সদ্যই মহারাষ্ট্রের বিজেপি-শিব সেনা সরকারে যোগ দিয়েছেন অজিত পওয়ার। ঘটনায় তুমুল উত্তেজনা এনসিপির অন্দরমহলে। শুধুমাত্র দলের সদস্য নয়, সম্পর্কের খাতিরে শরদ পওয়ারের ভাইপো অজিত। তাই এই ইস্যুতে পওয়ার পরিবারের মতামত জানার অপেক্ষা ছিলেন সকলেই। সম্প্রতি পালাবদল প্রসঙ্গে মুখ খুলেছেন শরদ কন্যা সুপ্রিয়া। ঠিক কী বলেছেন তিনি? আসুন শুনে নিই।
মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আজিত পওয়ার। শরদ পওয়ারের এনসিপি ছেড়ে একনাথ শিণ্ডের দলে নাম লিখিয়েছেন তিনি। আর এই রাজনৈতিক পালাবদল ঘিরে উত্তাল মহারাষ্ট্রের রাজনৈতিক মহল। এ বিষয়ে মুখ খুলেছেন শরদ কন্যা সুপ্রিয়া মালে।
আরও শুনুন: রাজীব, মনমোহনের থেকে মোদির বিদেশসফর অনেকটাই আলাদা, কেন এমন দাবি বিদেশমন্ত্রীর?
শুধুমাত্র এনসিপি প্রধানের কন্যা হিসেবে নয়, দলের গুরুত্বপূর্ণ প্রসাশনিক পদেও রয়েছে সুপ্রিয়া দেবী। তাঁর দাবি, দলের প্রত্যেকেই তাঁদের পরিবারের সদস্য। এমনটাই মনে করেন এনসিপি প্রধান শরদ পওয়ার। তাই অজিতের দলত্যাগ এনসিপি-র উপর তেমন প্রভাব ফেলবে না। একইসঙ্গে তিনি অজিত পওয়ারের দিদি। তাই সে প্রসঙ্গেও বিশেষ বক্তব্য রয়েছে তাঁর। এই পালাবদলের পরও তাঁর সঙ্গে দাদা অজিতের ব্যক্তিগত সম্পর্ক একইরকম থাকবে বলেই দাবি করেছেন তিনি। বরং এই ঘটনায় আরও প্রত্যয়ী হতে চেয়েছেন সুপ্রিয়া। তাঁর কথায়, নতুন করে দলের সংগঠন মজবুত করার জন্য পরিশ্রম করতে হবে তাঁদের। কিন্তু এর ফলে এনসিপির ক্ষমতা কমে যাওয়ার কোনও কারণ নেই বলেই মনে করেছেন শরদ কন্যা। ইতিমধ্যেই অজিত অনুরাগী ৮ বিধায়ক এনসিপি ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। তবে দলের অন্যান্য বিধায়ক প্রসঙ্গে প্রশ্ন করায় প্রায় এড়িয়ে গিয়েছেন সুপ্রিয়া। অন্য্যদিকে, অজিত পাওয়ারের এই পালাবদলে বিরোধী ঐক্যে ধাক্কা লাগতে পারে বলেও মনে করছেন রাজনৈতিক মহলের অনেকেই। কিন্তু সেকথাও মানতে চাননি নেত্রী। সাফ জানিয়েছেন, এর প্রভাব বিরোধী ঐক্যে একেবারেই পড়বে না। আগামীদিনে এর প্রভাব মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতিতে আর কী পরিবর্তন আনে তা দেখার অপেক্ষায় অনেকেই।