ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগার দাবিতে বারেবারেই উত্তপ্ত হয়ে উঠছে দেশ। সম্প্রতি ফের একই অভিযোগ উঠল এক অভিনেতার বিরুদ্ধে। এবার বিতর্কের কেন্দ্রে রামায়ণ রচয়িতা মহাকবি বাল্মীকি। বাল্মীকিকে নিয়ে মন্তব্য করেই ঘোর বিপাকে পড়েছেন ওই অভিনেতা। ঠিক কী ঘটছে, আসুন শুনে নেওয়া যাক।
কখনও হজরত মহম্মদ নিয়ে বিতর্কিত মন্তব্যের জের, তো কখনও ‘কালী’ তথ্যচিত্রের পোস্টার নিয়ে আপত্তি! কখনও আবার মন্দির-মসজিদ বিতর্ক। একের পর এক ধর্মীয় ইস্যুতে সরগরম গোটা দেশ। সেই তালিকায় সম্প্রতি নয়া সংযোজন বাল্মীকি-বিতর্ক। মহাকবি বাল্মীকিকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগ উঠল পাঞ্জাবি অভিনেতা রানা জং বাহাদুর-এর বিরুদ্ধে। আর সেই অভিযোগের জেরে এবার গ্রেপ্তার হলেন অভিনেতা। অনগ্রসর এবং তফশিলি সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে ভারতীয় পেনাল কোডের ২৯৫ নম্বর ধারা মোতাবেক ওই অভিনেতাকে গ্রেপ্তার করা হয়েছে, এমনটাই জানিয়েছেন জলন্ধর পুলিশের ডেপুটি কমিশনার জসকিরণজিৎ সিং তেজা।
আরও শুনুন: পঁচিশ বছরের আত্মীয়তা, হিন্দু কর্মচারীর শেষকৃত্য সম্পন্ন করল মুসলিম পরিবারই
জানা গিয়েছে, সম্প্রতি এক টেলিভিশন শো-তে উপস্থিত হয়েছিলেন অভিনেতা রানা জং বাহাদুর। সেখানেই কথাপ্রসঙ্গে রামায়ণ রচয়িতা বাল্মীকিকে নিয়ে মন্তব্য করেন তিনি। আর সেই মন্তব্যের জেরেই প্রতিবাদের ঝড় উঠেছে পাঞ্জাবের একাধিক অঞ্চলে। অভিনেতার মন্তব্য মহাকবির প্রতি অসম্মানজনক, এই দাবিতে সোচ্চার হয়ে উঠেছে জলন্ধরের একটি সংগঠন। বাল্মীকি গোষ্ঠী নামে পরিচিত ওই সংগঠনের সদস্যরা অভিনেতার বিরুদ্ধে সরাসরি মামলা দায়ের করেন। পাশাপাশি জলন্ধরের ভগবান বাল্মীকি চকে অবস্থান বিক্ষোভ করেন তাঁরা। দাহ করা হয় ওই অভিনেতার কুশপুতুলও। বিক্ষোভের আঁচ ক্রমশ ছড়িয়ে পড়ে পাঞ্জাবের অমৃতসর এবং হোশিয়ারপুরেও। অভিনেতাকে গ্রেপ্তারের দাবিতে সরব হয়ে ওঠেন প্রতিবাদীরা। এমনকি পুলিশ যথাযথ ব্যবস্থা না নিলে ফের বন্ধ ডাকারও হুঁশিয়ারি দেওয়া হয়।
আরও শুনুন: রাত্রিযাপনে খরচ নেই এক পয়সা, তবু কেউ থাকতে নারাজ এই হোটেলে! কেন জানেন?
এই পরিস্থিতিতে ভিডিও বার্তায় ক্ষমা প্রার্থনা করেছিলেন ওই অভিনেতা। ওই বার্তায় তিনি স্পষ্ট করে দেন যে তিনি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। তিনি একজন অভিনেতা মাত্র। বৃহত্তর সমাজের প্রেক্ষিতে নিজেকে ক্ষুদ্র বলেও অভিহিত করেন ওই অভিনেতা। বিক্ষোভকারীদের উদ্দেশে রীতিমতো করজোড়ে ক্ষমা চেয়ে সকলকে শান্ত হওয়ার অনুরোধ জানিয়েছিলেন তিনি। যদিও শেষরক্ষা হল না তাতেও। এমনকি জলন্ধরের আদালতে অগ্রিম জামিনের আবেদন করলেও তা অগ্রাহ্য হয়ে যায়। অবশেষে বিক্ষোভকারী গোষ্ঠীর দায়ের করা অভিযোগের জেরে অভিনেতাকে নিজেদের হেপাজতে নিল পুলিশ।