সমূলে উপড়ে ফেলতে হবে নকশালবাদ। বন্দুক বা কলম, যাই তার অস্ত্র হোক না কেন, ‘চিন্তন শিবিরের’ মঞ্চ থেকে তাদের একইসঙ্গে থামানোর নিদান দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইসঙ্গে প্রযুক্তির ব্যবহারে দেশের নাগরিকদের আরও সচেতন হওয়ার অনুরোধ করলেন তিনি। এই প্রসঙ্গে আর কী শোনা গেল তাঁর মুখে? আসুন, শুনে নেওয়া যাক।
নকশালবাদ রুখতে এবার অসি ও মসি একইসঙ্গে থামাতে হবে। এদিন দেশের বিভিন্ন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে করা বৈঠকে এমনই নিদান দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে তাঁর বক্তব্য, বিভিন্ন লেখাপত্তরের সূত্রে নিজেদের প্রভাব বিস্তার করতে উদ্যোগী নকশালপন্থীরা। তাই যে কোনও তথ্য সবার সঙ্গে ভাগ করে নেওয়ার আগে যেন একশোবার যাচাই করে নেন সকলে, এমনটাই নির্দেশ প্রধানমন্ত্রীর।
আরও শুনুন: বিরাট-স্মৃতিদের বেতনের বৈষম্য ঘুচল, শাহরুখ-দীপিকাদের বৈষম্য দূর হবে কবে?
শুক্রবার হরিয়ানার সুরজকুণ্ডে সমস্ত রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীদের নিয়ে এক বিশেষ বৈঠকের আয়োজন করা হয়। দেশের অভ্যন্তরীণ সুরক্ষা নিয়ে আলোচনার উদ্দেশ্যেই ডাকা হয়েছিল এই ‘চিন্তন-শিবির’। সেখানেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিজের বক্তব্য প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রথমেই রাজ্যগুলির অভ্যন্তরীণ সুরক্ষা ব্যবস্থার ভূয়সী প্রশংসা করতে শোনা যায় তাঁকে। তিনি বলেন, বিগত কয়েক বছরে দেশের প্রতিটি রাজ্য সফলভাবে সন্ত্রাসবাদ রুখতে সক্ষম হয়েছে। তবে এখানেই শেষ নয়। সারা দেশ জুড়ে চলতে থাকা ‘নকশালবাদ’-ও এবার ধ্বংস করতে হবে। তাঁর কথায়, বন্দুকের পাশাপাশি কলমও হয়ে উঠতে পারে উগ্র চিন্তার হাতিয়ার। আর এই দুইকেই একইভাবে রুখে দেওয়ার নিদান দিলেন মোদি। সাম্প্রতিক কালে ইউএপিএ আইনে বন্দি বিদ্বজ্জনদের প্রসঙ্গ পরোক্ষে টেনেই কি এ কথা বললেন তিনি? প্রশ্ন ওয়াকিবহাল মহলের।
প্রধানমন্ত্রী আরও বলেছেন, সাম্প্রতিক কালে যেসব অশান্তির ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়েছে দেশ, সেইসব অরাজকতার অধিকাংশেরই মূলে রয়েছে ফেক-নিউজ বা ভুয়ো খবর। রাজনৈতিক হিংসা থেকে আরম্ভ করে ধর্মীয় অসহিষ্ণুতা, সবকিছুরই চালিকা শক্তি এই ধরনের বিকৃত খবর, এমনটাই বলছেন তিনি। বিশেষ করে সদ্য চালু হওয়া ৫-জি নেটওয়ার্কের প্রসঙ্গ টেনে মোদি এমনটাও বলেছেন, প্রযুক্তির এহেন উন্নতির পাশাপাশি প্রযুক্তির ব্যবহার সম্বন্ধেও সতর্ক থাকতে হবে আমজনতাকে।
আরও শুনুন: চোখের আলোয় দেখেছিলেম… নষ্ট হওয়া চোখের মণিতে ফ্ল্যাশলাইট জুড়ে তাক লাগালেন ব্যক্তি
ইতিমধ্যেই দেশের যেসব অঞ্চলে নকশাল কার্যকলাপ বেশি, কেন্দ্রের তরফে সেই এলাকাগুলিকে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন মোদি। যেন তেন প্রকারেই এই কার্যকলাপ বন্ধ করতে তৎপর কেন্দ্র, দেশের অভ্যন্তরীণ সুরক্ষা নিয়ে নিয়ে বৈঠকে এই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী।