‘দ্য কেরালা স্টোরি’ ছবিটিকেও উসকানিমূলক বলে দাবি করেছিলেন অনেকেই। কিন্তু বিতর্ক সত্ত্বেও এই সিনেমার পাশে দেখা গিয়েছে মোদি-সহ বিজেপি শিবিরকে। তাহলে বিবিসি-র মোদি তথ্যচিত্র নিয়ে উলটপুরাণ কেন? এই ছবিকে কেন নিষিদ্ধ করেছে কেন্দ্র? সরাসরি আইনি পথে হেঁটেই মোদি সরকারের দিকে প্রশ্ন ছুড়ে দিলেন সাকেত গোখেল। শুনে নেওয়া যাক।
বিবিসি-র ‘দ্য মোদি কোয়েশ্চেন’ নিয়ে কেন নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রের মোদি সরকার? এই প্রশ্ন তুলে সরাসরি আদালতের দ্বারস্থ হলেন তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখেল। একইসঙ্গে দ্বিচারিতার প্রশ্নেও বিজেপি শিবিরকে তোপ দাগলেন তৃণমূল নেতা।
আরও শুনুন: ‘আইসিস-এর কাজকে কেন সমর্থন?’, কেরালা স্টোরি নিষিদ্ধকরণে প্রশ্ন অনুরাগ ঠাকুরের
দু-দশক আগে গুজরাটে যে সাম্প্রদায়িক হিংসার ছবি দেখা গিয়েছিল, সে কথাই তুলে ধরা হয়েছে বিবিসির তথ্যচিত্র ‘দ্য মোদি কোয়েশ্চেন’-এ। সেই সময়ে সে রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদি। বিবিসি-র তরফে ঘোষণা করা হয়েছে, ভারতের সখ্যাগুরু এবং সংখ্যালঘু দুই সম্প্রদায়, অর্থাৎ হিন্দু-মুসলিমের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির অভাব নিয়ে রীতিমতো গবেষণা করা হয়েছে। পাশাপাশি এই টানাপোড়েনের নেপথ্যে নরেন্দ্র মোদির রাজনৈতিক ভূমিকা কী ছিল, তাও খতিয়ে দেখা হয়েছে। আর সেই বিষয়টিকেই তুলে ধরতে চেয়েছে এই সিনেমা। কিন্তু বিবিসি যাই বলুক, এই সিনেমা নিয়ে দেশে কম জলঘোলা হয়নি। বিশেষ করে গুজরাট হিংসা মামলায় দেশের শীর্ষ আদালতে ক্লিনচিট পাওয়ার পর কেন মোদিকে ফের এই ঘটনায় জড়ানো হচ্ছে, সেই প্রশ্ন তুলে মোদি-পক্ষ এই ছবিকে ‘উদ্দেশ্যপ্রণোদিত কুকীর্তি’ বলে দাবি করেছিল। শেষমেশ সরকারের তরফ থেকেই এই তথ্যচিত্রের প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করা হয়। এই তথ্যচিত্র নিয়ে আসলে ভয় পেয়েছে মোদি সরকার, এই মর্মেই বারবার সুর চড়িয়েছে বিরোধীরা। এদিকে সুদীপ্ত সেনের ‘দ্য কেরালা স্টোরি’ নিয়েও সাম্প্রতিক কালে একইভাবে উদ্দেশ্যমূলক রটনা ছড়ানোর অভিযোগ উঠেছিল। কিন্তু বিরোধীদের অনেকেই সে অভিযোগে সরব হলেও তাতে কর্ণপাত করেনি কেন্দ্র সরকার। বরং কর্ণাটক ভোটের প্রচারে গিয়ে খোদ মোদি এই ছবির কথা বলেছেন। এর আগে বিবেক অগ্নিহোত্রীর বিতর্কিত ছবি ‘কাশ্মীর ফাইলস’-এর ক্ষেত্রেও বিজেপির সমর্থন মিলেছিল। একইরকম ভাবে এবারও একাধিক বিজেপিশাসিত রাজ্যে করমুক্ত ঘোষণা করা হয়েছে কেরালা স্টোরিকে। এমনকি পশ্চিমবঙ্গ সরকার এই ছবিটির প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করলে তার বিরোধিতায় সরব হয়েছিল গেরুয়া শিবির। আর বিজেপি সরকারের এই আচরণকেই দ্বিচারিতা বলে এবার তোপ দাগলেন তৃণমূলের জাতীয় মুখপাত্র। তাঁর বক্তব্য, বিজেপি যদি গণতন্ত্র এবং মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে সওয়াল করে, তাহলে মোদি তথ্যচিত্রের ক্ষেত্রে তারাই মতপ্রকাশের অধিকার রুখে দিয়েছিল কেন?
আরও শুনুন: ‘কাশ্মীর ফাইলস’ দেখলেও ‘পাঠান’ নয়, কী যুক্তি বিজেপি নেতার?
সম্প্রতি মোদি তথ্যচিত্র ইস্যুতে এক মানহানি মামলায় বিবিসিকে নোটিস পাঠিয়েছে দিল্লি হাই কোর্ট। তারপরেই মোদি তথ্যচিত্রে নিষেধাজ্ঞা কেন, এই প্রশ্ন তুলে আরটিআই দায়ের করলেন সাকেত গোখেল।
BJP & Modi Govt went into an uproar when the hate propaganda film Kerala Story was banned by the Govt of West Bengal on grounds of law & order.
However, BJP & Modi Govt banned the BBC documentary “India: the Modi Question” in January by invoking emergency laws & powers.
PM… pic.twitter.com/Ix8GzYOgGX
— Saket Gokhale (@SaketGokhale) May 23, 2023