নতুন বছরের শুরুতেই খুলছে রামমন্দিরের দরজা। অযোধ্যা জুড়ে এখন থেকেই সাজো সাজো রব। এই আবহে রাম মন্দির চত্বরে শুরু হয়েছে জমি কেনার ধুম। তালিকায় রয়েছে দেশের অন্যান্য রাজ্যও। ঠিক কী উদ্দেশ্য নিয়ে সেখানে জমি কিনতে চাইছে সবাই? আসুন শুনে নিই।
দীর্ঘ আন্দোলনের পর মিলেছিল বিতর্কিত জমিতে রাম মন্দির তৈরির অনুমতি। এই মন্দিরকে সামনে রেখেই একাধিক রাজনৈতিক প্রকল্পের পালে হাওয়া দিয়েছে দেশের গেরুয়া শিবির। প্রধানমন্ত্রী মোদির হাতে ভিত্তিপ্রস্তর স্থাপনের পর পুরোদমে শুরু হয়েছিল মন্দির নির্মাণের কাজ। বর্তমানে তা প্রায় শেষের মুখে। এই আবহে আযোধ্যায় শুরু হয়েছে জমি কেনার ধুম। সাধারণ মানুষ তো বটেই, সেখানে জমি কেনার আর্জি জানাচ্ছে দেশের অন্যান্য রাজ্যের সরকারও।
আরও শুনুন: একরাত কাটানোর খরচ ৮৩ লাখ! বিশ্বের সবথেকে দামি হোটেল চেনেন?
জানা গিয়েছে, অযোধ্যায় রাম মন্দির সংলগ্ন এলাকায় জমি কেনার জন্য যোগী সরকারের কাছে আবদার জানিয়েছে একাধিক রাজ্য সরকার। তালিকায়, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, আসাম, সিকিম এবং অরুণাচল প্রদেশের মতো রাজ্য রয়েছে। সেই দাবি মতো বিশেষ ব্যবস্থা নিয়েছে উত্তর প্রদেশ সরকারও। কিছুদিনের মধ্যেই খোলা হচ্ছে একটি অনলাইন পোর্টাল। সেখানেই জমি কেনার আবেদন জানাতে পারবেন যে কেউ। শুধু তাই নয়, যোগী সরকারের তরফে ১৪০৭ একর জমি পল্ট হিসেবে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তীকালে তা আরও বাড়ানো হবে বলেই জানা গিয়েছে। কিন্তু ঠিক কী কারণে জমি কেনার এই ধুম?
আরও শুনুন: ধনতেরসে সোনা কেনার আগে মাথায় রাখুন এই নিয়ম, না মানলে বিপদ নিশ্চিত
এমনিতে রাম মন্দির তৈরি হলে অযোধ্যায় পর্যটকদের ভিড় বাড়বে। তাই সেখানে জমি কেনা থাকলে বিভিন্ন রকমের ব্যবসা করা যেতে পারে। সেই উদ্দেশ্য নিয়েই সেখানে জমি কিনতে চাইছেন অনেকে। তবে অন্যান্য রাজ্যের সরকার এখানে গেষ্ট হাউস তৈরির জন্য জমি চাইছে। সেইসঙ্গে মঠ বা আশ্রম তৈরির জন্যও জমি কিনতে চাইছেন কেউ কেউ। অনলাইনে আবেদন করে জানাতে হবে চাহিদা। প্রথমে মোট ২৮ টি প্লট থাকবে মঠ এবং আশ্রম তৈরির জন্য। মনে করা হচ্ছে, সরকারের তরফে এর জন্য নির্দিষ্ট একটা দামও ঠিক করা হবে। সব ঠিক থাকলে, মন্দির সংলগ্ন এলাকায় কিছুদিনের মধ্যেই তীর্থযাত্রীদের থাকার জন্যও পাকাপাকি ব্যবস্থা হবে এভাবেই। অন্যান্য রাজ্যগুলি যেভাবে আগ্রহ দেখিয়েছে, তা এই প্রকল্প রূপায়নে বিশেষ সাহায্য করবে বলেই মনে করছে যোগীরাজ্যের সরকার। মন্দির কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, ২০২৪ এর ২২ জানুয়ারী উদ্বোধন হবে রামমন্দিরের। সেদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা খোদ প্রধানমন্ত্রীর। জানা গিয়েছে, তাঁর হাতেই মন্দিরের গর্ভগৃহে প্রতিষ্ঠিত হবেন রামলালা। সেই আবহে এই জমি কেনার বহর আরও উত্তেজনা বাড়াচ্ছে তীর্থযাত্রীদের মধ্যে।