ভোটের জন্য কাজ আটকে থাকবে নাকি! ফলাফল দূরে থাক, ভোট শুরুর আগেই নয়া সরকারের কাজের পরিকল্পনা শুরু করে দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি। এবার সামনে এল সে কথাই।
সরকারে এসে প্রথমেই সারতে হবে দরকারি কাজ। আর তার জন্য কোনোভাবেই সময় নষ্ট করতে নারাজ প্রধানমন্ত্রী মোদি। ভোটের জন্য কাজ স্থগিত থাকবে, এমনটাও মনে করেন না তিনি। অন্তত তেমনটাই তিনি বুঝিয়ে দিয়েছিলেন ভোটের আগে। যখন সরকারি আমলাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী। ভোট যুদ্ধের অনেক আগে, সেই বৈঠকেই তৃতীয়বারের মোদি সরকারের কর্মকাণ্ডের পরিকল্পনা বেঁধে দিয়েছিলেন নরেন্দ্র মোদি। এক্সিট পোলের ফলাফলে বিজেপি ঝড়ের ইঙ্গিত মিলতেই সামনে এল সে বৈঠকের খবর।
আরও শুনুন:
ভোটপণ্ডিতদের চমকে দিল এক্সিট পোল, অথচ আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন খোদ মোদি
সত্যি বলতে, মোদির নেতৃত্বে বিজেপি যে তৃতীয়বারও ক্ষমতায় ফিরবে, এ বিষয়ে আগাগোড়াই আত্মবিশ্বাসী দেখিয়েছে মোদিকে। ভোটের আগে অন্তর্বর্তী বাজেট প্রসঙ্গেই হোক, কিংবা ভোটপ্রচারে দেওয়া প্রতিশ্রুতি, বারেবারেই মোদি বুঝিয়ে দিয়েছেন ফের সরকার গড়তে চলেছেন তাঁরা। আর সে সরকার কী কী কাজ করবে, তা নিয়েই তিনি কথা বলতে আগ্রহী। এবার দেখা যাচ্ছে, বাস্তবিকই ভোট প্রচার শুরুর আগেই তার পরিকল্পনা ছকে নিয়েছেন তিনি।
প্রচার শুরুর আগেই সরকারি আমলাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন খোদ প্রধানমন্ত্রী। সেই সময়েই তিনি জানিয়ে দেন, তৃতীয়বার সরকারে ফিরেই কঠোর সিদ্ধান্তের পথে হাঁটবেন। আর সেই মোতাবেক আমলাদের হোমওয়ার্ক করে রাখার নির্দেশ দিয়ে দেন প্রধানমন্ত্রী। সাফ জানিয়ে দেন, বিদায়ী সরকার এবং নতুন সরকার গড়ার মাঝের সময়টুকু আসলে তাঁদের সেই ব্লু-প্রিন্ট তৈরির সুযোগ। নতুন মন্ত্রিসভা গঠনের পর চলতি বছরের আগস্টেই বড় পরিবর্তনগুলি সেরে ফেলতে চান মোদি। সেই বৈঠকের আলোচনা মোতাবেক ইতিমধ্যেই সরকারের প্রথম একশো দিনের কাজের পরিকল্পনাও তৈরি করে ফেলেছেন প্রধানমন্ত্রীর দপ্তর, শোনা যাচ্ছে এমনটাই।
আরও শুনুন:
স্বামীর জয় নিশ্চিত ভেবে মন্দিরে স্ত্রী, অথচ সেই ১ ভোটেই হেরে যান নেতা
লোকসভা ভোট মিটতেই সমস্ত এক্সিট পোলের পূর্বাভাস, তৃতীয়বারের জন্য মসনদ দখল করতে চলেছে মোদি সরকার। চূড়ান্ত ফলাফল ঘোষণার আগে থেকেই প্রশাসনিক কাজে ব্যস্ত হয়ে পড়েছেন নরেন্দ্র মোদি। রেমাল পরিস্থিতি, বিশেষ করে উত্তর-পূর্বের বন্যার ক্ষয়ক্ষতি নিয়ে যেমন তিনি বৈঠকে বসছেন, তেমনই দেশের একটা বড় অংশে চলতে থাকা তাপপ্রবাহ নিয়েও বৈঠকের ডাক দিয়েছেন তিনি। কিন্তু এসবের অনেক আগে থেকেই যে তিনি কাজের ছক কষেছিলেন, তাই জানা গেল এবার। ভোটের ফলাফল দূরে থাক, ভোট শুরু হওয়ার আগেই এই পদক্ষেপ আসলে মোদির আত্মবিশ্বাসকেই ফের চিনিয়ে দিল।