বর্তমানে দেশের বিভিন্ন রাজনৈতিক বিতর্কে হাতিয়ার করা হয় রামচন্দ্রকে। একদিকে বিজেপি, নিজেদের প্রচারে বিভিন্ন ভাবে রামকে ব্যবহার করেন। অন্যদিকে বিরোধীরা একাধিক ইস্যুতে রাম সম্পর্কিত বিষয়গুলো তুলে এনে কটাক্ষ করেন। রামচরিতমানস বিতর্কও সেই তরজার অংশ। সম্প্রতি সেই ইস্যুতেই সুর চড়ালেন জনপ্রিয় আরজেডি নেতা। ভগবান রামকে নিয়ে লেখা এই বই সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করে বিতর্ক উসকে দিয়েছেন তিনি। ঠিক কী বলেছেন? আসুন শুনে নিই।
তুলসীদাস রচিত রামচরিতমানস। বিগত কয়েকমাস ধরেই বিতর্কের কেন্দ্রে এই বই। সরকার বিরোধী একাধিক নেতাকে এই বই নিয়ে বিভিন্ন মন্তব্য করতে শোনা গিয়েছে। সম্প্রতি সেই তালিকায় যোগ দিয়েছেন আরজেডি নেতা রিতলাল যাদব। তাঁর দাবি, হিন্দুদের পবিত্র ধর্মকথার এই গ্রন্থ লেখা হয়েছে মসজিদে বসে। বিজেপিকে কটাক্ষ করে তাঁর এই মন্তব্য ইতিমধ্যেই শোরগোল ফেলেছে রাজনৈতিক মহলে।
আরও শুনুন: পড়ে রইল ১১ মাসের সন্তান, কর্ণাটকে ফ্রি-বাসে চড়ে প্রেমিকের কাছে ছুটলেন তরুণী
এর আগে বিহারের শিক্ষামন্ত্রী চন্দ্রশেখর দাবি করেছিলেন, রামচরিতমানস সমাজে হিংসা ছড়ায়। নীতিশ সরকারের মন্ত্রীর এহেন মন্তব্য তুমুল বিতর্কের জন্ম দিয়েছিল। পালটা কটাক্ষ শোনা গিয়েছিল বিজেপির তরফেও। বিগত কয়েকমাস ধরেই এই ইস্যুতে রাজনৈতিক তরজা জারি রয়েছে। তবে সেই আলোড়ন আরও জোরালো করলেন আরজেডি নেতা রিতলাল। এ প্রসঙ্গে বিজেপিকে সরাসরি কটাক্ষ করেছেন তিনি। তাঁর সাফ দাবি, রামচরিতমানসের মতো বই লেখা হয়েছে মসজিদে বসে। তাই বিজেপির পক্ষ থেকে ক্রমাগত যে হিন্দুদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তোলা হয়, তা কতটা যুক্তিযুক্ত জানতে চেয়েছেন তিনি। অন্যদিকে বিজেপির তরফে বারেবারে মুসলিম বিদ্বেষের কথা শোনা যায়। মূলত এই মুসলিম বিদ্বেষ প্রসঙ্গেই সরব হয়েছেন তিনি। উল্লেখ করেছেন এক মুসলিম বালিকার কথাও। যে মাত্র ১১ বছর বয়সে ভাগবত কথা পাঠ করে সকলের মন জয় করেছে। এক্ষেত্রে বিজেপির তরফেও প্রশংসিত হয়েছে সে। সেই ইস্যুতেও বিজেপিকে তোপ দেগেছেন রিতলাল। শুধু তাই নয়, বিজেপি দলে মুসলিম সদস্য থাকা নিয়েও প্রশ্ন তুলেছেন আরজেডি নেতা।
আরও শুনুন: বিয়ের খরচ প্রায় ৫০ লক্ষ, বছর দুই ঘুরতেই বাড়ির সব পরিচারককে নিয়ে উধাও স্বামী
ইতিমধ্যেই তাঁর এহেন বিস্ফোরক মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে জোর শোরগোল শুরু হয়েছে। যদিও ইতিমধ্যেই পালটা দিয়েছেন বিজেপি মুখপাত্র প্রেম রঞ্জন প্যাটেল। রিতলালের এই মন্তব্য কোনও অংশেই সমর্থন যোগ্য নয় বলেই দাবি তাঁর। সাফ জানিয়েছেন, রামচরিত মানসের মতো গ্রন্থ সম্পর্কে কথা বলার আগে যথেষ্ট জ্ঞান প্রয়োজন। তবে দুই দলের এই তরজার জেরে আরও একবার উঠে এল রামচরিতমানসের মতো বইয়ের নাম। এই বিতর্কের জল আরও গড়াতে পারে, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।