প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্কিন সফরে ফের ‘কাঁটা’ মানবাধিকার প্রসঙ্গ। ভারতের মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের অধিকার নিয়ে তাঁর দিকে মোক্ষম প্রশ্ন ছুড়লেন এক সাংবাদিক। কে এই সাংবাদিক? আসুন, শুনে নেওয়া যাক।
নরেন্দ্র মোদির মার্কিন সফরের আবহে বারে বারেই প্রশ্ন উঠছিল ভারতে মানবাধিকারের গুরুত্ব নিয়ে। ভারতে মানবাধিকার লঙ্ঘন এবং ধর্মীয় অসহিষ্ণুতার উত্থান নিয়ে প্রশ্ন করা হোক মোদিকে, খোদ প্রেসিডেন্ট জো বাইডেনকে চিঠি দিয়ে এমনটাই দাবি করেছিলেন আমেরিকান কংগ্রেসের ৭৫ জন সদস্য। বাইডেন সে প্রশ্ন না করুন, সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিন্তু সেই প্রশ্ন এড়াতে পারলেন না ভারতের প্রধানমন্ত্রী। সাবরিনা সিদ্দিকি নামের এক সাংবাদিক তাঁকে সাফ প্রশ্ন করে বসলেন, “আপনার দেশে মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘুদের অধিকার সুরক্ষিত করতে এবং বাকস্বাধীনতা বজায় রাখতে আপনি ও আপনার সরকার কী পদক্ষেপ করছেন?” যদিও তার জবাবে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উড়িয়ে দিয়ে গণতন্ত্রের জয়গান গেয়েছেন মোদি, বলেছেন ভারতের এগিয়ে চলার মন্ত্র হল ‘সব কা সাথ, সব কা বিকাশ, সব কা বিশ্বাস, সব কা প্রয়াস’। কিন্তু তারপরেও সাবরিনার এই প্রশ্ন নিয়ে কথা চলছেই আন্তর্জাতিক রাজনীতিতে।
কে এই সাবরিনা সিদ্দিকি?
আরও শুনুন: ২০১৪ থেকে এই প্রথম সাংবাদিকদের মুখোমুখি মোদি! আসল সত্যিটা কী?
হোয়াইট হাউস রিপোর্টার সাবরিনা সিদ্দিকি বর্তমানে কাজ করেন ওয়াশিংটন ডিসি-র দ্য ওয়াল স্ট্রিট জার্নালে। ওয়াশিংটনের বাসিন্দা সাবরিনা মুসলিম-আমেরিকান সাংবাদিকদের প্রথম সারির একজন কর্মী। নর্থ-ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্নাতক সাবরিনা দ্য ওয়াল স্ট্রিট-এ কাজ করার সময় থেকেই বাইডেন ও তাঁর সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে খবরের দায়িত্বে রয়েছেন। হোয়াইট হাউস রিপোর্টার হিসেবে দীর্ঘদিন ধরেই কাজ করে আসছেন সাবরিনা সিদ্দিকি। ২০১৯ সাল পর্যন্ত নামী মার্কিন সংবাদমাধ্যম গার্ডিয়ান-এর সঙ্গে যুক্ত ছিলেন তিনি। সেই সময়ে ২০১৬-র রাষ্ট্রপতি নির্বাচনেও সাংবাদিক হিসেবে দায়িত্বে ছিলেন সাবরিনা। স্বাভাবিকভাবেই মোদির সাংবাদিক বৈঠকে হাজির ছিলেন তিনি। আর সেই সুযোগেই ভারতের প্রধানমন্ত্রীর উদ্দেশে মানবাধিকার নিয়ে প্রশ্ন তুললেন অভিজ্ঞ এই সাংবাদিক।