সংসদে ফিরেই চোখা বক্তৃতায় ঝড় তুলেছেন রাহুল গান্ধী। মণিপুর থেকে মানবধর্ম, একাধিক ইস্যুতে বিঁধেছেন শাসক দল বিজেপিকে। এবার মুসলিমদের উপর লাগাতার আক্রমণের কথাও সংসদে পৌঁছে দিন রাহুল, সাম্প্রতিক গণপ্রহারের প্রসঙ্গ তুলে আর্জি জানাল মুসলিম ছাত্র সংগঠন।
লোকসভায় বিরোধী দলনেতা পদে ফিরেই শাসক দলের দিকে কড়া আক্রমণ শানিয়েছেন রাহুল গান্ধী। নানা ধর্মের প্রসঙ্গ টেনে তিনি বুঝিয়েছেন, সব ধর্মের মূল কথাই আসলে অভয় দেওয়া, সে হিন্দু ধর্মই হোক কি ইসলাম ধর্ম। তারপরেই রাহুলকে চিঠি দিল ইসলামি ছাত্র সংগঠন এসআইও তথা স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন। সংসদে মুসলিমদের হয়েও মুখ খুলুন রাহুল, এই আর্জিই জানিয়েছেন তাঁরা।
আরও শুনুন:
ক্ষমতায় এলে এমনই থাকবেন, না বদলে যাবেন? ব্যাখ্যা দিলেন রাহুল
সংসদের অষ্টাদশ অধিবেশনে ভাষণ দিতে গিয়ে একাধিক ইস্যুতেই শাসক দল বিজেপিকে বিঁধেছেন রাহুল। কথা বলেছেন মণিপুরের অশান্তি নিয়ে। সেইসঙ্গে গোটা দেশে নানা প্রান্তে হিংসা যেভাবে থাবা বাড়াচ্ছে, সে কথাও বলেছেন রাহুল। হিংসার সঙ্গে ধর্মের জুড়ে যাওয়া নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন। রাহুল বলেছেন, সব ধর্মের মূল কথাই আসলে অভয় দেওয়া। কিন্তু হিন্দুত্বের নাম করে বিজেপি ভয় আর হিংসা ছড়ায়। আর এই মন্তব্যের সূত্র ধরেই সাম্প্রতিক কালের নানা হিংসার ঘটনা রাহুলকে মনে করিয়ে দিয়েছেন মুসলিম পড়ুয়ারা। সেই সব ঘটনাতেই আক্রমণের মুখে পড়েছেন মুসলিমরা। সাম্প্রদায়িক কারণেই এইসব অশান্তি বলে মনে করা হচ্ছে। আর এই বিষয়গুলি নিয়েও মুখ খুলুক কংগ্রেস, এমনটাই চাইছেন ওই পড়ুয়ারা।
আরও শুনুন:
চোখা বক্তৃতায় বাজিমাত রাহুলের, তবুও কোন কোন অংশ বাদ গেল সংসদের খাতায়?
সম্প্রতি গুজরাটে এক ক্রিকেট ম্যাচের সূত্র ধরে গণপ্রহারের মুখে পড়েন এক মুসলিম ব্যক্তি। সংগঠনের চিঠি বলছে, মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই এ নিয়ে ছটি গণপ্রহারের ঘটনা ঘটেছে। যা আসলে এক ভয়ানক প্রবণতাকেই ইঙ্গিত করছে। দেশে ধর্মীয় অসহিষ্ণুতা বাড়ছে, ঘৃণাভাষণের জেরে গণমানসে হিংসা উসকে দেওয়া যাচ্ছে সহজেই- এই ছকটিকেই চিনিয়ে দিচ্ছে দেশে পরপর ঘটে চলা গণপিটুনির ঘটনা। এর আগেও গোমাংস রাখার সন্দেহে গণপ্রহারে খুনের ঘটনা তো ভোলার নয়। তাই ফের সাম্প্রদায়িক হিংসার বশে একের পর এক গণপ্রহারের ঘটনা দেখলে আতঙ্কিত হওয়ারই কথা। গোটা দেশের যে বহুত্বকে বজায় রাখার জন্য রাহুল কথা বলছেন, সেই বহুত্বকেই আসলে আঘাত করে সাম্প্রদায়িক হিংসার বাড়বাড়ন্ত। তাই, মুসলিমদের উপরে লাগাতার আক্রমণের ঘটনা নিয়েও সংসদে সরব হোন বিরোধী দলনেতা, আর্জি মুসলিম পড়ুয়াদের।