হজরত মহম্মদকে ঘিরে ফের উসকে উঠল নয়া বিতর্ক। তাঁর ছবি দেখানোর জেরে চাকরি খোয়ালেন এক অধ্যাপিকা। কী ঘটেছে ঠিক? আসুন, শুনে নেওয়া যাক।
শিল্পের ইতিহাসের ক্লাসে হজরত মহম্মদের ছবি দেখিয়েছিলেন এক অধ্যাপিকা। ইসলামিক শিল্প সম্বন্ধে কথা বলতে গিয়েই ওই ছবি দুটি দেখিয়েছিলেন তিনি। কিন্তু তার জল যে এত দূর গড়াবে, সে কথা বুঝতে পারেননি ওই মহিলা। ইসলাম ধর্মের কট্টর বিশ্বাসীরা ছবি, গান এসব কোনও কিছুই পছন্দ করেন না। সেখানে পয়গম্বরের ছবি কেন দেখানো হল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগার দাবি তুলে সুর চড়িয়েছেন তাঁরা। আর এই বিতর্কের জেরেই শেষমেশ চাকরি খোয়াতে হল ওই মহিলাকে।
আরও শুনুন: বিষ্ণু-মহেশ্বরের প্রসঙ্গ টেনে গাওয়া হল ‘পুষ্পা’র গান, ধর্মে আঘাতের অভিযোগে বিপাকে ব্যক্তি
সম্প্রতি এমন ঘটনাই ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটায়, হ্যামলিন ইউনিভার্সিটিতে। জানা গিয়েছে, ছবি আঁকার ইতিহাস বিষয়ে আলোচনা করতে গিয়ে ইসলামি রীতির অঙ্কনশৈলীর কথা তুলে ধরেছিলেন ওই অধ্যাপক। আর সেই প্রসঙ্গেই সেদিন ক্লাসে দুটি ছবি দেখান তিনি। দুটি ছবিই হজরত মহম্মদের। একটি চতুর্দশ শতাব্দীতে, পারস্যের শিল্পী রশিদ আল-দিনের আঁকা, অন্য ছবিটি ষোড়শ শতাব্দীর, এঁকেছিলেন মুস্তাফা ইবন ভালি। এদিকে ইসলাম ধর্মে হজরত মহম্মদের কোনও ফটো বা হাতে আঁকা ছবিকে অপবিত্র বলেই মনে করেন কট্টর ধর্মবিশ্বাসীরা। ওই মহিলা জানিয়েছেন, তাঁর ক্লাসে একাধিক মুসলিম পড়ুয়া ছিল। বিতর্কের আশঙ্কায় তিনি আগেভাগেই সতর্ক করেছিলেন যে এ সবকিছু একান্ত অ্যাকাডেমিক চর্চার উদ্দেশ্যেই বলা, কোনও ধর্মে আঘাত করার উদ্দেশ্য সেখানে নেই। কিন্তু লাভ হয়নি তাতেও। ওই অধ্যাপিকার নামে সরাসরি অভিযোগ দায়ের করে মুসলিম পড়ুয়ারা। যার জেরে শেষ পর্যন্ত চাকরি থেকেই বরখাস্ত হতে হল তাঁকে।
আরও শুনুন: ‘বেশরম’ উরফি! খোলামেলা গেরুয়া পোশাকে বিজেপিকে পালটা দিলেন তারকা, দাবি নেটিজেনদের
ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মহম্মদের বিষয়ে এমনিতেই অত্যন্ত স্পর্শকাতর গোঁড়া মুসলিমরা। পয়গম্বরকে নিয়ে কোন কথা যে কখন তাঁদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করে বসে, সে কথা বলা মুশকিল। কিছুদিন আগেই পয়গম্বরকে নিয়ে করা এক মন্তব্যের জেরে প্রাণনাশের হুমকির মুখে পড়েছিলেন বিজেপি নেত্রী নূপুর শর্মা। নূপুরের মন্তব্যের নিন্দায় সরব হয় ইরান, কাতার, ইরান-সহ একাধিক দেশ। আবার সাম্প্রতিক কালেই নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছিল পাকিস্তানের একটি মসজিদের অন্দরমহলের ভিডিও। যেখানে দেখা গিয়েছিল, বোরখা আর হিজাব পরা তরুণীদের শেখানো হচ্ছে তরোয়াল দিয়ে কীভাবে কারও মুণ্ডচ্ছেদ করা যায়, যাতে কেউ পয়গম্বরের অসম্মান করেছে মনে হলেই তার মাথা কেটে ফেলা যায়। সেই তালিকায় এবার নয়া সংযোজন এই ছবি-বিতর্ক।