দিনকয়েক আগেই আদানি ইস্যুতে প্রতিবাদী স্টেটমেন্টের ব্যাগ হাতে সংসদে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা। এবার দেখা গেল প্যালেস্তাইনের হয়ে প্রতিবাদ জারি রাখতেও সেই টোট ব্যাগকেই বেছে নিলেন তিনি। সাজ কেবল সাজ নয়, নিজের ব্যক্তিত্ব আর বক্তব্য পৌঁছে দেওয়ার হাতিয়ারও বটে তাঁর কাছে। দেখা যাচ্ছে, কংগ্রেসের নয়া সাংসদ যেন ব্যাগকেই তাঁর ব্যক্তিগত প্রতিবাদের নিশান করে তুলেছেন।
এক ব্যাগ প্রতিবাদ নিয়ে সংসদে হাজির প্রিয়াঙ্কা গান্ধী। আক্ষরিক অর্থেই। তাঁর ব্যাগে জ্বলজ্বল করছে প্যালেস্তাইনের নাম। সঙ্গে প্যালেস্তাইনের প্রতীক তরমুজের ছবি, পতাকার লাল-কালো-সবুজ রংও রয়েছে ব্যাগ জুড়ে। নেত্রীর কাঁধে প্রতীকী ব্যাগ দেখেই মনে করা হচ্ছে, আসলে প্যালেস্তাইনের পাশে দাঁড়ানোর বার্তাই দিতে চেয়েছেন প্রিয়াঙ্কা। প্রথম থেকেই প্যালেস্তিনীয়দের দুর্দশা নিয়ে সরব হয়েছেন প্রিয়াঙ্কা। ওয়ানাড়ের সাংসদ নির্বাচিত হওয়ার পর প্রথম সংসদ অধিবেশনেও ইজরায়েলের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন তিনি। সম্প্রতিও গাজায় গণহত্যা নিয়ে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন সোনিয়া-কন্যা। এবার প্যালেস্তাইন লেখা ব্যাগের মধ্যে দিয়েই নিজের অবস্থান স্পষ্ট করলেন তিনি, এমনটাই মনে করা হচ্ছে।
আরও শুনুন:
এক ব্যাগ প্রতিবাদ! আদানি ইস্যু ব্যাগে নিয়েই সংসদে ট্রেন্ডি প্রতিবাদ প্রিয়াঙ্কার
রাজনীতিকদের একেকজনের একেকরকম সিগনেচার স্টাইল থাকা যদিও নতুন নয়। ভারতীয় রাজনীতিতে সেইসব ব্যক্তিগত প্রকাশভঙ্গি অনেকসময়ই এক-একজন নেতা নেত্রীর পরিচয় হয়ে দাঁড়িয়েছে। নেহরুর জহরকোট থেকে রাহুলের সাদা টিশার্ট, পরিবারের অন্দরেও সেই নিজস্ব স্টেটমেন্ট কম দেখেননি প্রিয়াঙ্কা। আর সেই পথেই যেন হাঁটছেন তিনিও। সাজ কেবল সাজ নয়, নিজের ব্যক্তিত্ব আর বক্তব্য পৌঁছে দেওয়ার হাতিয়ারও বটে তাঁর কাছে। সেখানেই দেখা যাচ্ছে, কংগ্রেসের নয়া সাংসদ যেন ব্যাগকেই তাঁর ব্যক্তিগত প্রতিবাদের নিশান করে তুলেছেন। দিনকয়েক আগেই আদানি ইস্যুতে প্রতিবাদী স্টেটমেন্টের ব্যাগ হাতে সংসদে হাজির হয়েছিলেন তিনি। সে ব্যাগের এক পিঠে মোদি-আদানির আলিঙ্গনের কার্টুন, অন্যদিকে লেখা মোদি-আদানি ভাই ভাই। এবার দেখা গেল প্যালেস্তাইনের হয়ে প্রতিবাদ জারি রাখতেও সেই টোট ব্যাগকেই বেছে নিলেন প্রিয়াঙ্কা। ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধের জেরে প্রতিদিন মৃত্যুর প্রহর গুনছেন গাজার মানুষ। যুদ্ধ প্রাণ কেড়েছে অগণিত ফিলিস্তিনি শিশুর। তার প্রতিবাদে সারা বিশ্বের বহু মানুষই সরব হয়েছেন। জোর গলায় প্রতিবাদ করলে তা দমন করা হচ্ছে, তাই লাল-সবুজ-কালো-সাদা চার রং থাকা তরমুজকে প্যালেস্তাইনের প্রতীক করে তুলেছেন প্রতিবাদীরা। ওয়াটারমেলন পিন বা ব্যাজ, একফালি তরমুজের মতো ব্যাগ হাতে প্রতিবাদী বার্তা পৌঁছে দিয়েছেন তাঁরা। এবার সেই পথেই হাঁটলেন প্রিয়াঙ্কাও।
যদিও এই ব্যাগকে হাতিয়ার করেই প্রিয়াঙ্কার দিকে কটাক্ষ শানাচ্ছে বিজেপি শিবির। এর আগেও গাজা যুদ্ধে প্যালেস্তাইনকে সমর্থন করা নিয়ে কংগ্রেস নেত্রীকে একহাত নিয়েছিল পদ্মবাহিনী। যদিও সেসব নিয়ে মাথা ঘামাতে নারাজ প্রিয়াঙ্কা। শুধুমাত্র দলীয় রাজনীতির গণ্ডিতে নিজেকে বেঁধে না রেখে তিনি আসলে ন্যায় এবং মানবতার পক্ষেই সওয়াল করছেন, জেনেভা কনভেনশনের প্রসঙ্গ টেনে মনে করাচ্ছে কংগ্রেস শিবির।