দুটির বেশি হাত নিয়ে কোনও শিশুকেই জন্মাতে দেখা যায়নি। তাহলে চার হাত নিয়ে দেবী লক্ষ্মী জন্মালেন কীভাবে? সম্প্রতি এহেন প্রশ্নেই বিতর্ক উসকে দিলেন যোগীরাজ্যের নেতা স্বামীপ্রসাদ মৌর্য। ঠিক কী বলেছেন তিনি? শুনে নেওয়া যাক।
লক্ষ্মী দেবী নন, তাঁর বদলে নিজের স্ত্রীকে পূজা করাই যথেষ্ট। সাফ মত সমাজবাদী পার্টির নেতা স্বামীপ্রসাদ মৌর্যের। আসলে লক্ষ্মী দেবীর অস্তিত্ব নিয়েই যে প্রশ্ন তুলে দিয়েছেন তিনি। তাঁর প্রশ্ন, এখনও পর্যন্ত কোনও মানবশিশুকেই দুটির বেশি হাত নিয়ে জন্মাতে দেখা যায়নি। তাহলে চার হাত নিয়ে লক্ষ্মী জন্মালেন কীভাবে? সুতরাং যদি লক্ষ্মী বলে কোনও দেবীর পূজা করতে হয়, তাহলে বরং নিজের স্ত্রীকে পূজা করা উচিত। কারণ প্রকৃত দেবী তিনিই। সমাজবাদী নেতার এই প্রশ্নেই উসকে উঠেছে বিতর্ক। হিন্দু ধর্ম নিয়ে বেফাঁস মন্তব্য করে বসেছেন তিনি, এই মর্মে তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বিরোধী নেতা থেকে নেটিজেনরাও।
আরও শুনুন: মন্দির গড়তে কেন টাকা দেবে ধর্মনিরপেক্ষ সরকার? প্রশ্ন তুলেছিলেন নেহরু
ধনতেরাসের পর আসে দীপাবলি। দীপাবলিতেও ধনদেবী লক্ষ্মীর পূজা করে থাকেন অনেকেই। সেই আবহে লক্ষ্মী পূজা সেরেছেন যোগীরাজ্যের এই নেতাও। তবে কোনও প্রতিমাকে পূজা করেননি তিনি। বরং পূজা করেছেন নিজের স্ত্রীকেই। এক্স হ্যান্ডেলে সেই ছবিগুলি ভাগ করে নিয়েছেন তিনি নিজেই। ছবিতে দেখা যাচ্ছে, মহিলার পা ধুয়ে মুছিয়ে দিচ্ছে একটি ছোট ছেলে। নেতা নিজে তাঁকে সিঁদুর এবং মালা পরিয়ে দিচ্ছেন, সঙ্গে দেওয়া হচ্ছে উপহারও। তবে সেইসব ছবির সঙ্গে যে বক্তব্যটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ওই সমাজবাদী নেতা, বিতর্ক তা নিয়েই। সেখানে দেবী লক্ষ্মীর অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেই বিতর্কে জড়িয়েছেন স্বামীপ্রসাদ মৌর্য। তাঁর সাফ কথা, দেশে হোক কি বিশ্বে, যে কোনও ধর্ম বর্ণ জাতির যত শিশু জন্মায়, তাদের সবার দুটি হাত, দুটি পা, দুটি কান, দুটি চোখ ও একটি নাক রয়েছে। রয়েছে মাত্র একটিই মাথা। কোনও শিশুর চারটি কি আটটি কি দশ-বিশটি হাত রয়েছে, এমনটা কি কখনও দেখা গিয়েছে? তাহলে চার হাত নিয়ে লক্ষ্মী জন্মাবেন, এমনটা কি আদৌ সম্ভব? এরপরই নেতার পরামর্শ, যদি লক্ষ্মীর পূজা করতে চান, তাহলে নিজের স্ত্রীর পূজা করুন, তাঁকে সম্মান দিন। তিনিই আপনার পরিবারটি নিষ্ঠাভরে, যত্ন নিয়ে ধরে রাখেন। পরিবারের সুখ স্বাচ্ছন্দ্যের কথা ভেবে যাবতীয় দায়দায়িত্ব পালন করেন। সুতরাং প্রকৃত অর্থে দেবী বলা চলে তাঁকেই। যদিও নেতার গোটা বক্তব্যকে আদৌ ভালো চোখে দেখেননি নেটিজেনদের একটা বড় অংশ। কারও প্রশ্ন, স্ত্রীর পূজা করা হলে মায়ের নয় কেন? কেউ কেউ আবার এতে হিন্দু ধর্মের অপমান হয়েছে বলে মনে করছেন। এমনকি স্বামীপ্রসাদ মৌর্যকে একহাত নিয়ে কংগ্রেস নেতা আচার্য প্রমোদ কৃষ্ণমও বলেছেন, তাঁর কথা বলার উপরেই নিষেধাজ্ঞা জারি করা উচিত যোগী আদিত্যনাথের।
আরও শুনুন: জাভেদের মুখে রামনাম! রাজ ঠাকরের বাড়িতে গিয়ে হিন্দুদের দরাজ প্রশংসা বর্ষীয়ান শিল্পীর
এর আগেও হিন্দু ধর্ম নিয়ে একাধিক মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছিলেন যোগীরাজ্যের এই সপা নেতা। কেন্দ্র সরকারের বিভিন্ন নীতিতে মুসলিম কিংবা দলিতদের জন্য কতটুকু পরিসর বরাদ্দ হয়েছে, তা নিয়েও বারবার প্রশ্ন তুলেছেন তিনি। সেই প্রসঙ্গে হিন্দু ধর্মকেও বিঁধতে ছাড়েননি। এবার লক্ষ্মী দেবীকে নিয়ে বেফাঁস মন্তব্য করে ফের নয়া বিতর্ক উসকে দিলেন স্বামীপ্রসাদ মৌর্য।