দলীয় বিক্ষোভের জেরে টালমাটাল মহারাষ্ট্রের রাজ্য রাজনীতি। বিধায়কদের বিদ্রোহের মুখে পড়ে মুখ্যমন্ত্রীর আসন ধরে রাখতে পারবেন কি না উদ্ধব ঠাকরে, তা নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে। এই পরিস্থিতিতে মহারাষ্ট্র নিয়ে মুখ খুললেন বলিউডের দুই অভিনেত্রী। কী বললেন সিমি গারেওয়াল এবং স্বরা ভাস্কর? শুনে নেওয়া যাক।
ঘোড়া কেনাবেচার জেরে অর্থহীন হয়ে দাঁড়াচ্ছে আমজনতার গণতান্ত্রিক নির্বাচনের অধিকার। এমনটাই মনে করেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। মহারাষ্ট্রের সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই এবার মুখ খুললেন তারকা। শুধু স্বরা-ই নন, সরব হলেন জনপ্রিয় নায়িকা সিমি গারেওয়াল-ও। সরাসরি শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের পক্ষ নিলেন তিনি। মহারাষ্ট্রের রাজনীতির বর্তমান অচলাবস্থা নিয়ে নিজেদের বিরক্তি প্রকাশ করেছেন বি-টাউনের দুই অভিনেত্রীই।
আরও শুনুন: অ্যাকাউন্ট ফাঁকা, রামলালার অনুদানের ১৫ হাজার চেক ফিরিয়েই দিল ব্যাঙ্ক
ঠিক কী বলেছেন তাঁরা?
নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় স্বরা ভাস্কর সাফ বলছেন, আমরা ভোট দিই-ই বা কেন! নির্বাচনের বদলে ৫ বছর অন্তর অন্তর ‘বাম্পার সেল’ চালু করে দিলেই হয়, এমনই মত প্রকাশ করেছেন অভিনেত্রী। মহারাষ্ট্রের রাজ্য রাজনীতিতে যা চলছে, তাকে একটানা চলা কোনও বাজে শো-এর সঙ্গে তুলনা করেছেন স্বরা।
আরও শুনুন: ঐতিহ্যের অনুসারী বারাণসী বিমানবন্দর, সংস্কৃত ভাষাতেও শুরু ঘোষণা
মহারাষ্ট্রের রাজনীতির টালমাটাল অবস্থা বর্তমানে গোটা দেশের কাছেই স্পষ্ট হয়ে গিয়েছে। মহা সংকটে পড়েছে মহারাষ্ট্রের শাসক জোট ‘মহা বিকাশ অগাড়ি’। বিজেপির সঙ্গে জোট বেঁধে মহারাষ্ট্র ভোটে লড়লেও মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে টানাপোড়েনের জেরে জোট ভেঙেছিল উদ্ধব ঠাকরের দল। তাঁকেই মুখ্যমন্ত্রী করে মহারাষ্ট্রে সরকার গড়ে শিব সেনা, কংগ্রেস এবং এনসিপি। কিন্তু সম্প্রতি বিধান পরিষদ ভোটের ফল প্রকাশের পরই খেলা ঘুরে গিয়েছে। একের পর এক বিদ্রোহী বিধায়কেরা হাত মিলিয়েছেন মন্ত্রী একনাথ শিণ্ডের সঙ্গে। দলত্যাগ বিরোধী আইন এড়িয়ে ৫৬ বিধায়কের শিব সেনা পরিষদীয় দল ভাঙার জন্য ৩৭ জন বিধায়ক প্রয়োজন, যে সংখ্যাটা শিণ্ডে জোগাড় করে ফেলেছেন বলেই সূত্রের খবর। ফলে সরকার বাঁচানোই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে শিবসেনার কাছে। এদিকে এনসিপি-কংগ্রেসের জোট ছেড়ে ফের বিজেপির সঙ্গে জোট বাঁধার জন্য শিবসেনাকে চাপ দিচ্ছে শিণ্ডে শিবির। শিণ্ডেকে ধরে রাখার জন্য তাঁকে মুখ্যমন্ত্রী করারও প্রস্তাব দিয়েছেন এনসিপি নেতা শরদ পওয়ার। সেইমতো বুধবার রাতেই মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন ‘বর্ষা’ ছেড়ে নিজের পৈতৃক বাড়ি ‘মাতোশ্রী’-তে ফিরে গিয়েছেন উদ্ধব ঠাকরে।
এই পরিস্থিতিতে সরাসরি উদ্ধবের পক্ষেই মুখ খুলেছেন বলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী সিমি গারেওয়াল। তাঁর ক্ষমতার জন্য লোভ নেই, রাজনৈতিক খেলাতেও তিনি অংশ নেন না বলেই মনে করেন অভিনেত্রী। উদ্ধব ঠাকরের মতো মর্যাদাবোধসম্পন্ন এবং দলীয় ঐক্য রক্ষা করার মতো নেতা সহজে মেলে না, নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় এমন কথাই বলেছেন সিমি গারেওয়াল।
বলি দুনিয়ার জনপ্রিয় অভিনেত্রীর সমর্থন মিললেও, বিদ্রোহী বিধায়কদের কি ফের পাশে পাবেন উদ্ধব ঠাকরে? আপাতত সেই প্রশ্নেরই উত্তর খুঁজছে মহারাষ্ট্র।