আন্দোলনের জেরে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। বাংলাদেশ ছেড়ে আপাতত ভারতে রয়েছেন তিনি। এ প্রসঙ্গে বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামীর দাবি, হাসিনার পরিণতি দেখে ভয়ে কাঁপছেন মোদিও। ঠিক কী বলেছেন তিনি? আসুন শুনে নেওয়া যাক।
অগ্নিগর্ভ বাংলাদেশ। সে দেশের অবস্থা নিয়ে উদ্বেগে গোটা বিশ্ব। বিশেষ করে ভারত সরকার। ওপার বাংলার পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই এ বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠক সেরেছেন প্রধানমন্ত্রী-বিদেশমন্ত্রী। সর্বদলীয় বৈঠকের আয়োজন হয়েছিল বাংলাদেশ ইস্যু সামনে রেখে। এই আবহে মোদি সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। তাঁর দাবি, শেখ হাসিনার পরিণতি দেখে ভয়ে কাঁপছেন মোদি।
এমনিতে এই বর্ষীয়ান বিজেপি নেতার সঙ্গে প্রধানমন্ত্রী মোদির সম্পর্ক খুব একটা ভালো নয় বলেই শোনা যায়। যেখানে দলের অন্যান্য নেতারা মোদিকে ভগবানের সঙ্গে তুলনা করেন, সেখানে সুব্রহ্মণ্যম বরাবরের ব্যতিক্রম। শুধু মোদি নয়, গেরুয়া শিবিরে আরও অনেকের সঙ্গে তাঁর গোলা বাঁধে হামেশাই। কিছুদিন আগে অভিনেত্রী-সাংসদ কঙ্গনা রানাওত সম্পর্কে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন সুব্রহ্মণ্যম স্বামী। তাঁর নিশানায় উঠে এসেছে অক্ষয় কুমার সহ আরও অনেকের নাম। তবে এবার সরাসরি মোদি সম্পর্কে মন্তব্য করতে শোনা গেল তাঁকে। তাও এমন এক ইস্যুকে সামনে রেখে, যা নিয়ে এই মুহূর্তে বিশেষ কিছু বলছেন না কেউই। বাংলাদেশ ইস্যুতে গত কয়েকদিন ধরেই উত্তাল নেটদুনিয়া। সেখানেই সুব্রহ্মণ্যম স্বামীর একটি টুইট বিতর্ক তৈরি করেছে। বক্তব্যের শুরুতেই চিনের প্রসঙ্গ টেনেছেন তিনি। বর্ষীয়ান বিজেপি নেতার দাবি, চিন যখন ভারতের লাদাখ সীমান্তে ৪০৬৭ কিমি দখল করে তখন ভীরুতার পরিচয় দিয়েছেন মোদি। মালদ্বীপ বিতর্ক নিয়েও মোদিকে একইভাবে আক্রমণ করেছেন সুব্রহ্মণ্যম। এরপরই বাংলাদেশ অশান্তির প্রসঙ্গ তুলেছেন। বাংলাদেশে হাসিনার পরিণতি দেখে মোদি ভয় কাঁপছেন, এমনটাই সরাসরি দাবি করেছেন সুব্রহ্মণ্যম। এখানেই শেষ নয়, বাংলাদেশ ইস্যুতে মোদি কেন মন্তব্য করছেন না, সেই প্রশ্নও তুলেছেন বিজেপি নেতা।
বরাবরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কড়া সমালোচক প্রবীণ সুব্রহ্মণ্যম। বিশেষ করে কেন্দ্রের অর্থনৈতিক নীতির বিরুদ্ধে বরাবরই সরব হতে দেখা গিয়েছে তাঁকে। এর আগে বলেছিলেন, দেশের অর্থনীতি থেকে জাতীয় নিরাপত্তা সবক্ষেত্রেই ব্যর্থ হয়েছে মোদি সরকার। আসলে দু’বার মন্ত্রিসভার দায়িত্ব পেলেও মোদির নতুন মন্ত্রিসভায় ঠাঁই হয়নি তাঁর। সমালোচকদের দাবি, সেই কারণেই তিনি এভাবে কেন্দ্রের বিরুদ্ধে সরব হন। এর আগেও পছন্দের মন্ত্রক না পেয়ে সরকারের সমালোচনা করতে দেখা গিয়েছিল তাঁকে। গত বছর দলের জাতীয় কার্যসমিতির কমিটি থেকেও বাদ পড়তে হয়েছে সুব্রহ্মণ্যমকে। তারপর থেকেই বিরোধিতার সুর আরও চড়িয়েছিলেন। চিনের সিমান্ত দখল প্রসঙ্গেও টুইটে একাধিক প্রশ্ন তুলেছিলেন। এবার বাংলাদেশ ইস্যুকে সামনে রেখে মোদি সম্পর্কে এমন মন্তব্য করতে শোনা গেল বিজেপির এই ‘বিদ্রোহী’ নেতাকে।
Modi was a coward when China grabbed 4067 sq kms of India’s undisputed Ladakh territory. He wobbled when Maldives Muslim leaders said to Indians to get out of the island. Now Modi is shivering while the Muslims kicked out Bangladesh Lady PM. Don’t ask on Nepal. Ask Modi to quit
— Subramanian Swamy (@Swamy39) August 6, 2024