ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব, ক্রেডিট বা ডেবিট কার্ড হ্যাকিং, এইসব আর নতুন কোনও বিষয় নয়। যে কোনও সময় যে কেউ এর শিকার হতে পারেন। তখন হা-হুতাশ করা ছাড়া আর কোনও উপায় থাকে না। এই জালিয়াতি রুখতে, ও অনলাইন ব্যাঙ্কিংকে আরও সুরক্ষিত করতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন পদক্ষেপ।
ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব, ক্রেডিট বা ডেবিট কার্ড হ্যাকিং, এইসব আর নতুন কোনও বিষয় নয়। যে কোনও সময় যে কেউ এর শিকার হতে পারেন। তখন হা-হুতাশ করা ছাড়া আর কোনও উপায় থাকে না। এই জালিয়াতি রুখতে, ও অনলাইন ব্যাঙ্কিংকে আরও সুরক্ষিত করতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন পদক্ষেপ। কী সেই উদ্যোগ? শুনুন।
হোয়াটসঅ্যাপ বা মেসেজে একটা টেক্সট এল, আপনার জন্য রয়েছে ব্যাংকের অফার বা এখনই কোনও বিশেষ ডকুমেন্ট আপডেট করতে হবে। নাহলে অ্যাকাউন্ট বা আপনার ডেবিট কার্ড বন্ধ হয়ে যাবে। সঙ্গে রয়েছে একটা লিঙ্ক, এখানে ক্লিক করেই কাজটা করতে হবে। ব্যাঙ্কের নির্দেশ, অমান্য করা যায় কী করে! এই ভেবে অনেকেই ক্লিক করে ফেলেন আর মুহূর্তের মধ্যে পা দিয়ে ফেলেন প্রতারণা চক্রের। এই ধরনের ঘটনা এখন আর নতুন নয়। অনলাইন প্রতারণার ঘটনা ক্রমশ বাড়ছে। অনেকসময় সাবধানতা সত্ত্বেও ঘটে যাচ্ছে নানারকম দুর্ঘটনা।
আরও শুনুন : স্বল্প সঞ্চয় প্রকল্পে বিনিয়োগ করতে চান? জেনে রাখুন এই বিষয়গুলো
গ্রাহকদের এরকম হয়রানি থেকে বাঁচাতে এসবিআই ইয়োনো লাইট অ্যাপে যোগ হয়েছে নতুন ফিচার – ‘সিম বাইন্ডিং’। এর মাধ্যমে সুরক্ষিত থাকবে আপনার অনলাইন লেনদেন। যাঁরা এসবিআই-এর গ্রাহক তাঁরাই এই অ্যাপের সুবিধা পাবেন। এর জন্য অবশ্যই এসবিআই-এ থাকতে হবে আপনার অ্যাকাউন্ট।
ইয়োনো লাইট সিম বাইন্ডিং বৈশিষ্ট্য-টি ঠিক কী?
এই নতুন প্রযুক্তির ফলে ইয়োনো এবং ইয়োনো লাইট অ্যাপ শুধুমাত্র সেইসব ডিভাইসেই কাজ করবে, যেগুলির মোবাইল নম্বর ব্যাংক বা অ্যাকাউন্টের সঙ্গে রেজিস্টার্ড আছে।
ফলে আরও সুরক্ষিত হয়ে উঠবে অনলাইন ব্যাংকিং।
আরও শুনুন : হারানো SMART PHONE সুইচড অফ? খুঁজে পাবেন কোন উপায়ে?
এসবিআই-এর তরফে টুইট করে গ্রাহকদের এই ইয়োনো লাইট অ্যাপ ডাউনলোড করার কথা বলেছে। অনলাইন লেনদেনে প্রতারণার রুখতে, এই নতুন বৈশিষ্ট্যটি নিরাপত্তা আরও আঁটসাটো করবে বলেই মনে করা হচ্ছে। গ্রাহকরা সবরকম লেনদেনই নিরাপদে করতে পারবেন। এই নতুন ফিচারটি পেতে গেলে গ্রাহকদের বর্তমান অ্যাপটি আপডেট করতে হবে। সেই সঙ্গে ওয়ান-টাইম-রেজিস্ট্রেশন প্রক্রিয়াও সম্পূর্ণ করতে হবে। এর ফলেই, গ্রাহকদের রেজিস্টার্ড মোবাইল নম্বরের সিম যে ডিভাইসে আছে তারও ভেরিফিকেশন হয়ে যায়।
বাকিটা শুনুন প্লে বাটন ক্লিক করে।