প্রধানমন্ত্রীর ক্ষমতায় আসার পর কেটেছে ৯ বছর। এর মধ্যেই বিশ্বের অন্যতম জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত হয়েছেন নরেন্দ্র মোদি। শুধু দেশ নয়, বিদেশের মাটিতেও তিনি সমানভাবে সমাদৃত। নেপথ্যে শুধুই ম্যাজিক নয়, রয়েছে কঠোর পরিশ্রম। অন্তত সাম্প্রতিক এক তথ্যের ভিত্তিতে এমনটা বলা যেতেই পারে। ঠিক কী তথ্য জানা গিয়েছে প্রধানমন্ত্রীর সম্পর্কে? আসুন শুনে নিই।
তিনি প্রধানমন্ত্রী। দেশ এগিয়ে নিয়ে যাওয়ার সার্বিক দায়িত্ব তাঁর উপরই বর্তায়। সেই মোদি কর্মজীবনে ঠিক কতদিন ছুটি নিয়েছেন? সম্প্রতি সেই তথ্য জানতেই আরটিআই করেছিলেন এক ব্যক্তি। জবাবে বিস্ফোরক তথ্য জানাল প্রধানমন্ত্রীর দপ্তর। ঠিক কেন ও কতদিন মোদি ছুটি নিয়েছেন, তা সর্বসমক্ষে প্রকাশ করেছেন তাঁরা।
আরও শুনুন: ভোট টানতে ভরসা মোদি, তাই কি জোর ‘এক দেশ এক নির্বাচন’ নীতিতে?
১৪০ কোটির দেশ সামলানো কী মুখের কথা! নেতা, মন্ত্রী, আমলা যতই থাকুন না কেন, যে কোনও সমস্যায় শেষ ভরসা তিনিই। দলের সবাই তো বটেই, গোটা দেশের সাধারণ মানুষও প্রধানমন্ত্রী মোদিকেই বিভিন্ন বিষয়ে ভরসা করেন। বার বার নিজের বক্তব্য সেই বিশ্বাস ধরে রাখার আশ্বাস দেন মোদিও। কিন্তু এইসব দায়িত্ব সামলে তিনি নিজের জন্য কতটা সময় রাখেন? এ প্রশ্ন অনেকেরই। তবে সম্প্রতি এ প্রশ্নের উত্তর জানতে এক ব্যক্তি আরটিআই করে বসেন। তাঁর জীজ্ঞাস্য ছিল, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে ঠিক কতদিন ছুটি দিয়েছেন মোদি?
আরও শুনুন: রাখি উপলক্ষে মহিলাদের ৩০০০ টাকা উপহার! ফের মোদির নামে চলল ভুয়ো প্রচার
সাধারণত জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত মানুষজন অন্যান্য পেশার তুলনায় কম ছুটি পান। বিশেষত পুলিশ, ডাক্তার কিংবা সাংবাদিকদের ছুটির দিনেও বেরোতে হয় কাজে। ধর্মীয় অনুষ্ঠান হোক বা জাতীয় উৎসব, কিছুতেই প্রায় ছুটি থাকে না। বরং এইসব দিনেই কাজের বহর থাকে অন্যান্য দিনের তুলনায় অনেকটা বেশি। কিন্তু এই একই ব্যাপার কী প্রধানমন্ত্রীর ক্ষেত্রেও খাটে? তাঁর দপ্তরের অবশ্যই খাটে। আরটিআই-এর জবাবে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সাফ জানানো হয়েছে, বিগত ৯ বছরে একদিনও ছুটি নেননি মোদি। এ বিষয়ে একটি বিবৃতিও প্রকাশ করা হয়েছে। সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রী সবসময় ‘অন ডিউটি’ থাকেন। দেশ সামলানোরে কাজে তাঁর কোনও অবসর নেই। তাই এই ক’বছরে মোদি একদিনও ছুটি নেননি। আর এই তথ্য প্রধানমন্ত্রী দপ্তরের ওয়েবসাইটেও বিস্তারিত ভাবে উল্লেখ করা রয়েছে। দাবি করা হয়েছে এমনটাও। আর এই তথ্য পেয়েই বেজায় উচ্ছ্বসিত নেটদুনিয়ার বাসিন্দারা। মোদি সমর্থকরা তো বটেই, বহু সাধারণ নেটিজেনও ওই বিবৃতির ছবি শেয়ার করেছেন। তবে এই প্রথম নয়। এর আগে অর্থাৎ প্রধানমন্ত্রী প্রথম যখন ক্ষমতায় এসেছিলেন, সেই সময়ও এমন প্রশ্ন উঠেছিল। তখনও প্রধানমন্ত্রী দপ্তর থেকে জানানো হয়েছিল, রেকর্ড অনুযায়ী মোদী একদিনও ছুটি নেননি। সেই সূত্র ধরেই এবারও একই জবাব এল পিএমও দপ্তরের তরফে। দেশজুড়ে ইতিমধ্যেই ২৪ নির্বাচনের দামামা বেজে গিয়েছে। কেন্দ্র থেকে মোদিকে সরানোর লক্ষ্যে একজোট হয়েছে বিরোধী দলগুলি। তবু গেরুয়া শিবিরের ভরসা এখনও মোদি ম্যাজিকেই। এই তথ্য প্রকাশ্যে আসার ফলে, সেই ম্যাজিকের ক্ষমতা যে আরও কিছুটা বাড়ল তা বলাই বাহুল্য।
No leave has been taken (availed) by PM @narendramodi after taking over office since 2014 and in 9 years he has attended more than 3000 events-functions. Reply to RTI Query pic.twitter.com/tjfEV37qTs
— Vikas Bhadauria (@vikasbha) September 4, 2023