‘ভিখারি’ কিংবা ‘পকেটমার’দের যেন এ দেশে পাঠানো না হয়। হজযাত্রীদের প্রসঙ্গে এই মর্মেই পাকিস্তানকে হুঁশিয়ারি দিল সৌদি আরব। মধ্যপ্রাচের দেশটির দাবি, আগামী হজযাত্রা শুরুর আগে যেন সতর্ক হয়ে যাত্রীদের নির্বাচন করে পাকিস্তান সরকার। ঠিক কী বলা হয়েছে? আসুন শুনে নিই।
হজযাত্রা। মুসলিম সমাজে আবশ্যিক কর্তব্যগুলির মধ্যে অন্যতম। প্রতিবছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই যাত্রায় সামিল হন অনেকেই। তবে সেক্ষেত্রে মানতে হয় বেশ কিছু নিয়ম। হজযাত্রায় কে অংশ নেবেন, তা ঠিক করে দেয় সে দেশের সরকারের। আর সেই হজযাত্রী নির্বাচনের ক্ষেত্রেই এবার পাকিস্তানকে কড়াবার্তা শোনাল সৌদি সরকার। সে দেশের দাবি, ভারতের এই প্রতিবেশী দেশ থেকে যারা হজযাত্রায় অংশ নেন, তাঁদের অধিকাংশই ‘চোর’। এমনকি সেই দলে ভিখারির সংখ্যাও যথেষ্টই, বলে দাবি করেছে সৌদি সরকার। তাই আগামী হজযাত্রায় কাউকে পাঠানোর আগে, পাকিস্তান সরকারকে ভালোভাবে খোঁজ নেওয়ার নির্দেশ দিয়েছেন তাঁরা।
আরও শুনুন: বদলাচ্ছে ভাবনা! পুরুষ সঙ্গী ছাড়াই হজে যাচ্ছেন ৪৩০০ মুসলিম মহিলা
মুসলিম সমাজে হজযাত্রা অতি পবিত্র। প্রতিবছর বিশেষ বিভিন্ন প্রান্তের মুসলিমরা এই যাত্রায় অংশ নেন। তাই পাকিস্তানের মতো ইসলাম অধ্যুষিত দেশে হজযাত্রীর সংখ্যা যে কম হবে না, তা বলাই বাহুল্য। সমীক্ষায় দেখা গিয়েছে, প্রতি বছর পাকিস্তান থেকে অনেকেই হজযাত্রায় সামিল হন। তবে পাকিস্তানের সেইসব হজ যাত্রীদের নিয়েই রীতিমতো ক্ষুব্ধ সৌদি সরকার। তাঁদের দাবি, প্রতিবছর হজযাত্রীদের মধ্যে যারা চুরি করতে গিয়ে ধরা পড়েন, তাঁদের বেশির ভাগই পাকিস্তানের বাসিন্দা। অন্যান্য হজযাত্রীরা এইসব পকেটমারদের অত্যাচারে অতিষ্ঠ। শুধু তাই নয়, দেখা যায় হজযাত্রীদের দলে ভিড়ে সৌদিতে পাড়ি জমান আরও অনেকে, যারা সে দেশে গিয়ে ভিক্ষা করতে শুরু করেন। সত্যি বলতে, যে কোনও তীর্থস্থানেই ভিখারিদের ভিড় জমে, কারণ সেখানে ভিক্ষা পাওয়ার সুযোগ বেশি। পুণ্যের আশায় অনেক তীর্থযাত্রীই ভিখারিদের ফেরান না। আর সেই সুযোগ নিয়েই রোজগারের উদ্দেশ্যে অনেকে এ দেশে চলে আসেন বলে দাবি সৌদি সরকারের। সরকারের তরফে আরও জানানো হয়েছে, উমরাহ ভিসায় সৌদিতে এসে ভিক্ষা করছিলেন এমন একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, আর তাঁদের ৯০ শতাংশই পাকিস্তানি।
আরও শুনুন: অযথা মুসলিম রমণীর ‘সতীত্ব’ নিয়ে প্রশ্ন নয়, স্বমীর সন্দেহে সাফ কথা পাক আদালতের
সৌদি আরব সরকারের সাফ দাবি, বর্তমানে সে দেশের বেশ কিছু জেল স্রেফ পাকিস্তানি অপরাধীতে ভর্তি। বিশ্বাসযোগ্যতার অভাবেই পাকিস্তানি শ্রমিকদেরও বহু আগে নিষিদ্ধ করেছে সৌদি সরকার। এবার হজযাত্রায় পাকিস্তানিদের নিয়েও পাকিস্তানকে কড়া বার্তা দিল সৌদির বিদেশ মন্ত্রক।