স্মার্টফোন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ইহা বিভিন্ন রোগের কারণ। এমনটাই এবার লেখা থাকবে নতুন ফোনের বাক্সে। শুধু তাই নয়, অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারে ঠিক কী সমস্যা হতে পারে, সেইসবও উল্লেখ করা থাকবে বাক্সের গায়ে। কোন দেশে এমন নিয়ম চালু হচ্ছে? আসুন শুনে নেওয়া যাক।
ম্যাটিনি শো। যথাসময়ে হলের আলো নিভল। সাদা পর্দায় ফুটে উঠল বিধিসম্মত সতর্কীকরণ। বড় বড় হরফে লেখা, ‘ধূমপান স্বাস্থের জন্য ক্ষতিকর, ইহা কর্কট রোগের কারণ’। আলাদা আলাদা ভাষায় সতর্কবাণী শোনানো হল। কিন্তু একি, এরপরেও শুরু হল না সিনেমা! বরং একইভাবে চলতে থাকল বিধিবদ্ধ সতর্কীকরণ। এবার অবশ্য ধূমপান নয়, দর্শকদের সতর্ক করা হল স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার নিয়ে।
শুনতে অবাক লাগলেও সত্যি। এবার এমনই নিয়ম চালু হতে চলেছে। এমনিতে বিশ্বের বিভিন্ন দেশে ধূমপান সম্পর্কে বিধিসম্মত সতর্কীকরণের নিয়ম রয়েছে। সেই তালিকায় এবার জুড়তে চলেছে স্মার্ট ফোন। সিগারেটের মতো ফোনের বাক্সেও এবার লিখতে হবে সতর্কবার্তা। কারণটা সহজেই অনুমেয়! ডিজিটাল দুনিয়ায় এই স্মার্টফোন আসক্তি মহামারীর আকার নিয়েছে। ফোন ছাড়া এক মুহূর্তও কাটানোর কথা ভাবতে পারেন না অনেকেই। তালিকায় ৮ থেকে ৮০ সকলেই রয়েছে- ঘুম, খিদে, তেষ্টা সব ভুলে ফোনের নেশায় বুঁদ হয়ে থাকছে সবাই। সম্প্রতি অক্সফোর্ড ওয়ার্ড অফ দ্য ইয়ারের তকমা পাওয়া ‘ব্রেন রট’ শব্দটিও এই স্মার্ট ফোন আসক্তিকেই নির্দেশ করেছে। বিষয়টি নিয়ে আলোচনায় বসেছিল স্পেন প্রশাসন। দেশের মানুষ কীভাবে মোবাইলে আসক্ত হয়ে পড়ছে, সেই নিয়ে একটি রিপোর্ট পেশ করেন সে দেশের বিজ্ঞানীরা। সেই রিপোর্ট দেখে চক্ষু চড়কগাছ সরকারের! ঠিক কী কী রোগের কারণ হয়ে উঠছে এই স্মার্টফোন আসক্তি সবই উল্লেখ ছিল রিপোর্টে। কতজন তাতে আসক্ত, তাদের বয়স কেমন, সবই বিস্তারে বলা ছিল। সবকিছু দেখে তড়িঘড়ি সিদ্ধান্ত নেয় সে দেশের সরকার। প্রাথমিক পদক্ষেপ হিসাবে বলা হয়, সিগারেটের মতো ফোনের বাক্সের গায়েও সতর্কবার্তা লেখার কথা। এই নিয়ম চালু হলে, সিনেমাহল কিংবা অন্যান্য জায়গাতেও স্মার্টফোন নিয়ে সতর্কবার্তা দেখা যেতেই পারে।
তবে এখানেই শেষ নয়। ৩ থেকে ৬ বছর বয়সীদের যে কোনও ধরনের ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ বলে ঘোষণা করেছে স্পেন সরকার। ১৬ বছর বয়স না হওয়া অবধি স্মার্ট ফোন ব্যবহার করা যাবে না। সাধারণ ফোন, যাতে স্রেফ ফোন করার প্রয়োজন মিটবে, তা ব্যবহার করতে পারে খুদেরা। সোশাল মিডিয়াও সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এছাড়া বড়রা ফোন ব্যবহারে যেন সতর্ক হন সে কথাও বারবার বলা হয়েছে প্রশাসনের তরফে। একইভাবে কিছুদিন আগে অস্ট্রেলিয়া সরকার ছোটদের জন্য সোশাল মিডিয়া নিষিদ্ধ ঘোষণা করেছিল। এবার সেই পথেই হাঁটল স্পেন, তবে নয়া সংযোজন হিসেবে স্মার্ট ফোন নিয়ে বিধিসম্মত সতর্কীকরণের নিয়ম চালু করছে এই দেশের সরকার।