তালিবান এসেছে। স্বাধীনতা গিয়েছে। আফগানভূম এখন ফতোয়ায় জর্জরিত। আর সেসব ফতোয়ার সিংহভাগ জুড়েই রয়েছে মেয়েদের উপর চাপিয়ে দেওয়া বিবিধ নিয়মকানুন। এবার আরও কড়া এক নির্দেশের মুখোমুখি কর্মরতা আফগান মেয়েরা। আসুন, শুনে নেওয়া যাক।
দুঃস্বপ্ন যেন শেষ হচ্ছে না আফগান মেয়েদের জীবনে। নিত্যনতুন নির্দেশ আর নিষেধাজ্ঞার জেরে ক্রমশই পায়ে আঁট হয়ে বসছে বাঁধার শিকল। এবার ফের তালিবানের ফতোয়ার মুখোমুখি হলেন আফগানভূমের কর্মরতা মেয়েরা। তবে যে কোনও পেশার ক্ষেত্রে নয়, এই বিশেষ ফতোয়াটি প্রযোজ্য হল টেলিভিশন চ্যানেলের সঞ্চালিকাদের ক্ষেত্রেই। আফগানিস্তানের তালিবান সরকারের সাফ নির্দেশ, টেলিভিশন চ্যানেলে ক্যামেরার মুখোমুখি হলেই মুখ ঢেকে ফেলতে হবে তাঁদের। হিজাব ও নিকাব না পরে কোনোভাবেই আর টেলিভিশনে মুখ দেখাতে পারবেন না মেয়েরা, এমনটাই নির্দেশ দিল তালিবান।
আরও শুনুন: তালিবানের ভয়ে এখনও কাঁটা আফগান মহিলা ফুটবলারেরা, নিরাপত্তার তাগিদে জার্সি থেকে মুছলেন নাম
গত বছরের ১৫ আগস্ট নতুন করে আফগানভূমের দখল নেওয়ার পরেই দেশ জুড়ে বিধিনিষেধের দেওয়াল তুলেছিল তালিবান। দেখা গিয়েছিল, মেয়েদের সম্পর্কে মুখে উদারনীতির কথা বললেও, আদতে মেয়েদের চারপাশে কড়া নিষেধের পাঁচিল খাড়া করতেই আগ্রহী তারা। এমনকী মেয়েদের পোশাকের উপরও নিষেধাজ্ঞা জারি হয়েছে তালিবান শাসনের শুরু থেকেই। প্রাথমিকভাবে নিরাপত্তার অজুহাত দেখিয়ে মেয়েদের কর্মক্ষেত্রে যোগদানে কিছু দিনের জন্য নিষেধাজ্ঞা জারি করেছিল তালিবান। পরে আফগানিস্তানের নতুন তালিবান সরকার ঘোষণা করে, শরিয়তি আইন মেনে বোরখা পরে কাজে যোগ দিতে পারবেন মেয়েরা। তবে মেয়েদের টেলিভিশনের কোনও অনুষ্ঠানে মুখ দেখানো কিংবা রেডিওর প্রোগ্রামে অংশ নেওয়ার ক্ষেত্রে শুরু থেকেই দাঁড়ি টানতে চেয়েছে এই জমানা। আর এবার সেই বিষয়ে নিষেধাজ্ঞা জারি হল খোদ সরকারের তরফ থেকেই। এই নির্দেশকে ‘চূড়ান্ত এবং অনমনীয়’ বলেও দাবি করা হয়েছে সংশ্লিষ্ট মহল থেকে।
আরও শুনুন: বেনজির শাস্তি প্রশাসনের! দলিত-মিছিলে পাথর ছোঁড়ার অভিযোগে গুঁড়িয়ে দেওয়া হল ৪৮টি বাড়ি
বৃহস্পতিবার তালিবানের ‘ভারচু অ্যান্ড ভাইস মিনিস্ট্রি’-র তরফে এই ফতোয়াটি ঘোষণা করা হয়। এ বিষয়ে যে আর কোনও আলোচনার পথ খোলা রাখছে না তারা, সে কথাও স্পষ্ট জানিয়ে দিয়েছে তালিবান। এমনকি মেয়েদের উপর পোশাকবিধি চাপিয়ে দেওয়া হচ্ছে, এই অভিযোগের জবাবে তালিবান মুখপাত্র জাবিহ্উল্লা মুজাহিদ-এর সাফ কথা, কোভিডের সময় সকলকেই বাধ্যতামূলকভাবে মুখ ঢেকে রাখতে হয়েছিল। তখন যদি কোনও অসুবিধা না হয়ে থাকে, তাহলে এখনও কোনও অসুবিধা হবে না। এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একাধিক ছবি, যেখানে দেখা গিয়েছে সম্পূর্ণ মুখ ঢেকেই টেলিভিশন চ্যানেলে সঞ্চালনার কাজ চালাচ্ছেন মহিলারা। আফগান জমানায় বাইরে বেরোবার এবং কর্মক্ষেত্রে যোগ দেওয়ার অধিকারটুকু যাতে বজায় থাকে, সে কথা নিশ্চিত করতে চান তাঁরা। আর তাই, আপাতত তালিবানের ফতোয়া মেনেই কাজ চালিয়ে যাচ্ছেন আফগানভূমের মেয়েরা।