ভারত-রাশিয়া সম্পর্ক দীর্ঘদিনের। আবার আমেরিকার সঙ্গেও ভারতের সম্পর্ক বয়েছে নানা খাতে, সম্প্রতি সেই সম্পর্কেও যথেষ্ট উন্নতি দেখা দিয়েছে। তবে ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি অনেকগুলো প্রশ্ন তুলে দিয়েছে আন্তর্জাতিক ক্ষেত্রে। তার প্রেক্ষিতে এই তিন দেশের সম্পর্কের সমীকরণে কতটা বদল আসবে? বিশ্লেষণ করছেন মণিশংকর চৌধুরী।
কিয়েভ দখলের লক্ষ্যে রুশ বাহিনী এই মুহূর্তে অনেকটাই সফল। ইউক্রেন যুদ্ধ প্রতি মুহূর্তে বদলে দিচ্ছে বিশ্বের পরিস্থিতি। একই সঙ্গে বদলে যাচ্ছে দেশগুলোর বিদেশনীতিও। কোন দেশ কী স্বার্থে কার পাশে থাকবে – এই মুহূর্তে সেটিই ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে। এই নিরিখে ভারতের অবস্থানও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক দীর্ঘদিনের। আবার আমেরিকার সঙ্গেও সে সম্পর্ক বেশ মজবুত। এই যুদ্ধ কি কোনোরকম সমীকরণ বদলাবে? ভারতীয় বাজারের কথা মাথায় রেখে দুই ক্ষমতাধর দেশ আগামিদিনে কী সিদ্ধান্ত নিতে পারে? তাই নিয়েই বিস্তারিত আলোচনা।