বদলে গিয়েছে ভারত। আর সেই বদলের নাম মোদি। ব্রিটেন সফরে প্রধানমন্ত্রী সম্পর্কে এমনই দাবি করলেন বিদেশমন্ত্রী এস. জয়শংকর। এ প্রসঙ্গে আর কী বললেন তিনি? আসুন শুনে নিই।
‘মোদি হ্যায় তো মুমকিন হ্যায়’। নির্বাচনী প্রচারে বিজেপি সমর্থকদের মুখে মুখে ঘোরে এই স্লোগান। এবার বিদেশমন্ত্রী জয়শংকরও কার্যত সেই সুরেই সুর মেলালেন। সম্প্রতি ব্রিটেন সফরে প্রধানমন্ত্রী মোদির গুণগান করতেই শোনা গেল তাঁকে। তিনি সাফ জানালেন, দেশের যাবতীয় পরিবর্তন সম্ভব হয়েছে মোদির জন্যই।
আরও শুনুন: রাজীব, মনমোহনের থেকে মোদির বিদেশসফর অনেকটাই আলাদা, কেন এমন দাবি বিদেশমন্ত্রীর?
প্রথম থেকেই দেশের জন্য নিবেদিতপ্রাণ জয়শংকর। দীর্ঘদিন বিদেশমন্ত্রকের আমলা ছিলেন। বর্তমানে সেই মন্ত্রকেরই প্রধান এস. জয়শংকর। প্রধানমন্ত্রী মোদি বা কেন্দ্র সরকারের বিরুদ্ধে কেউ কটূক্তি করলে ছেড়ে কথা বলেন না জয়শংকর। শুধু দেশের মাটিতে নয়, বিদেশ সফরে গেলেও মোদি-বন্দনা থেকে নিজেকে বিরত রাখেন না তিনি। সম্প্রতি পাঁচ দিনের ব্রিটেন সফরে গিয়েছেন তিনি। সেখানকার এক অনুষ্ঠানেই জয়শংকর দেশের পরিবর্তনের প্রসঙ্গ তোলেন। তাঁর কথায়, গোটা বিশ্ব পালটে গিয়েছে। ভারত, ব্রিটেন, দুই দেশের সম্পর্ক-সমস্ত জায়গাতেই পরিবর্তন এসেছে। বদলে গিয়েছে ভারতবর্ষও। আর এ প্রসঙ্গে জয়শঙ্করের মন্তব্য, ভারতের এই পরিবর্তনের নাম হল ‘মোদি’। অর্থাৎ বিদেশমন্ত্রীর দাবি অনুযায়ী, দেশের যাবতীয় পরিবর্তন সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর জন্যই। সেই সূত্র ধরেই এদিন কেন্দ্র সরকারের একাধিক প্রকল্পের কথাও তুলে ধরেন জয়শংকর। বেটি বাঁচাও বেটি পড়াও, মহিলাদের জন্য শৌচালয়, আবাস যোজনা- প্রধানমন্ত্রীর সমস্ত পরিকল্পনাই সফল হয়েছে বলে জানান তিনি। ব্রিটেনের পাশাপাশি অন্যান্য দেশগুলোর সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের কথাও উঠে আসে তাঁর মুখে।
আরও শুনুন: সংখ্যালঘুরা বেশি সুবিধা পেয়েছেন মোদির আমলেই! কোন তথ্যে এমন দাবি বিজেপি নেতার?
এই প্রথম নয়। আগেও মোদির কৃতিত্ব সম্পর্কে মন্তব্য করতে শোনা গিয়েছে বিদেশমন্ত্রীকে। বরাবর প্রধানমন্ত্রীর চালু করা বিভিন্ন প্রকল্পের সুবিধা বিশ্বের দরবারে তুলে ধরেন জয়শংকর। এবারের ব্রিটেন সফরেও ঠিক সেই কাজই করেছেন তিনি। আসন্ন লোকসভা নির্বাচনের আগে বিশ্বমঞ্চেও নরেন্দ্র মোদির ভাবমূর্তি আরও একটু উজ্জ্বল করে দিতে চাইলেন জয়শংকর।