শেখাতে হবে উর্দু। অন্যথায় স্কুল ছাড়বেন ছাত্রীরা। সম্প্রতি এই দাবিতেই বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি শাসিত মধ্যপ্রদেশের পড়ুয়ারা। শিক্ষকরা যদি উর্দুতে ক্লাস না নেন, তাহলে টিসি দেওয়ার আবেদন জানিয়েছেন ছাত্রীরা। কেন উর্দু শেখায় এত আগ্রহ এই স্কুলের পড়ুয়াদের? আসুন শুনে নেওয়া যাক।
পড়াতে হবে উর্দুতেই। বিজ্ঞান, ইতিহাস সবকিছুই উর্দু ভাষায় শেখাতে হবে। এমনটাই দাবি মধ্যপ্রদেশের সরকারি স্কুলের ছাত্রীদের। এর জন্য স্কুলের অন্দরেই আন্দোলন শুরু করেছেন তাঁরা। তাতে সমর্থন জানিয়েছেন অভিভাবকরাও। এখন প্রশ্ন হচ্ছে কেন এমন দাবি?
:আরও শুনুন:
দাবি ১১ দফা, আর জি কর কাণ্ডের প্রেক্ষিতে রাত দখলের ডাক রাজ্যের মেয়েদের
মধ্য প্রদেশের অধিকাংশ সরকারি স্কুলেই প্রথম ভাষা হিসেবে হিন্দি পড়ানো হয়। ইংরেজি শিক্ষাতেও একইরকম জোর দেওয়া হয় বেশিরভাগ স্কুলে। কিন্তু যে বিদ্যালয়ের মাধ্যমটাই হিন্দি বা ইংরাজি নয়, সেখানে স্রেফ এই দুটি ভাষায় পড়ানো হলে মুশকিল। সেখান থেকেই সমস্যার শুরু। যে স্কুলের পড়ুয়ারা আন্দোলনে নেমেছেন সেটি উর্দু মাধ্যম স্কুল। স্বাভাবিক ভাবেই সেখানকার বেশিরভাগ পড়ুয়ার মাতৃভাষা উর্দু। এমনকি উর্দু ছাড়া অন্য কিছু বোঝেন না, এমন পড়ুয়াও রয়েছে ওই স্কুলে। অথচ সেখানেই কোনও ক্লাস উর্দুতে নেওয়া হয় না। অভিযোগ, শিক্ষকরা হিন্দি কিংবা ইংরাজি ছাড়া কোনও ভাষা ব্যবহার করেন না। ফলে অনেক পড়ুয়াই কী পড়ানো হচ্ছে তার কিছুই বুঝতে পারে না। এদিকে শিক্ষকদের দাবি, তাঁদের বেশিরভাগই উর্দু জানেন না। তাই হিন্দি বা ইংরাজি ছাড়া অন্য কোনও ভাষায় ক্লাস নেওয়া সম্ভব নয়। সাধারণ কোনও বিদ্যালয় এই দাবি করাই যায়। কিন্তু উর্দু মাধ্যম বিদ্যালয়ের কোনও শিক্ষক উর্দু জানেন না, এমনটা হওয়া অস্বাভাবিক। তাই স্কুলে উর্দু জানা শিক্ষক আনার দাবিতেই সরব হন পড়ুয়ারা। একইভাবে তাঁদের অভিভাবকরাও কর্তৃপক্ষের কাছে দাবি রাখেন। তাতে লাভ হয়নি কিছুই। তাই বাধ্য হয়ে স্কুল ছাড়ার হুঁশিয়ারি দেন পড়ুয়ারা।
:আরও শুনুন:
‘গুড মর্নিং’ বাতিল, ‘জয় হিন্দ’ বলেই শুরু হবে দিন, নয়া নিয়ম বিজেপি সরকারের
স্কুল চত্বরেই বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। দাবি ছিল, ‘হয় উর্দু শেখান নাহলে টিসি দিন।’ অর্থাৎ এই স্কুলে উর্দুতে ক্লাস না হলে অন্য স্কুলে পাঠানোর ব্যবস্থা করা হোক, এমনটাই চাইছেন পড়ুয়ারা। বিষয়টি বড় আকার নিতে কর্তৃপক্ষও নড়েচড়ে বসে। ইতিমধ্যেই স্কুলের ইনচার্জ জানিয়েছেন খুব শীঘ্রই ছাত্রীদের দাবি মেনে নতুন শিক্ষক নিয়োগ করা হবে। আসলে, এই মুহূর্তে ওই স্কুলে যে শিক্ষকরা রয়েছেন তাঁদের কেউই উর্দু মাধ্যমে পড়াশোনা করেননি। তাই উর্দুতে পড়ানো তাঁদের পক্ষে সম্ভব নয়। কিন্তু উর্দু মাধ্যম হওয়া সত্ত্বেও কেন এই স্কুলে কোনও উর্দু জানা শিক্ষক নেই, সেই প্রশ্নই উঠছে। বিষয়টির সঙ্গে রাজনীতির যোগও টানছেন কেউ কেউ। তবে সে রাজ্যের শিক্ষা দপ্তরের তরফে এই অভিযোগ আমল দেওয়া হয়নি। সমস্যা সমাধানে পদক্ষেপ করা হবে বলেই আশ্বাস দিয়েছেন শিক্ষা দপ্তরের আধিকারিকরা। নতুন উর্দু জানা শিক্ষক নিয়োগ করা হবে স্কুলে। যাতে স্কুলের ছাত্রীরা নিশ্চিন্তে ওই স্কুলেই পড়া চালিয়ে যেতে পারেন।