দেখতে দেখতে আরও একটা বছর শেষ। অতিমারি, লকডাউন, মৃত্যু , অসুখ- সব মিলিয়ে বছরটা যে তেমন ভাল গিয়েছে তা বলা যায় না। তবে শুধু কি খারাপই, কিছু মজার কাণ্ড কি হয়নি এই গোটা বছর জুড়ে! আলবাত হয়েছে। আপনাদের জন্য রইল ২০২১ সালের দেশ-বিদেশের তেমনই কিছু মজার কাণ্ড, যা শুনলে বছরের বেলাশেষে আপনিও হেসে উঠবেন।
বছর দুয়েক ধরে আমাদের আতঙ্কে রেখেছে এই দীর্ঘ অতিমারি। শেষ যেন আর হয় না। প্রথম দুটো ঢেউয়ের পর একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল মানুষ। তবে নিস্তার মিলছে না এখনই। এর মধ্যেই চোখ রাঙাচ্ছে করোনার নয়া স্ট্রেন। তাই বলে, যে বছরটা চলে যাচ্ছে, সেখানে কি থেকে গেল শুধু মনখারাপের গল্পই! একেবারেই নয়। আসুন শেষবেলায় আমরা শুনে নিই সেরকমই কিছু মজার গল্প থুড়ি সত্যি ঘটনা।
শুরু করা যাক, করোনা সংক্রান্ত একটি ঘটনা দিয়েই। গত দু-বছর ধরেই আমরা নাস্তানাবুদ এই ভাইরাসটির অত্যাচারে। ভ্যাকসিনের পর ভ্যাকসিন, হাজার রকম সতর্কতা, বিধি- তা সত্ত্বেও ভয় দেখিয়েই চলেছে করোনা। তবে অন্ধ্রপ্রদেশের জনৈক ব্যক্তি কিন্তু করোনা তাড়ানোর অতি সহজ এক উপায় বাতলেছেন। কী সেটা? আগেই বলে রাখি অন্ধ্রপ্রদেশের সেই ব্যক্তির আবার নিউমেরোলজিতে ঘোরতর বিশ্বাস! তাই করোনা আর কোভিড-১৯ এই দুটি শব্দের বানানই বদলে দেওয়ার পক্ষপাতী তিনি। করোনায় জুড়ে দিতে হবে গোটা দুয়েক ‘এ’ আর কোভিড-১৯ শব্দে গোটা দুয়েক ‘ভি’। ব্যস তাহলেই কেল্লাফতে। করোনা পালাবার পথ পাবে না নাকি!
আরও শুনুন: হতাশা থেকে আশাবাদ – ২০২১ আমাদের জীবনে কী পরিবর্তন আনল?
আর একটি ঘটনায় আসি, সেও বেশ মজার। টাকা যে সবসময় গুনে নেওয়া উচিত, সে তো জানা কথাই। বেতনের ক্ষেত্রেও একই নিয়ম। তবে জর্জিয়ার এক ব্যক্তি কিন্তু সেই কাজটি করতে গিয়ে বেজায় বিপদে পড়েছিলেন। ভাবছেন তো! এমন কী হল। না না, উনি গুনতে জানেন না, এমন কিন্তু নয়। চাকরি ছেড়ে ফাইনাল পেমেন্ট নিতে গিয়ে তিনি দেখেছিলেন কম করে নব্বই হাজার খুচরো পয়সা। হ্যাঁ, প্রায় ৯১৫ ডলার তাঁকে খুচরো পয়সাতেই মিটিয়েছিলেন তাঁর মালিক। তা এই ঘটনার পিছনে মালিকের রাগ লুকিয়ে ছিল না ছেলেমানুষী! তা তো তিনিই বলতে পারবেন।
গুগল ম্যাপ দেখে গাড়ি চালানো বা হাঁটার অভ্যেস আছে নিশ্চয়ই। এই অভ্যাসই কিন্তু বিপদে ফেলেছিল ইন্দোনেশিয়ার এক ব্যক্তিকে। ম্যাপের উপর চোখ বুজে ভরসা করে তিনি বিন্দাস ঢুকে পড়েছিলেন বিয়েবাড়িতে। না যে সে কোনও বিয়েবাড়ি নয়। সেখানে তিনিই ছিলেন বর। বিয়ে হয়েই যাচ্ছিল প্রায়, শেষ মুহূর্তে জানা গেল এ পাত্রী তো অন্য কেউ! আসলে গুগল ম্যাপের উপর ভরসা করে তিনি পৌঁছে গিয়েছিলেন অন্য বিয়েবাড়িতে। তাঁর পাত্রী অপেক্ষা করছিলেন পাশের গ্রামে। সেই ঘটনার ভিডিয়ো দারুণ ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
আরও শুনুন: চোরেদের আজব কীর্তি! চুরি হয়ে গেল ৫৮ ফুট লম্বা আস্ত একখানা সেতু
৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে আবার ঘটেছিল আর আক কাণ্ড। ওই দিনটা নানা জনে নানা ভাবে পালন করে। কেউ লাগায় গাছ, তো কেউ পরিবেশকে পরিষ্কার রাখতে নানারকম কর্মসূচি নেন। কেরলের একদল ছেলেপুলে তেমন কিছুই করতে চেয়েছিলেন। শুধু গাছপালা চিনতেন না তেমন। নইলে কি আর জেনেবুঝে কেউ নিজের বাড়ির বাগানে গাঁজা গাছ লাগায়! শুধু যে লাগিয়েছেন এমন নয়, সদ্য বসানো গাছের সঙ্গে ছবিও তুলেছেন। পরে অবশ্য এক্সাইজের স্পেশাল টিম এসে ৬০ সেন্টিমিটার লম্বা গাছটিকে তুলে ফেলে দেয়। তবে সেই গাছ লাগানোর ভিডিয়ো দেখে হেসে কুটোপাটি খেয়েছিল নেট নাগরিকেরা।
বাকি অংশ শুনে নিন।