পিছনে গণেশবিগ্রহ। সামনে হাতজোড় করে দাঁড়িয়ে রয়েছেন নরেন্দ্র মোদি। তবে গণেশের দিকে মুখ করে নয়। বিগ্রহের দিকে পিছন করে দাঁড়িয়ে রয়েছেন মোদি। ছবিটি নেটদুনিয়ায় রীতিমতো ভাইরাল। বিরোধীদের দাবি, এইভাবে স্বয়ং গণেশকে অপমান করছেন মোদি। কিন্তু সত্যিই কি তাই? নাকি নেপথ্যে অন্য কিছু? আসুন শুনে নিই।
প্রতিবছর গণেশচতুর্থী উপলক্ষে রাজকীয় ভাবে সেজে ওঠে মহারাষ্ট্র। সেখানকার প্রধান আরাধ্যও গণপতি। সেই গণেশকেই নাকি অপমান করেছেন মোদি। সম্প্রতি এক ভাইরাল ছবি ঘিরে এমনই দাবি উঠেছে নেটদুনিয়ায়। কিন্তু আসল সত্যিটা একেবারেই তা নয়।
আরও শুনুন: খোদ মহাদেবের জন্য রিজার্ভ থাকবে সিট! সত্যিই কি চালু হয়েছিল এমন ট্রেন?
তাহলে ঠিক কী কারণে এই দাবি উঠল?
অবশ্যই ওই ভাইরাল ছবির জন্য। কথায় আছে, একটা ছবি হাজার শব্দের সমান। এক্ষেত্রেও তাই ছবিটি দেখেই নিজেদের মতো ঘটনার ব্যখ্যা সাজিয়ে নিয়েছিলেন অনেকেই। সেইসঙ্গে যোগ হয়েছিল, তেলেঙ্গানার এক কংগ্রেস নেতার আনা অভিযোগ। আসলে ছবিটি পুনের এক বিখ্যাত গণেশ মন্দিরে তোলা। সেখানে সত্যি প্রধানমন্ত্রী পুজোর জন্য গিয়েছিলেন। ভক্তিভরে পুজো সারেনও। সেখানেই এই ছবিটি তোলা হয়। সেইসঙ্গে আরও অনেক ছবিি তোলা হয়। সেখানে অবশ্য দেখা যাচ্ছে, পুজোর কাজে ব্যস্ত রয়েছেন প্রধানমন্ত্রী। তবে শুধুমাত্র ওই গণেশের দিকে পিছন ফিরে থাকা ছবিটি নিয়েই শুরু হয়েছে বিতর্ক। কারণ নির্দিষ্টভাবে ওই ছবিটিকে পোস্ট করেই, কংগ্রেস নেতা কটাক্ষ করেন, যে দেবতাকে আমরা নতমস্তকে প্রণাম জানাই, তাঁর দিকেই পিছন ফিরে রয়েছেন মোদি। আর নেটিজেনদের অনেকেই সেই কথার ভিত্তিতে ছবিটিকে বিচার করতে শুরু করেন। এরপরই প্রধানমন্ত্রীর এহেন আচরণ নিয়ে প্রশ্ন ওঠা শুরু হয়।
আরও শুনুন: লটারিতে ৫২ লক্ষ টাকা জিতেছেন! স্বপ্ন দেখে কোমা থেকে উঠে বসলেন ব্যক্তি
ঘটনাটি নজরে আসে কিছু বিজেপি সমর্থকেরও। তাঁদেরই একজন আসল সত্যিটা সামনে আনেন। তাঁর দাবি, এই ছবিতে কোনও ভুল না থাকলেও যেভাবে প্রচার করা হচ্ছে তা সম্পূর্ণ ভুল। সপক্ষে কিছু প্রমানও দেন তিনি। সেইসঙ্গে ঠিক কেন এই বিভ্রান্তি তৈরি হয়েছে তা বিস্তারিত ব্যখ্যা করেন। আসলে ঘটনার দিন প্রধানমন্ত্রী দীর্ঘক্ষণ ওই গণেশ মন্দিরের ভিতর ছিলেন। শুধুমাত্র ছবি নয়, সেদিন তাঁর কার্যকলাপের ভিডিও-ও করা হয়। এমনই এই ভিডিওতে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী বিগ্রহের সামনে হাতজোড় করে এক জায়গায় দাঁড়িয়েই প্রদক্ষিন করছেন। সেসময় এক মুহূর্তের জন্য গনেশের দিকে তাঁকে পিছন ফিরতে হয়েছে। আর ঠিক সেই মুহূর্তটাই ক্যামেরা বন্দি হয়েছে। আর নান্দনিক দিক দিয়ে ছবিটি এমনই সুন্দর হয়েছে, যে দেখে বোঝার উপায় নেই ছবিটি ওইভাবে তোলা। আপাতভাবে দেখলে মনে হবে, প্রধানমন্ত্রী নিজেই ওইভাবে দাঁড়িয়ে ছবিটি তুলেছেন। তাই অনেকেই সেটা সত্যি ভেবে নিয়েছিলেন। ভিডিও দেখার পর অবশ্য এমনটা আর ভাবার উপায় নেই। মিথ্যে প্রচারের জেরে নেটদুনিয়ায় এমন বিভ্রান্তি আগেও তৈরি হয়েছে। অনেকেই বিনা দোষে নেটিজেনদের কাছে ভর্ৎসনা শুনতে বাধ্য হয়েছেন। তবে খোদ প্রধানমন্ত্রীর সঙ্গেও যে এমনটা হবে তা অনেকেই ভাবেননি।
With respect, I absolutely oppose the HON’BLE PM but your post is incorrect! When we do Darshan of shree Ganesha ( श्री गणेश ) one does a parikrama …and that was exactly what our PM was doing when the cameras clicked him. pic.twitter.com/nh8SLtXdxk
— Tehseen Poonawalla Official 🇮🇳 (@tehseenp) August 2, 2023