রাম মন্দির উদ্বোধনের আবহে ভক্তির জোয়ারে ভেসেছে সারা দেশ। সেই আগ্রহের রেশ ধরেই বিভিন্নভাবে রাম মন্দিরের রেপ্লিকা সংগ্রহ করতে তৎপর ভক্তরা। তাঁদের চাহিদা মেটাতেই এবার বেনারসি শাড়িতেও রাম আর রাম মন্দিরের থিম বুনে চলেছেন বয়নশিল্পীরা, যাঁরা অনেকেই ধর্মে মুসলিম। আসুন, শুনে নেওয়া যাক।
দীর্ঘ অপেক্ষার পর রামজন্মভূমি অযোধ্যায় যে রাম মন্দির গড়ে উঠেছে, তা ঘিরে ভক্তদের উন্মাদনার শেষ নেই। রাম মন্দির উদ্বোধনের এই সময়কে স্মরণীয় করে রাখতেই নিজেদের যাপনকেও নানাভাবে এর সঙ্গে জুড়ে নিচ্ছেন তাঁরা। তাই নিজেদের ব্যবহার করার মতো নানারকম জিনিসে রাম বা রাম মন্দিরের ছবি-ভাস্কর্যকে জুড়ে রাখছেন অনেকেই। আর রাম মন্দিরের এহেন রেপ্লিকার চাহিদা বাড়ছে ক্রমশই। এবার তারই ছাপ দেখা গেল শাড়ির বাজারেও। ঘটনাচক্রে সে শাড়ি যাঁরা বুনছেন, তাঁদের অনেকেই ধর্মে মুসলিম। কিন্তু কাজের সঙ্গে কি ধর্মের কোনও বিরোধ হতে পারে? তাই রামের থিমে নতুন শাড়ি বোনার যে বিপুল চাহিদা দেখা দিয়েছে, তাতে খুশিই হচ্ছেন তাঁরাও।
আরও শুনুন: ‘মুসলিমরাও রামেরই উত্তরসূরি’, সমন্বয়ের বার্তা দিতেই রামজ্যোতি নিয়ে পথে নামছেন দুই মুসলিম তরুণী
এমনিতে শাড়ির মধ্যে রাম মন্দির জুড়ে নেওয়ার বিষয়টি একেবারে নতুন নয়। রাম মন্দির উদ্বোধনের এই আবহেই সম্প্রতি জানা গিয়েছে, রামের ছবি দিয়েই একটি গোটা শাড়ি তৈরি করেছেন গুজরাটের সুরাত অঞ্চলের শিল্পীরা। অযোধ্যার রাম মন্দির আর রামচন্দ্রের ছবি-সহ ওই শাড়িটি রামলালার অভিষেক উপলক্ষে অযোধ্যায় পাঠাতে চান তাঁরা। শুধু রাম মন্দিরেই নয়, দেশের যেখানে যেখানে রামের মন্দির রয়েছে, অনুরোধ করলে সেই সব মন্দিরেই এইরকম শাড়ি পাঠাতে চান বলে জানিয়েছিলেন ওই শাড়ি-ব্যবসায়ীরা। আর এবার জানা গেল, অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের উন্মাদনা ছুঁয়ে গিয়েছে বেনারসকেও। হিন্দুদের আরও এক তীর্থক্ষেত্র বলে পরিচিত এই বেনারস বেনারসি শাড়ি তৈরির জন্যেও বিখ্যাত। অনেকেই নিজেদের পছন্দমতো বেনারসি বুনে দেওয়ার জন্য অনুরোধ করে থাকেন বয়নশিল্পীদের। এবার সেই ব্যবসায়ীরাই জানালেন, সম্প্রতি অনেকেই চাইছেন সেই বেনারসিটির থিম হোক রাম ও রাম মন্দির। কেউ চাইছেন বেনারসির জমি ও আঁচলে রামের বাল্য লীলা থেকে রাবণ বধ পর্যন্ত ঘটনা তুলে ধরা হোক, কেউ আবার চাইছেন শাড়িতে থাকুক রাম মন্দিরের ছবিও, আবার শাড়ির পাড়ে শ্রীরামের নাম বুনে দেওয়া হোক- এমনটাও চাইছেন বহু ক্রেতা।
আরও শুনুন: দেশের মহাকাশ বিজ্ঞানীদের পরামর্শ নিয়েই তৈরি অযোধ্যার রামলালার মূর্তি, কিন্তু কেন?
বেনারসি শাড়ি যাঁরা বোনেন, ঘটনাচক্রে তাঁদের অনেকেই ধর্মে মুসলিম। কিন্তু ক্রেতাদের এই চাহিদার জোগান দিতে তৎপর হয়েছেন তাঁরাই। মুবারকপুরের শিল্পী আনিসুর রহমান যেমন জানাচ্ছেন, পৌরাণিক মোটিফ-সহ শাড়ির চাহিদা সবসময়েই বেশি থাকে। কিন্তু রাম মন্দির ঘিরে এই উন্মাদনা সে সবকিছুকেই ছাপিয়ে গিয়েছে। ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে এহেন শাড়ির অর্ডার মিলেছে বলে জানাচ্ছেন তাঁরা। ৭০০০ থেকে এক লাখ টাকা পর্যন্ত বিভিন্ন দামে বোনা হচ্ছে এই বিশেষ শাড়িগুলি। রাম মন্দির ঘিরে যে তাঁদের শিল্পেও নয়া উদ্ভাবনের সুযোগ মিলে গিয়েছে, এতেই খুশি বেনারসের বয়নশিল্পীরা।