পছন্দমতো পোশাক পরে ঢোকা যাবে না মন্দিরে। ছেঁড়া জিন্স, মিনি-স্কার্ট কিংবা শরীরের বেশিরভাগ অংশ অনাবৃত রয়েছে এমন পোশাক কঠোরভাবে নিষিদ্ধ। এবার পোশাক নিয়ে এমন ফতোয়া জারি হল রাজস্থানের মন্দিরে। তবে এই নিয়মে যারপরনায় খুশি ভক্তরা। ঠিক বলছেন তাঁরা? আসুন শুনে নিই।
মন্দিরে পোশাকবিধি কোনও নতুন ঘটনা নয়। এবার সেই তালিকায় যোগ হল রাজস্থানের এক শিবমন্দিরের নাম। সম্প্রতি নোটিশ জারি করে মন্দির কর্তৃপক্ষ নির্দিষ্ট কিছু পোশাকের কঠোর নিষেধাজ্ঞা জানিয়েছে। তবে কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে একেবারেই ক্ষুব্ধ নন ভক্তরা। বরং এই ফরমান শুনে রীতিমতো খুশিই হয়েছেন তাঁরা।
আরও শুনুন: স্ত্রী ভালবাসেন অন্য পুরুষকে, নিজে দাঁড়িয়ে দুজনের বিয়ে দিলেন স্বামী
ঘটনাটি রাজস্থানের জয়পুরের এক শিবমন্দিরের। শুধুমাত্র স্থানীয়রাই নয়, এই মন্দিরে প্রতিদিন রাজ্যের অন্যান্য জায়গা থেকেও ভক্তরা আসেন। সেইসঙ্গে জয়পুর পর্যটন ক্ষেত্র হিসেবেও যথেষ্ট বিখ্যাত। তাই এখানে সারাবছর পর্যটকদের ভিড়ও লেগেই থাকে। সকলের উদ্দেশেই সম্প্রতি এক নয়া ফরমান জারি করেছে মন্দির কর্তৃপক্ষ। মূল প্রবেশদ্বারের উপরে একটি নোটিশ বোর্ড লাগিয়ে রেখেছেন তাঁরা। সেখানে স্পষ্টভাবে মন্দিরে প্রবেশের জন্য নির্দিষ্ট কিছু পোশাকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নোটিশের একেবারে প্রথমেই মন্দিরে আগত সকল দর্শনার্থীদের শালীন পোশাক পরে আসতে অনুরোধ জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ। এরপর উল্লেখ করা হয়েছে কয়েকটি বিশেষ পোশাকের কথা। ছেঁড়া জিন্স, মিনি স্কার্ট, হাফ প্যান্ট, বারমুডা, রাত পোশাক বা নাইট স্যুট এবং ফ্রকের কথা লেখা রয়েছে। কর্তৃপক্ষের দাবি, এই ধরনের পোশাক পরে মন্দিরে প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ। শুধু তাই নয়, সকলেই যেন এই নিয়ম মেনে চলেন সে অনুরোধও জানানো হয়েছে মন্দির পরিচালনা সমিতির পক্ষ থেকে।
আরও শুনুন: ঈশ্বরের ধর্ম নেই! মুসলিম হয়েও মন্দিরে পুজো, নয়া প্রজন্মের হয়ে বার্তা দিচ্ছেন সারা?
এর আগে এমন নিয়ম জারি করেছিল উত্তরপ্রদেশের একটি মন্দির। সেক্ষেত্রে ঘোর আপত্তি জানিয়েছিলেন মন্দিরে আগত ভক্তরাই। কিন্তু রাজস্থানের শিবমন্দিরের ক্ষেত্রে তেমনটা হয়নি। বরং মন্দির কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে যারপরনায় খুশি হয়েছেন তাঁরা। মন্দিরে পুজো দিতে আসা এক ভক্তের কথায়, এই সিদ্ধান্ত একেবারেই সঠিক। এর জেরে সনাতন ধর্মের প্রচার আরও বাড়বে বলেই মনে করেছেন তিনি। সেইসঙ্গে তিনি দাবি জানিয়েছেন, এই ধরনের নিয়ম দেশের অন্যান্য মন্দিরেও জারি করা হোক। সর্বভারতীয় সংবাদ সংস্থার মাধ্যমে তাঁর সেই বক্তব্য প্রকাশ্যে এসেছে। নেটদুনিয়াও ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে। অনেকেই মন্দির কর্তৃপক্ষের সিদ্ধান্তের সঙ্গে সহমত পোষন করেছেন। অনেকে আবার বিরোধিতাও করেছেন। তবে কর্তৃপক্ষের দাবি এই নিয়মের জেরে মন্দিরের শান্তির পরিবেশ বজায় থাকবে।
Rajasthan | Jharkhand Mahadev Temple in Jaipur district has introduced a dress code for devotees, asking them to refrain from wearing ripped jeans, shorts, frocks, night suits and mini-skirts
“It is a good decision. It will promote our Sanatan culture. It should be implemented… pic.twitter.com/7bwNRx8gBA
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) July 8, 2023