৭৩-এ পা রাখলেন মোদি। শুধু দেশ নয়, প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বের নানা প্রান্তের মানুষ। তালিকায় রয়েছেন বিরোধী দলের নেতারাও। তবে তাঁদের অধিকাংশের শুভেচ্ছা বার্তায় বিশেষ কোনও চমক নেই। ব্যতিক্রম প্রাক্তন বিচারপতি এস এন ধিংরা। শুধু প্রশংসাই নয়, শুভেচ্ছা বার্তায় মোদিকে ‘গরিবদরদি’ হিসেবে উল্লেখ করেছেন তিনি। ঠিক কোন প্রসঙ্গে মোদিকে এই সার্টিফিকেট দিলেন প্রাক্তন বিচারপতি? আসুন শুনে নেওয়া যাক।
জনপ্রিয়তার নিরিখে বিশ্বের অধিকাংশ রাষ্ট্রনায়কের থেকেই অনেকটা এগিয়ে রয়েছেন নরেন্দ্র মোদি। বারবার বিভিন্ন সমীক্ষায় ধরা পড়েছে সেই তথ্য। তাই তাঁর জন্মদিনে শুভেচ্ছার বন্যায় ভাসবে নেটদুনিয়া, একথা বলাই বাহুল্য। চলতি বছরেও তার ব্যতিক্রম হয়নি। আর সেই শুভেচ্ছাবার্তাতেই মোদিকে গরিবদরদি সার্টিফিকেট দিয়েছেন প্রাক্তন বিচারপতি এস এন ধিংরা।
ক্ষমতায় আসার পর থেকেই প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে একাধিক কর্মসূচি পালন করে আসছে ভারতীয় জনতা পার্টির সদস্যরা। এবছরও তার ব্যতিক্রম হয়নি। মোদির জন্মদিনে দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয়েছে নানান অনুষ্ঠান। বিশেষভাবে সেজেছে রাজধানী দিল্লিও। সেইসঙ্গে শুভেচ্ছাবার্তা উপচে পড়ছে সোশ্যাল মিডিয়ার সর্বত্রই। সেই তালিকায় নাম লিখিয়েছেন দিল্লি হাই কোর্টের এই প্রাক্তন বিচারপতিও। শুভেচ্ছা বার্তার শুরুতেই মোদির শতায়ু কামনা করেছেন তিনি। তাঁর প্রার্থনা, আগামী প্রত্যেকটা দিন মোদি সুস্থ হয়ে একজন যোগীর মতো বেঁচে থাকুন। প্রাক্তন বিচারপতির দাবি, মোদির নেতৃত্বে ভারতবর্ষ এক অন্য জায়গায় পৌঁছেছে। দেশের গরিবদের উন্নতির স্বার্থে রাতদিন এক করে কাজ করে চলেছেন মোদি। এমন দাবিও তুলেছেন ধিংরা। সেইসঙ্গে তিনি আরও বলেন, এভাবেই একদিন দেশের যাবতীয় সব সমস্যা মিটিয়ে দেবেন ‘গরিবদরদি’ মোদি।
শুধু তাই নয়, এদিন মোদির বিদেশনীতি নিয়েও প্রশংসা করেছেন প্রাক্তন বিচারপতি। তাঁর কথায়, মোদি আত্মবিশ্বাসের সঙ্গে বিশ্বের দরবারে ‘ভারতীয় ভাষায়’ কথা বলেন, যা দেশের ঐতিহ্যকে আন্তর্জাতিক মহলে প্রতিষ্ঠা করতে সাহায্য করছে। তাঁর আরও দাবি, মোদি রাজ ধর্ম এবং লোক ধর্ম দুটোই খুব ভালোভাবে বোঝেন। নিজেকে গর্বিত হিন্দু এবং ভারতীয় বলারও সাহসও মোদির যথেষ্টই রয়েছে বলে দাবি ধিংরার। এখানেই শেষ নয়। শুভেচ্ছা বার্তায় ভারত মাতার প্রসঙ্গও টেনেছেন প্রাক্তন বিচারপতি। তাঁর সাফ দাবি, মোদি ভারত মাতার যোগ্য সন্তান। তাই দেশমাতৃকাও চান দীর্ঘদিন নরেন্দ্র মোদি তাঁর সেবা করুন। এছাড়া মোদি কীভাবে বিদেশে থাকা ভারতীয়দেরও সাহায্য করেছেন সে কথাও উল্লেখ করেছেন তিনি। সবমিলিয়ে মোদি বন্দনায় পঞ্চমুখ প্রাক্তন বিচারপতি।