বাজার থেকে তুলে নেওয়া হচ্ছে ২০০০ টাকার নোট। আর সেই খবরের পিছু পিছু নয়া আশঙ্কা ভর করেছে গ্রাহকদের মনে। এবার কি তবে কোপ পড়তে চলেছে ৫০০ টাকার নোটের উপরেও? এই প্রশ্নের উত্তরে কী জানালেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর? আসুন, শুনে নেওয়া যাক।
ফের দেশজুড়ে নোটবন্দির সিদ্ধান্ত মোদি সরকারের। বছর সাতেক আগে ঠিক যেভাবে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করা হয়েছিল, এবার ফের একইভাবে ২০০০ টাকার নোটও বাজার থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ২০১৬ সালের শেষদিকে ৫০০ এবং ১০০০ টাকার নোটের বদলেই বাজারে আনা হয়েছিল দু’হাজার টাকার নোট। চালু হয়েছিল নতুন ৫০০ টাকার নোটও। এবার ২০০০ টাকার নোট বাতিলের মরশুমে গ্রাহকরা চিন্তায় পড়েছেন, তবে কি ৫০০ টাকার এই নয়া নোটও তুলে নেওয়ার কথা ভাবছে আরবিআই? সম্প্রতি এই ইস্যুতেই মুখ খুললেন খোদ রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। ঠিক কী বলেছেন তিনি? শুনে নেওয়া যাক সে কথা।
আরও শুনুন: মোদি নিজেও চাননি ২০০০ টাকার নোট বাজারে আসুক! কে ফাঁস করলেন গোপন কথা?
সম্প্রতি ব্যাঙ্কের অর্থনৈতিক পলিসি কী দাঁড়াবে সে বিষয়ে বক্তব্য স্পষ্ট করতে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর। আর সেখানেই এহেন প্রশ্নের মুখোমুখি হন তিনি। ২০০০ টাকার নোটকে অবৈধ বলে ঘোষণা করার পর ব্যাঙ্কে সেইসব নোট জমা করার দিনক্ষণও বেঁধে দিয়েছে আরবিআই। গভর্নরের কথায়, ইতিমধ্যেই প্রায় ৮৫ শতাংশ ২০০০ টাকার নোট ব্যাঙ্কে জমা পড়েও গিয়েছে। কিন্তু তাহলে কি ৫০০ টাকার নোটও তুলে নেওয়ার কথা ভাবছে আরবিআই? কিংবা ১০০০ টাকার নোট কি বাজারে ফিরিয়ে আনা হবে ফের?
আরও শুনুন: নোট বাতিলের জের! ২০০০ টাকার নোটে ৮ লক্ষ টাকা জমা পড়ল মন্দিরের প্রণামী বাক্সে
না, এমন কিছুই হচ্ছে না। অন্তত এখনও তেমন কিছু ভাবছে না রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। প্রশ্নের উত্তরে সাফ জানিয়ে দিয়েছেন আরবিআই-এর গভর্নর শক্তিকান্ত দাস। শুধু তাই নয়, আমজনতার কাছে তাঁর আরজি, উপযুক্ত তথ্য ছাড়া কেউ যেন কোনও খবর না ছড়িয়ে দেন। পাশাপাশি রিজার্ভ ব্যাঙ্কের বিজ্ঞপ্তি ছাড়া এ ধরনের কোনও জনশ্রুতি কেউ যাতে বিশ্বাস না করেন, সে বিষয়েও সকলকে সতর্ক করে দিয়েছেন আরবিআই-এর গভর্নর।