রাম মন্দির ঘিরে ভক্তদের আগ্রহের শেষ নেই। আর সেই আগ্রহের রেশ ধরেই বিভিন্নভাবে রাম মন্দিরের রেপ্লিকা সংগ্রহ করতে উঠেপড়ে লেগেছেন তাঁরা। তার জেরেই এবার চাহিদার জোয়ার সোনা রুপোর বাজারে। মন্দির উদ্বোধনের আগে কী বিশেষ অর্ডার পেলেন গহনা ব্যবসায়ীরা? শুনে নেওয়া যাক।
দীর্ঘ বিবাদ আর বিতর্কের ইতিহাস পেরিয়ে শুরু হয়েছিল রাম মন্দির নির্মাণের কাজ। রাম মন্দিরের উদ্বোধন নিয়ে যে আগ্রহ মাত্রা ছাড়াবে গোটা দেশেই, সে কথা জানাই ছিল। আর এই সুযোগেই লক্ষ্মীলাভের আশায় বুক বেঁধেছে অযোধ্যা-সহ যোগীরাজ্য। সেই আশাই আরও বাড়িয়ে দিয়েছে ভক্তদের রাম মন্দির ঘিরে আগ্রহের জোয়ার। বিভিন্নভাবে রাম মন্দিরের রেপ্লিকা সংগ্রহ করতে উঠেপড়ে লেগেছেন অনেকেই। আর তার জেরেই চাহিদার ঢল নেমেছে সোনা রুপোর বাজারে। হু হু করে বিক্রি হচ্ছে রাম মন্দিরের প্রতিলিপি খোদাই করা সোনা রুপোর বিশেষ কয়েন। রাম দরবার-সহ কয়েনের চাহিদাও কম নয়। পাশাপাশি রাম মন্দির সংক্রান্ত এমনই কিছু কাজ করার অর্ডারও মিলছে। তার মধ্যে সবচেয়ে বেশি চাহিদা বিভিন্ন আকারের রাম মূর্তির। কানপুরের সরাফা মার্কেটের হিসেব অনুযায়ী, অন্তত ৫০০০ কয়েন এবং ১০০০ রাম মূর্তির অর্ডার মিলেছে এর মধ্যেই। কেবল কানপুরেই প্রায় ৮০০ কোটি টাকার ব্যবসা মিলেছে এই মরশুমে, জানাচ্ছেন গহনা ব্যবসায়ীরা। সব মিলিয়ে রাম মন্দির উদ্বোধনের আগেই আর্থিক বাজারে বড় বদল আসার আশা ওয়াকিবহাল মহলের।
এমনিতেই দেবতাকে উপহার হিসেবে গয়না দেওয়ার চল রয়েছে। সেভাবেই রামলালাকে উপহার দেওয়ার জন্যে গয়না বানাচ্ছেন অনেক ভক্তই। যেমন কিছুদিন আগেই সুরাটের এক হিরে ব্যবসায়ী একটি বিশেষ হার বানিয়েছিলেন, যার পেন্ডেন্টটি গড়ে উঠেছে অবিকল রামমন্দিরের আদলে। আর হারের চেন অংশটিতে রামায়ণের মূল চরিত্রদের প্রতিমূর্তি খোদাই করা হয়েছে। সমস্ত গয়নাটি তৈরি করতে লেগেছে ৫০০০ আমেরিকান ডায়মন্ড এবং দু কেজি রুপো। আসলে রামমন্দির নিয়ে দেশজোড়া এই ভক্তি উন্মাদনার আবহে তিনি চেয়েছিলেন গয়নার কাজেও তার ছাপ রাখতে। তবে বিক্রি নয়, ওই বিশেষ হারটি রামলালাকেই উপহার দিয়েছেন তিনি। একইভাবে রাম মন্দির উদ্বোধনের আগে বিশেষ গহনা কেনার ঝোঁক বাড়ছে। সেই কারণে এখন বড় পরিমাণে রাম মন্দির খোদাই করা কয়েন বানাচ্ছেন ব্যবসায়ীরা। রামলালাকে কৃতজ্ঞতা জানাতে ২২ জানুয়ারি, মন্দির উদ্বোধনের দিনেও ওই বাজার এলাকাটিকে রামের ছবি, মূর্তি সহযোগে সাজানো হবে। এমনটাই সিদ্ধান্ত সর্বভারতীয় স্বর্ণব্যবসায়ী ফেডারেশনের।