UmpW1s8
— ANI (@ANI) May 28, 2023
আরও শুনুন: মোদি নিজেও চাননি ২০০০ টাকার নোট বাজারে আসুক! কে ফাঁস করলেন গোপন কথা?
নয়া সংসদ ভবনের উদ্বোধন মুহূর্তকে স্বয়ং প্রধানমন্ত্রী দেশের সশক্তিকরণের পদক্ষেপ হিসাবেই চিহ্নিত করেছেন। যদিও এই অনুষ্ঠান নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে বেজায় বিতর্ক। রাহুল গান্ধী এই অনুষ্ঠানকে রাজ্যাভিষেকের সঙ্গেই তুলনা করেছেন। সমালোচনা ধেয়ে এসেছে অন্য বিরোধী দলগুলির থেকেও। তবে সবথেকে বড় ঘটনা যা, তা হল, এদিনই যেভাবে মহিলা কুস্তিগিরদের আন্দোলনে বাধা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে তাঁদের, তাতে দেশের সম্মান মাটিতে মিশেছে বলেই মনে করছেন বহু দেশবাসী। তবে সমালোচনা থাকলেও, অনুষ্ঠানের ধরন ও তাতে প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়ে ধর্মগুরুরা যে বেশ খুশি, তার প্রমাণ মিলল তাঁদের কথাতেই।
#WATCH | The new Parliament House has been inaugurated today. I offered prayers according to Buddhist rituals. Everyone should work for the growth of the country unitedly and keep politics aside: Lama Chosphel Zotpa, President, Himalaya Buddhist Cultural Association pic.twitter.com/4AT3VrZHtk
— ANI (@ANI) May 28, 2023